নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
প্রেম মানে ,
পোষাক খুলে শুতে যাওয়া
এবং
শরীরে শরীর দাপিয়ে বেড়ানো নয়
প্রেমে শরীর থাকবে
এ যেমন মিথ্যে নয়
প্রেমে সব কিছু উজাড় করে
ঘুমের বড়ি খেয়ে
ওপারের যাত্রা ও...
ছবি নেট ।
কোথায় যাবো আমি?
নিজেকে লুকিয়ে রেখে লাভ নেই
আমার বিশেষ কবিতা তুমি
দক্ষ শ্রমিকের মতো
নানান রুপে তোমায় প্রতিদিন গড়ি।
অতৃপ্ত আত্মাকে ঠান্ডা করার লক্ষ্যে
কাছে টেনে নেই বারবার...
ছবি নেট ।
সবার যে সব কিছু মিলবে
এমন কিন্তু না
আমি হলাম বাধ্যতামূলক বিষাদ মোড়া
সিলেবাসের অন্তর্ভুক্ত
অথবা
রক্ত ,হাড় ,মাংস এবং চামড়ায় ঠাসা
কোন জলজ্যান্ত মনোলিথ
মানুষের সাথে মিল আছে...
ছবি নেট ।
আমরা একে অপরকে কেন এড়িয়ে চলি?
মনে হয় যেন ,
আমি চোর ডাকাত অথবা খুনি
বা দাগি কোন ফেরারি আসামি
তুমি দারোগা পুলিশ
না,
না,
সে হলে তো...
ছবি নেট ।চিত্র শিল্পী অঞ্জলিনা নিথু ।
প্রতিদিন পথে ঘাটে কতোজনকে দেখি
কতোজনের সাথে গালগল্প আড্ডা
কিন্তু
তোমার মতো কেউ নেই
এটুকু সত্য
সব সময় বলে আসছি।
যখন ভেবে...
ছবি নেট ।
এক দল পাখি
আর
একা
একটি পাখি
এ দুয়ের ব্যবধান আমরা কতটুকু বুঝি?
আমাদের অত সময় নেই
আমরা ব্যস্ত
সত্যি ,
আমাদের কিন্তু তেমন কাজ নেই
সরকারকে গালিগালাজ...
ছবি নেট ।
আমি নিশি ঘুমে তোমাকে পাই
আর জেগে গেলে তো কথাই নাই
তোমার কাছে ছুটে আসি
যেন তুমি ছাড়া কোন গতি নাই
আমি তোমার কাছে কি...
ছবি নেট ।
আমি কোনদিন বলিনি,
এক পা গাছের ডালে বেঁধে
উল্টো লটকে
অথবা চারপাশে আগুন জ্বালিয়ে
তার উপর বসে
কঠিন সাধনা করে যাচ্ছি
অমন সাধু ব্যক্তি নই
তুমিও কোন চার্চের নান সিস্টার নও...
ছবি নেট
শরীর থেকে হৃদয় কে বিচ্ছিন্ন করে দেখতে চেয়েছি
তুমি কোথায় বাস করো?
জানতে চেয়েছি বারবার
দেহে ,
না,
হৃদয়ে?
টের পাই
দুই জায়গাতে সমান উপস্থিতি তোমার।
তোমার শায়িত শরীরে...
ছবি নেট ।
গলা টিপে ধরবে
তবু ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরবেনা একবারও
অথচ
আমি উপরের দ্বিতীয় বাক্যটি সত্য হবে ভেবে
নিভে যাচ্ছি
যেন সকাল সন্ধ্যার জ্বলজ্বল ধুপ কাঠি।
প্রেমের...
ছবি নেট ।
ভালোবাসায় কোন বিরতি দিতে নেই
একদম লেগে থাকতে হয়
কোন হা হুতাশ প্রকাশ না করা উত্তম
যদিও ইদানীং
চুম্বন হীন ফুরিয়ে যাচ্ছে প্রতিটি দিন
কি যে কষ্ট...
ছবি নেট ।
যে পুরুষটি মাঝরাতে জানালা খুলে
বিড়ির ধোঁয়া উড়িয়ে খুক খুক কাশে
মাথায় চুল কম
সে আমি নই
যে পুরুষটি তার প্রিয় নারীকে জড়িয়ে
চুম্বনের পাহাড় গড়ে চলেছে...
ছবি নেট ।
আমাকে আশ্বাস দাও
বলো তুমি ,
পাশে আছি ।
অন্ধের মতো হেঁটে চলেছি
যাবো আরও বহুদূর
তুমি মানে প্রেম
তুমি মানে জীবনবাজি।
জানি,
তোমাকে না পাওয়ার...
ছবি নেট ।
মগজে বাস করে অস্পষ্ট কিছু শব্দ
কুয়াসায় ঢাকা ভোর
মাফলারে চায়ের সদ্য লেগে থাকা লালচে দাগ
দু:খ একদম কাছের
অনেকটা রক্তের সম্পর্কের আত্মীয় ।
প্রেম...
তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে...
©somewhere in net ltd.