![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তোমাকে নিয়ে চলে যাই বহুদূর
তুমি ভেতরে চলতে থাকো
নিশি দিন সমস্ত ভোর ।
তোমাকে নিয়ে গড়ে ফেলি তাজ
গোটা দুনিয়ায় নব নব সাজ
তুমি বড্ড কাছে টানো...
ছবি নেট।
বৃষ্টি আসার পুর্বে যেরকম শীতল ঠান্ডা বাতাস আসে
অচেনা কেমন এক অন্য দৃশ্য ফুটে উঠে চারপাশে
তারপর সব পরিষ্কার হয় ভিজে গলে
ঠিক অমনটা হয় তুমি এলে ।
অনেকদিন গেলো...
ছবি নেট ।
আমি যাকে ভালোবাসতাম,
সে মেলাদিন আগের কথা
যখন ঘরে ঘরে সাদাকালো টিভি
আর বাড়ির ছাদে এন্টিনার দাপট।
আমি যাকে ভালোবাসতাম,
সে একটা " কিন্তু "রেখে গেছে
এই...
ছবি নেট ।
ভয় পেয়ো না বন্ধু ,
যে রোদ দেখতে দেখতে মরে গেলো
কালকেই দেখবে তার নব রুপ।
ভয় পেয়ো না বন্ধু ,
যে ফুল ফুটেছিল রাতে...
ছবি স্প্যানকড ।
ডুবছি আমি
ডুবছি রোজ
যেমন ডুবে সুরুজ
শব্দগুলি চিল উড়ন্ত
নড়াচড়া কিছুই নেই
এখন আমি শান্ত।
ডুবছি আমি
ডুবছি রোজ
সময় আর হয়নি
কেউ আর দেয়না তাড়া
মিছে...
ছবি নেট ।
কিছু কথা মুছে গেছে
কিছু কথা জমা আছে
কিছু কথা জনম নিলো
আসছি আসছি করছে।
সব চুমুর মানে নয়তো প্রেম
কোনটা হয় সর্বশেষ কামড়
ভেতরে ভেতরে তুমি অনেক...
ছবি নেট ।
পর্ন নাকি আসল টিক টক না ! এ বিষয়টি সফিক কে খুব জ্বালিয়ে খাচ্ছে। এ নিয়ে চার পাঁচবার চিন্তাটা মগজে এসে টোকা মেরে গেছে। তাহলে আসল...
ছবি নেট ।
আজকাল তুমি অনেক কিছুই বোঝো
শুধু এইটুকুন বুঝতে হয় কষ্ট
তোমার জন্য আস্ত আমি এখনো জ্যান্ত !
হাত দুটি খুব সাবধানে আগাই
যদি তোমারে পাই
মিলেনা কিছুই...
ছবি নেট।
ইদানীং চিন্তা ভাবনাগুলি নুডলসের মতন হয়ে গেছে
চাইলেই ভেংগে ফেলা যায়
গুড়ো করে ক্ষুদ্র করা যায়
ভেতরে ঘুরতে থাকে
ডুবে ভাসে
বাইরে আসতে চায়
কিন্তু
এতটা ভাংগন...
ছবি নেট ।
ধরেন, আপনার স্ত্রী মৃত্যু শয্যায়। তিনি কথা বলছেন আপনি শুধু শুনছেন। তিনি এক পর্যায়ে বললেন, " ওগো ! যদি আমি মরে যাই তুমি আরেকজনকে ঘরে তুলে...
ছবি নেট ( মেরলিন মনরো )
হোক
ফের দেখা হোক
পাড়া পড়শী খানিকটা
উলটা সিধা গরম গল্প চালাচালি করুক
আবারও
ভেতর বাহিরে বসন্ত, বর্ষা খেলুক
হোক
ফের দেখা...
ছবি নেট ।
স্বপ্নের খোঁজে দেখি তোমায়
বাঁধি সীমাহীন ভালোবাসায়
দাও কিছু সুখের বৃষ্টি
ভিজি আমি
উড়াই দিগন্তের নীলিমায়
তোমার নামে স্বপ্নের এক বিশাল ঘুড়ি ।
৫ মে ২২।
বিদ্র...
ছবি নেট।
তোমার কাছে আসার আগে মেলা প্রস্তুতি চলে। প্রথমে ভালো কইরা ডইলা ঘইষা হালাল সাবান দিয়া গোসল কইরা আসি।
গোসল সেরে পুরুষদের পারফিউম চলে গোটা শরীরে। তোমার কাছে...
ছবি নেট ।
হয়তো তোমার ঠোঁটে ছিল চুমুর দাগ
অথবা কোন কবিতার স্তবক
ছুঁতে যাবার পুর্বেই
তুমি উড়াল দেয়া পক্ষী বক !
নিশ্চিত সুরুজের লালচে আভায়
ফিরবে তুমি চেনা...
©somewhere in net ltd.