নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

শিকার

২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫





আমার কাছে আলাদ্বীনের চেরাগ নেই
নেই কোন পোষা দৈত্য দানব,
কিছু শব্দ রক্ত এবং ধমনীতে করে আনাগোনা
গোধুলির আলোতে উড়ে নিঃসঙ্গ কবুতর,
শাসককে দেখছি কাকতাড়ূয়া
আর দেশ হয়ে গেছে রুটি হালুয়া।

অলৌকিক যুগ বলতে কিছু নেই
যদিও মানুষ
কিছু পুরনো বিশ্বাস আঁকড়ে মরে,
উপসনালয়ের ফটকে লেখা নেই,
ইশ্বর তোমাদের নিয়ে খুব বেশী ভাবছেন।

পোড়া ডিজেলের বাতাসে মরে গেছে শীতের কমলার ঘ্রাণ
হলুদ পাতা শোনায় রোদ জলের গান,
রাস্তা হারিয়েছি সকলে
চাইলে যায়না দেয়া ঝাঁপ
চারপাশ জুড়ে দেয়াল কাঁটাতার,
অপেক্ষায় বসে থাকি
সম্মুখে দেখি শুধু মৃত্যু এবং ব্যাধির দুয়ার।

আমার হাতে অবশিষ্ট কিছু নেই
সত্যি কিছুই নেই
শব্দ জড়ো করি,
বাঁচার তাগিদে শব্দরা হয় শিকার।


ছবি নেট



মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

২| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবই আছে । ইংশাআল্লাহ আল্লাহ সব দিবেন সুস্থতাও

৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৫

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর হয়েছে ভাই ☺️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.