![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
তাকিয়ে থাকো তুমি
একটা চতুষ্কোণ জানালা দিয়ে দূরে বহুদূরে
অথচ তা মিলছে না কিছুতে
যা তুমি চাইছো।
জেগে থাকো তুমি
ঘুমিয়ে যায় আস্ত ব্রহ্মাণ্ড
কমলার খোসা ছাড়াতে ছাড়াতে আনমনে কতো কিছু ভাবো
সুঘ্রাণ ঘরময়
একটা বুনো নি:সংগ আত্মা রাতদিন কুঁড়ে কুঁড়ে খায় তোমায়
আর জড়ো করে হাজারো ভাঙ্গনের শব্দ।
জীবন মৃত্যুর মাঝে দেয়াল দাঁড় করায় প্রেম
না তখন জীবন ছুঁতে পারে মরণ
না মরণ ছুঁতে পারে জীবন
প্রেম তুমুল উত্তেজনায় ঠাসা ঠিক এমন
প্রেম আসে যায়
যেটা যায় সেটা প্রেম হয় কি করে বলো তো?
প্রেম ছাড়া জীবন
অনেকটা পাল ছেঁড়া হাল ভাঙ্গা দিশেহারা নৌকার মতো
একাকিত্বের জলসাঘরে একাই নেচে যাও তুমি
এইবার থামো তো।
একে একে সব হলো তোমার
হলো না প্রেম!
কী আশ্চর্য!
তোমার জন্য প্রেমটা টিকিয়ে রাখা যায়
ঠিক তো!
চলো,
চুম্বনে চুম্বনে সারিয়ে তুলি নষ্ট পৃথিবী
হটিয়ে ব্যারিকেড সমস্ত।
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১:৫০
স্প্যানকড বলেছেন:
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। বাই দ্যা ওয়ে সুমন ভাই এর কোন গান জানতে পারি?
আমার একজন প্রিয় মানুষের সাথে ছবিটির মিল আছে তাই আমারও খুব প্রিয়। ভালো থাকবেন।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩২
কামাল১৮ বলেছেন: ব্লগে কবিতার পাঠক কমে গেছে।
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১:৫৯
স্প্যানকড বলেছেন:
ধন্যবাদ কামাল ভাই। কোথায় কমেছে? আপনি একাই একশ থেকে হাজার!
তৃতীয় বিশ্বে কবিতার চেয়ে রাজনীতি এবং ধর্ম বেশ জনপ্রিয়!
তবে আমাদের এখানে যা আছে সেটা না রাজনীতি, না ধর্ম!
গাধা এবং খচ্চরের মিলেমিশে বেড়ে ওঠা বলা চলে। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৪
রিয়াজ হান্নান বলেছেন: আমার প্লে লিস্টে সুমন ভাই বাজছে,তাকিয়ে থাকা শূন্য দৃষ্টিতে....আর ছবিটা দেখে থমকে গেলাম,লেখাটাও সুন্দর