নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দাবানলে শিউলি

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৩

ছবি নেট।



কোনটা ভালো?
আলো?
না,
আঁধার?

যখন এ প্রশ্ন খুব জেঁকে বসেছে বাহির ভিতর
আমি সিদ্বান্ত নেই
দুই রূপ দুইটার।

একটু একটু করে তোমার জন্য জমিয়ে রাখি প্রেম
এর শুরু আছে
শেষ নেই
যা দাবানলের মতো তোমাকে পুড়িয়ে মারে।

এইবার দাঁড়িয়ে পড়ি
যেমনটা লাল সিগন্যালে থামে গাড়ী
আর আমার কবিতা হয়ে উঠে ব্যস্ত পথচারী
দ্রুত হেঁটে যায়
মুখে হাসি
ফুসফুস ভর্তি বাতাস
তোমার কাছে একটা চেনা শরীর।

ধীরে ধীরে ছুঁয়ে ফেলে তোমায়
খোঁপায় গুঁজে দিলো দুধসাদা শিউলির মালা
বিষাদ ছড়িয়ে তোমার নরম হৃদয়ে
চুপ করে আশ্রয় নেয়
যেন সমস্ত সুখ দুঃখের এক বিন্দুতে মিলন
জীবনের সাদা কালো ক্যানভাস এক লহমায় রঙিন।

আমার কবিতা নখদন্তহীন
তবুও ভীষণ বুনো এবং উচ্ছৃঙ্খল
যতই মজুদ হোক বারুদ এবং গুলি
সাবধান!
সাবধান!
যেকোন সময় ধরে ফেলে অত্যাচারীর টুঁটি।

আমার কবিতা
জল শুষে নেয়া মাটি
সরলতায় ভরা স্বীকারোক্তি
কচি ছেলের নাটাই- ঘুড়ি
কড়া রোদে জ্বলা কিষাণের হাসি
ভুলতে বসা নরক যন্ত্রণা
লাগামছাড়া ঘোড়া
টগবগ টগবগ দৌড়ায়
ঝেড়ে ফেলে সমস্ত ক্লান্তি।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১০

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!!!

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০

স্প্যানকড বলেছেন:


অসংখ্য ধন্যবাদ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪১

বিজন রয় বলেছেন: স্প্যানকড কেমন আছেন? কদিন ধরে আপনাকে খুঁজছি। আজকে পাওয়া গেল।

শুভকামনা রইল।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

স্প্যানকড বলেছেন:


ধন্যবাদ,ভালো আছি। আপনি কেমন আছেন? শুনে ভালো লাগলো আপনি আমার খোঁজ করছেন।
ব্যস্ততার জন্য কম আসা হয়। আপনার জন্যও অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সব সময়।





৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

স্প্যানকড বলেছেন:

অসংখ্য ধন্যবাদ বাকপ্রবাস!

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৯

কামাল১৮ বলেছেন: যার মন্তব্য খুঁজছেন সে মনে হয় এখন ব্লগে নেই।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪

স্প্যানকড বলেছেন:


ব্লগে নেই!! আছে তো কোথাও ! হা হা হা। =p~

অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৪১

আরোগ্য বলেছেন: একটু একটু করে তোমার জন্য জমিয়ে রাখি প্রেম এর শুরু আছে শেষ নেই যা দাবানলের মতো তোমাকে পুড়িয়ে মারে

সত্যি বচন।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪

স্প্যানকড বলেছেন:



অনেক ধন্যবাদ আরোগ্য ! সত্যি বচন, বোঝে না সে বোঝে না !

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

মিরোরডডল বলেছেন:




দু;খের

বানান ঠিক করবে।
এতদিন পর কবি লেখা নিয়ে আসলো!
খারাপ না, কিন্তু আগের মতো না।
কবি এর চেয়ে ভালো লেখে, লিখতো।




২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

স্প্যানকড বলেছেন:


ধন্যবাদ। বানান ঠিক করে নিয়েছি। জানি না কেমন লিখি?
তবে রোজ লিখি যা আমাকে হ্যাপি রাখে। ভালো থাকবে মেয়ে।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.