নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি স্প্যানকড
প্রচন্ড মন খারাপ নিয়ে লিখছি। আমরা আসলে কেমন? আমাদের মেধা কেমন এ নিয়ে একটু খোলামেলা আলাপ করতে চাচ্ছি।
দেশ স্বাধীন হয়েছে তা প্রায় ৫৩ বছর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিলেন তারা এখন এই কোটা সংস্কার এর পক্ষে কথা বলছেন।
তা জনাব ,আপনারা এতো বছর ক্ষমতায় থেকে কাহার কেশে তেল মেখেছেন? এতো দেরিতে হুশ হয়েছে আপনাদের ! কথায় বলে গন্ডারের চামড়া মোটা শুনে খুব দেরিতে। আপনারা সেই গন্ডার কে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে বসে আছেন। সেজন্য মেডেল দেয়া দরকার।
আসলে কি বলবো আমরা হলাম এমন এক জাতি যাদের কিনা ৪৫ বছর পর হুশ ফিরেছে রাজাকার দেশদ্রোহী দের বিচার করতে হবে। এখন ৫৩ বছর পর হুশ ফিরেছে কোটা সংস্কার করতে হবে।
একটা কথা বলি আপনি মেধাবী হলে এমনিতেই আপনাকে সরকার খুঁজবে। এই যে আন্দোলনে যারা আছেন সবাই কি মেধাবী ? সবাই কি আইনস্টাইন কিংবা নিউটন? তা কিন্তু নয়।
বাংলাদেশ এমন এক দেশ বলতে লজ্জা করছে তবু ও বলতে হয় এ দেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছেন অনেক। কারা এ সার্টিফিকেট দিয়েছে? প্রতিটি রাজনৈতিক দল দিয়েছে। ফালতু গুলি সব। তাদের ভুলের খেসারত কেন আমরা সাধারণ জনগণ দিতে যাবো? কেন আজকে আমার সন্তান নিয়ে ভয়ে আল্লাহ খোদার নাম নিবো?
এই যে কোটা সংস্কার চাচ্ছেন এ কোটা কাদের জন্য? না এ কোটায় শেখ হাসিনার নাতি পুতি ছেলে মেয়া আসবে। না খালেদা জিয়ার এমন কি কোন এম পি মন্ত্রীদের ছেলে মেয়ে। আসবে কি ?
সাধারণ যারা যাদের মেধা আছে অথচ একটু সুযোগ পেলে জীবনটা ঘুরে যাবে তাদের জন্য এ কোটা হয়তো বিশেষ কিছু। আমাদের দেশের রাজনৈতিক দলদের বড় দোষ শুধু দলের লোকদের কাজ দেয়া। বাকীদের নিয়ে চিন্তা তারা একদম করে না বললেই চলে। অবশ্য না করার কারণ আছে অনেক। যাক সেদিকে যাচ্ছি না। জামাত শিবির যেহেতু তাদের মুক্তিযুদ্ধের সময় ভুমিকা বাজে ধরনের ছিলো তাদের কে অন্যভাবে মোকাবিলা করুন । তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেন ।এরা তো এ দেশ চায়নি তো এখন কিসের জন্য চাকরি চায় ।এমনকি জাতির কাছে আজ পর্যন্ত ক্ষমা চায়নি । এ জাতি আবার বড় বড় কথা বলে নিজেদের মেধাবী বলে । বিশ্বের কোথায় এমন আছে ?
একটা ঘটনা বলে শেষ করছি , আমার কাছের এক বন্ধু ঢাকা কলেজে পড়াকালীন সময়ে নেতা বা কোন এক বড় ভাইয়ের কথায় একবার এক আন্দোলনে যেয়ে বাস পুড়িয়ে আসে। পরবর্তীতে মামলা খায়।
শেষমেশ বহু কষ্টে নেতাদের হাতে পায়ে ধরে নিজের নাম মামলা থেকে কাটতে সক্ষম হয়। এর পরে আর কোন আন্দোলনে যায়নি।ঢাবি থেকে ফিজিক্স এ ফাস্ট ক্লাস সেকেন্ড হয়ে এখন ক্যালিফোর্নিয়ায় পি এইচ ডি শেষ করে জব করছেন। বউ বাচ্চা নিয়ে সংসার ধর্ম করছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে।
এখন যদি সেই মামলায় জেল হাজত হতো জীবন কি হতো? বলতে পারেন আমি আপনাদের আন্দোলন করতে নিরুৎসাহিত করছি মোটেও তা নয়।
বলছি আন্দোলন করুন দয়া করে জ্বালাও পোড়াও অযথা অন্যকে কষ্ট দিবেন না প্লিজ। তাহলে আপনিও সেই একই পথের পথিক হলেন। সিদ্ধান্ত একান্তই আপনার নিজের।
সরকারের উচিৎ জলদি এর সংস্কার করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। দরকার পড়লে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন প্লিজ। তবুও শান্তিতে থাকতে দেন আমাদের। ভালো থাকবেন সকলে
২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
২| ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৪৯
আমি সাজিদ বলেছেন: গতকাল সন্ধ্যার পর ইন্টারনেট নাই, নিউজপেপারগুলার অনলাইন ভার্সন আপডেট হয় না, ফোন যায় নাই। কারন কি?
কেন গোটা দুনিয়া থেকে দেশ উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া স্টাইলে বিচ্ছিন্ন হয়ে গেল? এতে সন্দেহ কি বাড়বে না আরও?
২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৫
স্প্যানকড বলেছেন: এতো কেন এবং কারণ যার যার সুবিধা মতো ব্যবহার হয় । ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ৮:০৯
কামাল১৮ বলেছেন: সুন্দর উপলব্ধি।