নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
কোথায় যাবো আমি?
নিজেকে লুকিয়ে রেখে লাভ নেই
আমার বিশেষ কবিতা তুমি
দক্ষ শ্রমিকের মতো
নানান রুপে তোমায় প্রতিদিন গড়ি।
অতৃপ্ত আত্মাকে ঠান্ডা করার লক্ষ্যে
কাছে টেনে নেই বারবার তোমাকে
ভুল
শুদ্ধতা
ওসবের ধারেকাছে যাবার ইচ্ছে নেই
চোখ দুটি সিগনালের লাল বাতি
বদলে দিতে কেবল পারো তুমি।
কোথায় যাবো আমি ?
যাবার জায়গা
এবং আমি
ক্রমশ সংকুচিত হতে হতে
লাল নীল রঙ মেশানো ক্ষুদ্র উলের বল
মেলে দিতে শত চেষ্টা
কখনো করবে কি?
নিজেকেই নিজে আছড়ে মারার বদলে
পুনরায় বেঁচে থাকবার লোভে
কবিতার পথে
তোমায় তাই ডাকি।
কোথায় যাবো আমি?
কার কাছে?
প্রশ্নের উত্তর
যদিও জানো তুমি
ইশ্বর ,
সে তো সকলের
নয় আমার একান্ত ব্যক্তিগত প্রপার্টি।
যাবার আগে বলছি ,
নিষিদ্ধ ফল ছিঁড়ে অপেক্ষা করছি
নিমন্ত্রিত একমাত্র অতিথি তুমি
দেখিনা কি করে ঈশ্বর
দেয় কেমন শাস্তি?
২৪ শে জুন, ২০২৪ রাত ১০:০১
স্প্যানকড বলেছেন: হুম , অনেকে পড়ে । ছেলে-মেয়ে সবার জন্য লিখি । ধন্যবাদ
২| ২৪ শে জুন, ২০২৪ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
২৪ শে জুন, ২০২৪ রাত ১০:০১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন
৩| ২৪ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
মিরোরডডল বলেছেন:
কবিতাটা ভালো লেগেছে, শুধু একটা কিন্তু আছে।
সেটা হচ্ছে, কেমন জানি একটা হরর ভাইব পেয়েছি
চোখ দুটি সিগনালের লাল বাতি
যদিও জানি এটা নির্ঘুম রাতের উপহার।
২৪ শে জুন, ২০২৪ রাত ১১:১২
স্প্যানকড বলেছেন: হরর ভাইব ! বলে কি মেয়ে? আসলে কারো পৌষ মাস কারো বা সর্বনাশ ! রাতে এ ছাড়া আরও অন্য উপহার পাই যা একান্ত গোপনীয় । যা শুধু আমার স্রষ্টা জানে । ভুত আর যাই করুক কবিতা লিখতে পারে না । পারে কি ? কবিতা ভালো লেগেছে শুনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ মেয়ে ভালো থাকবে
৪| ২৫ শে জুন, ২০২৪ রাত ১২:৪০
জটিল ভাই বলেছেন:
ভাইজান কেমন আছেন? সাবধানে থাকবেন
কবিতা বরাবরের মতোই
২৫ শে জুন, ২০২৪ সকাল ১১:২৯
স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি । ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
মেয়েদের আপনার কবিতা পড়িয়েছেন?