নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ঘরে ফেরার টান

৩১ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩১

ছবি নেট।

তুমি মানে
সমস্ত দিনের ক্লান্তি শেষে
নতুন করে বেঁচে থাকার নাম।

তুমি মানে
আড্ডা,কবিতা,গান
তুমি মানে দুঃখ মুছে
হেসে ওঠে প্রাণ।

তুমি মানে
বুক ভরা ভালোবাসা
পূর্ণ সমস্ত শূন্যস্থান।

তুমি মানে ভেঙ্গে ফেলা
রাতের নিস্তব্ধতা
তুমি মানে
প্রেমের গভীর থেকে
গভীরতায় ডোবা ভাসা
ঘরে ফেরার টান।

তুমি মানে ইলশেগুঁড়ি
ভিজে ভিজে গলে যাওয়া
তুমি মানে অপেক্ষার প্রহর
বারবার পথ চাওয়া।

তুমি মানে বহমান নদী
সবুজ অরণ্য
তুমি মানে মেঘ,পাহাড়
কাছে আসা আকাশ
উত্তাল নীল সমুদ্র।

তুমি মানে কবিতার ঝড়
ছুটে চলা নিরন্তর
যেদিক খুশী যায় দুচোখ
বহুদূর
বহুদূর।

তুমি মানে বুনোফুল
তৃষ্ণা মেটানো এক আঁজলা জল
তুমি মানে বোবা চিৎকার
দুগাল বেয়ে নামা শ্রাবণ বর্ষার ঢল।











মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অনেক দিন পর আপনার কবিতা দেখলাম।

কেমন আছেন বলেন তো?

৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।ধন্যবাদ।

২| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০০

মিরোরডডল বলেছেন:





তুমি মানে বুনোফুল
তৃষ্ণা মেটানো এক আঁজলা জল


বেশ ভালো হয়েছে কবি।

৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

স্প্যানকড বলেছেন: তুমি মানে বোবা চিৎকার
দুগাল বেয়ে নামা শ্রাবণ বর্ষার ঢল।


ধন্যবাদ।তুমিও ভালো থাকবে।

৩| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৬

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৫

আমি সাজিদ বলেছেন: এই ঘরে ফেরা নিজেকে ফিরে দেখা
আয়নাতে কার মায়া
আঁধারের আলো ছায়া
আমার সাথে চলে
তোমাকে নিয়ে একা...


৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

স্প্যানকড বলেছেন: প্রেম হচ্ছে এমনই
যতবার ডুবে চাঁদ
যতবার ভাসে আকাশে
নজরে পড়ে সবার তখনই
অথবা
সংকেত অশনি
আজও যা কাছে আসেনি ।


আপনি খুব সুন্দর করে লিখেছেন। পড়ে ভালো লেগেছে। ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৬

শাহ আজিজ বলেছেন: অনেকদিন তোমায় দেখিনা স্পান । ভাল আছ ?

আমি ভাল নেই , কবিতা একদম লেখা হয় না । বুনো শুয়োরের মত জীবন যাপন ।

ভাল থেকো , লিখো , কবিতা লিখো ।

তুমি মানে বোবা চিৎকার , দুগাল বেয়ে নামা শ্রাবন বর্ষার ঢল ----------------------

৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

স্প্যানকড বলেছেন: আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কেনো ভালো নেই? শরীর খারাপ? এভাবে বলবেন না, শুনে খুব কষ্ট হয়। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।


চোখ বুজলে আঁধার
খুললে আলো
ঝিনুকের বুকে খোদাইকৃত নাম
কতো দিন টিকে?
কতো দিন?
হৃদয়ে যে নাম
সে তো হয়না কভু ফিকে
এ ভেবে ভেবে
শরাব পাত্র ওঠে ছলকে।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

আমি সাজিদ বলেছেন: আমি আর্টসেলের একটা গানের লিরিকের কিছু অংশ লিখেছি

৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

স্প্যানকড বলেছেন: লিরিকটি সুন্দর।ধন্যবাদ শেয়ার করার জন্য।

৭| ০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: শেষ চার লাইন খুব ভালো লেগেছে। ভালো থাকবেন।

০২ রা নভেম্বর, ২০২৪ ভোর ৬:০৬

স্প্যানকড বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ১০:২১

আজব লিংকন বলেছেন: "তুমি মানে বুনোফুল
তৃষ্ণা মেটানো এক আঁজলা জল
তুমি মানে বোবা চিৎকার
দুগাল বেয়ে নামা শ্রাবণ বর্ষার ঢল।" শেষের এ চারটে লাইন অসাধারণ হয়েছে।

০২ রা নভেম্বর, ২০২৪ ভোর ৬:০৮

স্প্যানকড বলেছেন:



অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৯| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


চমৎকার আছি।
এখন আর দেশে থাকি না।

০২ রা নভেম্বর, ২০২৪ ভোর ৬:১৩

স্প্যানকড বলেছেন:

জেনে ভালো লাগলো।
যেখানে থাকবেন,ভালো থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.