নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তোমায় নিয়ে পাগলামী

১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬






মনের গভীরে কতোকিছু
সব প্রকাশ করা যায়না
লুকিয়ে রাখি
যেন গোলাপি মুক্তা
প্রকাশ্যে এলে
রঙ ফিকে হওয়ার সম্ভাবনা।

সারা জীবন যোগ বিয়োগ করি সকলে
হিসেবের চিন্তায় ভুলেছি
ফুলদানির গোলাপ শুকিয়েছে নীরবে
না পেয়েছে আলো
না ঢেলেছি পানি।

ইশ্বরের কথা শুনলে মাথায় কাপড় টানে অনেকে
কেউবা নানান কথা বলে
ধর্ম বলতে মানুষ কি বোঝে!
উত্তরের আশায় থাকিনি
সবশেষে দেখেছি,
জীবন নিয়ে টানাটানি।

মনের গভীরে কতোকিছু
সব না বলা যায়
না প্রকাশ পায়
যদি প্রেমের কথা তুলি
বিপদ হবে,
বিপদ হবে জেনেও
তোমায় নিয়ে পাগলামী।














মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

এম ডি মুসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০২

স্প্যানকড বলেছেন:

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২০

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা- মনের গভীরে কতকিছু/ সব না বলা যায/ সব না প্রকাশ পায়

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৩

স্প্যানকড বলেছেন:

অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

আপনাকে কম দেখতে পাচ্ছি

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৬

স্প্যানকড বলেছেন:

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। কাজ কর্মে ব্যস্ত থাকি এই যা।
ভালো থাকবেন সব সময়।

৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

জটিল ভাই বলেছেন:
সাবধানে থাকবেন।

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৬

স্প্যানকড বলেছেন:

আপনিও সাবধানে থাকবেন।

৫| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৫

মিরোরডডল বলেছেন:





মনের গভীরে কতোকিছু
সব না বলা যায়
না প্রকাশ পায়



ভাবনাগুলো যেন
অপ্রকাশিত কাব্য


২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৮

স্প্যানকড বলেছেন:

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে মেয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.