নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি স্প্যানকড
আমার ঘরের মেঝেতে যে এক চিলতে রোদ পড়ে
দিনের শুরুতে
আমি তা গায়ে মেখে নেই একটা বিছানা পেতে
আবার যখন বৃষ্টিজল খুব করে ভিজিয়ে দেয়
এ শহর
আমার জানালার কাঁচ ঘোলা তখন
আমি হাত বাড়িয়ে বৃষ্টি কে ছুঁয়ে দেখি
মাঝেমধ্যে ভিজতে চলে যাই
আমাকে প্রেমের কথা জিজ্ঞেস করলে
আমি অকপটে একজন নারীর কথা বলতে পারি
যাকে কখনো দেখিনি
শুধু তার কন্ঠস্বরকে চিনি
সেই কন্ঠস্বর সদা মরফিনের মতো কাজ করে
আবার কখনো গভীর ঘুম থেকে তুলে নিয়ে যায় বহুদূর কোন এক গ্রামের কাছে
যেখানে দোলনায় ঝুলে কোন কিশোরী
আঙুল চেটে কদবেল খাচ্ছে
ফসলের গায়ে বিকেলের নরম রোদ লেগে আছে
নদীর কলকল ধ্বনি
কিষানের পরিশ্রান্ত মুখে জগত ভুলিয়ে দেয়া হাসি।
যদি আমাকে প্রশ্ন করো
আমি কোন ধর্মে বিশ্বাসী?
অথবা আমি কি মুসলিম?
বা অন্য ধর্মের?
আমার সোজা উত্তর আমি মানুষ
দোষ গুন দুটোতে সমান ভরপুর
কারণ ধর্মের কোথাও কিছু মানবে
কিছু ছাড়বে
অমন সুযোগ দেয়া নেই
আমি সুবিধাজনক অবস্থায় থাকি
সে অর্থে একজন অধার্মিক বলতে পারো
তবে স্রষ্টাকে অস্বীকার করার মতো সাহসী নই।
তোমাদের প্রত্যাখ্যান
আমাকে বিচলিত করে না
তোমাদের ঘৃণা এবং আদর মাখা কথা
কিছুই আমার আমিকে ভাবিয়ে তোলে না
এ জলের মতন পরিষ্কার
আমার কাছে জীবন মানে
ব্যতিক্রম এবং অতি সুন্দর
কবিতার অতল গহ্বর।
১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
স্প্যানকড বলেছেন: কবিতা পাঠ করার জন্য অসংখ্য ধন্যবাদ শেষ প্যারাটার জন্য টিকে আছে জীবন । ভালো থাকবেনউ সব সময়
২| ১০ ই জুলাই, ২০২৪ সকাল ৮:২৬
চাঙ্কু বলেছেন: জীবন মানে কবিতার অতল গহ্বর!! আফসুস। কবিতা এখনও বুঝলাম না।
১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
স্প্যানকড বলেছেন: কবিতা বুঝতে চাওয়া সহজ না কঠিন সে প্রশ্নের উত্তর দেয়া আরও কঠিন । তবে জীবন মানেই কবিতা ছন্দ তাল এবং প্রেম ,বিরহ এবং পতন । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৩| ১০ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আমরা মুসলিম ।, ইসলামের পথেই থাকতে হবে আমাদের
১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু চেষ্টা করছি থাকার ।ভালো থাকবেন সব সময়
৪| ১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমাদের প্রতিটি আমি'র মাঝে কতগুলো আমিত্বর যে বসবাস তা ভেবে কোন কূলকিনারা পাই না। এতো সহজেই আপনি "আমার আমি" তে নিজেকে তুলে ধরতে চেয়েছেন বলে মনে হলো। তবে দ্বিতীয় মন্তব্যের প্রতিত্তরে বলা আপনার কথা, "কবিতা বুঝতে চাওয়া সহজ না কঠিন সে প্রশ্নের উত্তর দেয়া আরও কঠিন । তবে জীবন মানেই কবিতা ছন্দ তাল এবং প্রেম ,বিরহ এবং পতন।" আমার মন্তব্যকেও দোদুল্যমান করে দিলো।
কবিতায় +++
ধর্ম সম্পর্কে বলা কথাটুকু আমাদের সমাজের বেশীরভাগ মানুষের ক্ষেত্রেই মিলে যায়; যদিও তাদের বৃহত্তর অংশ সেটা স্বীকার করতে নারাজ।
১২ ই জুলাই, ২০২৪ ভোর ৫:১০
স্প্যানকড বলেছেন: সবার ভেতর যে আমি থাকে ওটা হচ্ছে আসল । ওটাকে ভালো রাখার জন্য আমি কবিতায় ডুবে থাকি । আরো অনেকে এ কাজটি করেন। আসলে নিজেকে চিনতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে মনে হয় আর কোনটা নেই ।
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এসেও বলা যায় ধর্ম ব্যাপারটা খুব সেনসেটিভ আর ইমোশনালের জায়গা । কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৫| ১৪ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩২
মিরোরডডল বলেছেন:
স্প্যানকড-এর তোলা ছবির ফুলটার নাম কি?
এই লেখাটা খুব ভালো লাগলো।
কবির কাছ থেকে এরকম লেখাই চাই।
১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২২
স্প্যানকড বলেছেন: আমিও জানি না সঠিক । রাস্তার ধারে ফুটেছে । অসংখ্য ধন্যবাদ মেয়ে ভালো থাকবে সব সময়
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৩
জুন বলেছেন: স্প্যানকডের কবিতা অনেকদিন পর পড়লাম। শেষ প্যারাটাই বাস্তব।
+