নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার নও

০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৪

ছবি নেট


একদিন, দুদিন, তিনদিন
ঘড়ি ধরা সময়
অথবা এই যেমন,
পাঁচ দশ মিনিটের জন্য না হয়
তবুও আমার হয়ে যাও,
খুব দ্রুত ফুরায় জীবন
এরপরে হাজার কাঁদলে
খোদার দুয়ারে মাথা কুটে মরলেও
দেখা সাক্ষাৎ আর সম্ভব নয়।

কতো ইচ্ছে আবদার রোজ দূরে ঠেলে হাসি
আড্ডায় বসি
বাঁচার গল্প বলি
হাঁটতে বাইরে আসি
পথের বাঁকে সন্ধ্যে নামে সবুজ অরন্যে,
ধ্বংসের শীর্ষে আমি
এতো কিছুর পরে সহজ স্বীকারোক্তি,
কবিতা একমাত্র মাধ্যম
যা দিয়ে তোমার শরীর মনে আমার অবাধ বিচরণ
এইতো পুড়ছি
জন্মের স্বাদ মিটিয়ে
শেষ করে দাও
বন্ধ করো তোমার ভিতর বাহিরের সমস্ত ফাটল।

কষ্ট হয়
কষ্ট হয়
দুচোখের অশ্রুতে বুনোহাঁসের মতো
তুমি ভেসে যাও,
ভেংচি কাটে মধ্যবয়স্ক যৌবন
খুব অবাক হই
তুমি আমার নও
আমার নও।






মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৭

মিরোরডডল বলেছেন:





স্প্যান্কু, কবিতা ভালো হয়েছে কিন্তু কিছু কারেকশান আছে।
প্রথম লাইনে এবং পঞ্চম লাইনে কিছু শব্দের মাঝখানে স্পেস হবে।
ওগুলো ঠিক করে নিবে।

০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১১

স্প্যানকড বলেছেন:


অসংখ্য ধন্যবাদ। কারেকশান করেছি। ভালো থাকবে মেয়ে।

২| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩১

আহসান হাবীব রুদ্র বলেছেন: খুব ভালো লাগলো আপনার কবিতা

"জীবনতো খুবই ছোট, আমায় একটু নাহয় ভালোবাস,
বিষ মেখে হলেও আমায় দেখে একটু হাসো।"

০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৫

স্প্যানকড বলেছেন:
এরকম মন্তব্য পেলে উৎসাহিত হই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭

আজব লিংকন বলেছেন:
দুচোখের অশ্রুতে বুনোহাঁসের মতো
তুমি ভেসে যাও
বাহ, বাহ, দারুণ।

০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২২

স্প্যানকড বলেছেন:
প্রতিটি কবিতায় এভাবে মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।



৪| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯

মিরোরডডল বলেছেন:





সেদিন এই গানটা দিবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি :(

আমি ভুলে যাই, আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও





১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫

স্প্যানকড বলেছেন:

















১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৮

স্প্যানকড বলেছেন:

গানটি খুব সুন্দর। ধন্যবাদ।
ভালো থাকবে মেয়ে।


৫| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিরোর দেওয়া গানটি দারুণ।

৬| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতাও দারুণ।

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

স্প্যানকড বলেছেন:

ধন্যবাদ মশিউর। ভালো থাকবেন।


৭| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার দেওয়া গানটিও দারুণ।

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

স্প্যানকড বলেছেন:

ধন্যবাদ মশিউর। ভালো থাকবেন।

৮| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫

জটিল ভাই বলেছেন:
কি খবর ভাই?
সাবধানের মাইর নাই!

১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

স্প্যানকড বলেছেন:

আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনি?
ধন্যবাদ, আপনিও সাবধানে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.