নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সাহায্য চাই

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১২

ছবি নেট ।


নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে পথ চেয়ে থেকো --- লাকি আকন্দের গান শুনছি আর ভাবছি ৩০ লাখ শহীদের সাথে নতুন করে কি কিছু যোগ করব? না, মৃত বলে চালিয়ে দিবো? কোন দৈনিক এবং মিডিয়া বলছে না শহীদ !

সাহায্য করলে জাতির উপকার হবে। এখানে সবাই যেহেতু জ্ঞানী গুণী মানুষ আছেন। তাই সাহায্য কামনা করছি। ভালো থাকবেন সকলে :) সাবধানে থাকবেন :)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২৫

নয়া পাঠক বলেছেন: ভাইয়া শহীদ উপাধি পেতে এখন কোন দল করতে হয় জানেন না বুঝি। দুঃখ, ঘৃণা আর নির্বাক তাকিয়ে থাকা ছাড়া আপাতত আর কিছুই করার নেই।

২৬ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৭

স্প্যানকড বলেছেন: একদম ।আমরা যারা সাধারণ মানুষ তাদের তাকিয়ে দেখা ছাড়া আর কোন উপায় নেই । ভালো থাকবেন সব সময় :) ধন্যবাদ :)

২| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি কবি মানুষ, সবই আপনার হাতে, আপনি যেটা চান সেটা করেন; তবে, '৭১এর ৩০ লাখকে আলাদা রাখেন।

২৬ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১০

স্প্যানকড বলেছেন: আমি যেটা চাই সেটা অনেক সময় করতে পারি নাই । আপনার কথার সাথে একমত পোষণ করছি । ৩০ লাখ তাঁরা সবার উপরে অবস্থান করে । ভালো থাকবেন সব সময় :) অসংখ্য ধন্যবাদ :)

৩| ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

কামাল১৮ বলেছেন: ইসলামের আকিদা মতে,ধর্ম যুদ্ধে যারা মারা যায় তারাই শহীদ।রাজনীতিবিদরা এটা তাদের স্বার্থে ব্যবহার করে।

২৬ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১১

স্প্যানকড বলেছেন: হুম , বুঝতে পেরেছি । অনেক কিছু পরিষ্কার হলো । সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.