নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার মিররের সাথে সাক্ষাৎ

০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

যান্ত্রিক জীবন যখন হাঁপিয়ে উঠে একঘেয়েমির চুড়ান্ত পর্যায়ে, তখন আমরা জীবন থেকে পালাতে চাই।
ইচ্ছে করে সব ছেড়ে দূরে কোথাও ঘুরে আসি।

মোটামুটি বেশ কিছু দেশ ঘুরেছি কিন্তু অস্ট্রেলিয়া যাওয়া হয়নি। এবারের ডেস্টিনেশন সিডনি, অস্ট্রেলিয়া। অনেকদিনের ইচ্ছা প্রিয় ব্লগার মিররের সাথে দেখা করার কিন্তু তার আগে ভাবনায় ছিলো সে কি দেখা করবে! যতদূর জানি, সে অনলাইনে পরিচিত কারো সাথে দেখা করে না।

তার আগে আরেকটু বলতে হয়, গতবছর শেষের দিকে ব্লগে একটা ভুল বোঝাবুঝি হয়। সেই ঘটনার পর মিরর সত্যটা জানার জন্য আমার সাথে ইমেইলে কন্টাক্ট করে। সেই সুত্র ধরেই তার সাথে যোগাযোগ করে জানাই যে সিডনি যাচ্ছি, যদি সম্ভব হয় দেখা করবো। আমাকে অবাক করে দিয়ে মিরর দেখা করবে বলে সম্মতি জানায়। কি সৌভাগ্য আমার!!

সিডনি যাওয়ার পর মিররের সাথে শুধু দেখাই হয়নি, আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে গেছে, নিজে হাতে রান্নাও করেছে। অনেক মজাদার রান্না, বিশেষ করে পায়েস আমার মায়ের হাতের রান্নার চেয়েও মজা। ব্লগের মিরর সম্পর্কে যে ধারণা ছিলো,বাস্তবে তারচেয়ে অনেক ভিন্ন। মিরর খুব শান্ত প্রকৃতির এবং একইসাথে চঞ্চল ও বন্ধুসুলভ। খুব গোছানো, মার্জিত একজন মানবিক ভালো মনের মানুষ। প্রকৃতি প্রেমী এবং অনেক কেয়ার করে। আর দেখতে কেমন যদি বলি, আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর। আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।

মিরোর খুব ভালো ড্রাইভ করে এটা সত্যি, তবে আমি যতক্ষণ ছিলাম মনে মনে আল্লাহকে স্মরণ করছি, যত দোয়া দরূদ জানি সব পড়ছি। যদি কেউ আপনারা কখনও তার পাশে গাড়িতে বসেন, আগে জানের সাদকা দিয়ে আইসেন :)

দেখে আসলাম, অনেক কালারফুল একটা জীবন যাপন করে। ব্যতিক্রম লাইফ, অনেক চ্যালেঞ্জিং। ভাল লাগলো প্রিয় ব্লগারের সাথে সময় কাটিয়ে। অনেক কৃতজ্ঞতা আমাকে এভাবে সময় দেয়ার জন্য।

শেষ করার আগে যে কথা বলা দরকার, ব্লগার নির্বর প্রতি কৃতজ্ঞতা। সেই ঘটনার সত্যতা জানার কারণে মিরর আমার সাথে কন্টাক্ট না করলে, আমার কখনই মিররের সাথে দেখা হতো না। এতো ভালো একজন ব্লগবন্ধু পেতাম না।

ছবিতো তুলেছি অনেক কিছু শেয়ার করলাম। পরে আরও কিছু শেয়ার করবো। এখন ব্যস্ত আছি।

আবারও সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা । ভালো থাকবেন সবাই ।























মিরর আমাকে যে জায়গাগুলাতে বেড়াতে নিয়ে গেছে, তার কিছু ক্লিপ আছে নীচের ভিডিও লিংকে।




মন্তব্য ৮১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১

আমি সাজিদ বলেছেন: মিড আপুকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাবেন কবি।

০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩০

স্প্যানকড বলেছেন:



অবশ্যই জানাবো। আপনার জন্য শুভ কামনা থাকবে সাজিদ ভাই।
নতুন বছর ভালো যাক। ভালো থাকবেন।





২| ০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: রান্না ভালো করে বলে মনে হয় না। অবশ্য অনেক সময় আদর যত্ন করে পরিবেশন করলে অখাদ্যও ভালো লাগে।

০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫২

স্প্যানকড বলেছেন:


ঠিক বলছেন সাচু ভাই। যত্ন নিয়ে খাওয়ালে সবই ভালো লাগে। তবে আমাদের মিরর আসলেই অনেক ভালো রান্না করে। আমি নিজেও এটা আশা করি নাই। বিরিয়ানি খুব মজার, আবার সাথে ভাত ডাল, ভর্তা, মাছ এগুলোও খুব মজা হয়েছিলো। চায়ের গল্প অনেক শুনেছি। ঠিকই সেইরকম দুধ চা বানায়। আমিও কিছুটা অবাক। মিররকে মনে করতাম রান্নাই পারে না :)

ধন্যবাদ সাচু ভাই, ভালো থাকবেন।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৬

জনারণ্যে একজন বলেছেন: চমৎকার!

মিররডডল তবে এই ভার্চুয়াল লাইফের শতকরা নিরানব্বই শতাংশের মতো ফেইক নন।

কবিতা লেখার পাশাপাশি স্প্যানকড তো বেশ ভালো ছবিও তুলেন। ভালো লেগেছে প্রতিটা ছবিই।

বিঃ দ্রঃ এই পোস্ট দেখে (ব্লগের পত্রলেখিকা ওরফে সোনা ভাবি সহ) আর কার কার পুচ্ছদেশে আগুন ধরে গেছে জানার আগ্রহ রইলো।

০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৬

স্প্যানকড বলেছেন:




একসময় ফটোগ্রাফি নেশা ছিলো। এখন কর্মব্যস্ততার জন্য আর আগের মতো করা হয় না। কবিতা লেখারও সময় পাইনা। আপনার ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।

অনেক ধন্যবাদ অরণ্য ভাই, ভালো থাকবেন।

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৭

স্প্যানকড বলেছেন:











০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৮

স্প্যানকড বলেছেন:








৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৪

অধীতি বলেছেন: বাহ্! আপনাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। অস্ট্রেলিয়া নিয়ে আরো লিখবেন আশা করি।

০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮

স্প্যানকড বলেছেন:
ইচ্ছা আছে অধীথি ভাই, আরেকটা পর্ব লেখার।
আপনাকেও অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।


৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৭

কলমনাই বলেছেন: শায়মাপু অষ্ট্রেলিয়া গেল
কেউ দেহা করে নাই! |-)
আফনে ভাগ্যবান! ‍
গালগল্প বিশ্বস করছি!
=p~

০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:০১

স্প্যানকড বলেছেন:




কলমনাই ভাই, সেই উত্তরতো আমি জানিনা।
যে দেখা করে নাই, সে ভালো বলতে পারবে।

যাক ভাই বিশ্বাস করছেন শুইনা শান্তি পাইলাম :)
ধন্যবাদ, ভালো থাকবেন।


৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৫

আরোগ্য বলেছেন: বাহ্ দারুণ তো। সত্যি আপনাদের মোলাকাত পর্ব আসলেই গল্পের বইয়ের মতন। লগইন না করে পারলামনা।

আমাদের মিরোরডডল তো দেখছি সর্বগুণসম্পন্না রমণী। !:#P আমি নিশ্চিত এই পোস্ট পড়ে মিরর বাঙালি ললনার মত লজ্জায় পড়ে যাবে।


ছবিগুলো চমৎকার হয়েছে। অভিনন্দন অদেখা বন্ধুর দর্শন লাভ করার জন্য।

০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৭

স্প্যানকড বলেছেন:



গল্পের মতো কি না জানি না ভাই,তবে লাইফ টাইম মেমোরি এইটা নিশ্চিত।
আমাদের মিরোরডডল তো দেখছি সর্বগুণসম্পন্না রমণী। সম্পুর্ণ সহমত।
ছবিগুলো ভালো লাগছে জেনে খুব খুশি হলাম।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আরোগ্য ভাই ,ভালো থাকবেন।



৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি ভাগ্যবান তাই দেখা করেছে
আর আমার চায়ের দাওয়াত থাকা সত্তেও পালাঁয়ে থেকেছে ।

.....................................................................................
অস্ট্রেলিয়ায় আমার অনেক বন্ধু ও আত্নীয় আছে
দুইবারে ৩ মাসের উপর ছিলাম ।
তবে আয়না পুতুল সচল হয় নাই,
কি জানি কোথায় স্ট্যাচু হয়ে পড়েছিল ।
আমাকে ড্রোন দিয়ে গ্রেভ ইয়ার্ড দেখাল কিন্ত সামনে এলনা
যদি তার ছবি প্রকাশিত হয়ে যায় এই ভয়ে ।
আমি ভাবলাম এমন লজ্জাশীলা নারী অষ্ট্রেলিয়ায় বসবাস করছে কেমনে ???
.................................................................................................
শায়মা আপুর সাথে অল্পর জন্য টাইমিং হয় নাই ,
তাই অষ্ট্রেলিয়ায় দেখা করার চেষ্টা করেও হয় নাই ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩২

স্প্যানকড বলেছেন:
তাই নাকি! ড্রোন দিয়ে গ্রেভ ইয়ার্ড দেখায়, বেশ দুষ্ট আছে দেখছি।
মজার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার চেহারাতো দেখেন নাই মনে হয়। শুনেছি নিকাব সহ বোরকা পড়ে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৮

স্প্যানকড বলেছেন:



বলেন কি সাচু ভাই, আমি তাহলে কার সাথে দেখা করলাম! চিন্তায় ফেলে দিলেন।
হা হা হা, ২৮ নাম্বার মন্তব্য দেখেন মিরর আপনাকে উত্তর দিয়েছেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।




৯| ০২ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১৮

জনারণ্যে একজন বলেছেন: ধন্যবাদ, স্প্যানকড।

ছবিগুলি সুন্দর, আসলেই ভালো ছবি তুলেন আপনি। একটু অবাক হচ্ছি এই ভেবে যে, কেন এতদিন আপনার তোলা ছবি শেয়ার করলেন না আমাদের সাথে।

@ সাড়ে, কার কাছে শুনলেন? আপনার সেই জ্বিনের কাছে?

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২

স্প্যানকড বলেছেন:

ইচ্ছে থাকা সত্ত্বেও সময় করতে পারি নাই। কিছু পোষ্ট আছে।

কিছু লিংক শেয়ার করলাম

আরও একটা দিলাম।

ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।





১০| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ জনারণ্যে একজন - আমি আপনার সাথে কথা বলতে চাই না। সেই কারণে ব্লক করে রেখেছি আপনাকে। নিজের চরকায় তেল দেন। নিজেকে বেশী স্মার্ট প্রমাণ করার কোন দরকার নাই।

১১| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিরো একজন ভালো মানুষ সেটা এমনিতেই বোঝা যায় তার লেখা থেকে। মিরোকে নববর্ষের শুভেচ্ছা।

০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯

স্প্যানকড বলেছেন:
মশিউর ভাই ঠিক বলেছেন, মিরর খুব ভালো মানুষ।
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন।

১২| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর পোস্ট। মিরর আপু যে একজন ভাল মানুষ সেটা আগে থেকেই বুঝেছি ব্লগে তার পোস্ট, কমেন্ট পড়ে। ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২

স্প্যানকড বলেছেন:
পোষ্ট ভালো লেগেছে জেনে খুশী হলাম।
ধন্যবাদ মাইদুল ভাই, ভালো থাকবেন।

১৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার যদি কোটি কোটি কোটি টেকা থাকতো। মিররের সাথে দেখা করতে যেতাম। আমি জানি মিরর আমাকে না করতে পারতো না। দেখা করতোই। আমি দুধ চা পছন্দ করি। রিযিকে থাকলে মিররের হাতের চা খাওয়ার ইচ্ছা রইলো।

খুব ভালো লাগলো আমাদের সাক্ষাত পর্ব। দেশে আছি কিন্তু শায়মা পু তো দেখা করতে চায়ই না?। ইতা কী কিছিমের দিকদারী কনছাইন দেহি। মিরর দূরে তাই এবেলা আর চেষ্টা করতাম না। এই বইমেলায় চাই শায়মা আপুর সাথে দেখা করতে । যদি বেচারী রাজী হয় । শায়মা আপু ছবি তুলতাম না বইন সত্যি কইছি :)

০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

স্প্যানকড বলেছেন:






আচ্ছা,ঘুরে আসবেন। গেলে নিশ্চয়ই ভালো লাগবে।
ধন্যবাদ ছবি আপু। আপনার জন্য একটা ছবি।

১৪| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।
সিডনীতে আরেকজন ব্লগার আছেন। ''কবিতা কথ্য'' নামে। তার সাথে দেখা করুন। আপনার ভালো লাগবে।

০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২১

স্প্যানকড বলেছেন:
ছবি সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ রাজীব ভাই, ভালো থাকবেন।

১৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০১

মিরোরডডল বলেছেন:




আমি সাজিদ বলেছেন: মিড আপুকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাবেন কবি।

সাজিদকেও নতুন বছরের শুভেচ্ছা।
Good to see you back.

সাড়ে চুয়াত্তর বলেছেন: রান্না ভালো করে বলে মনে হয় না। অবশ্য অনেক সময় আদর যত্ন করে পরিবেশন করলে অখাদ্যও ভালো লাগে।

কবিকে মনে হয়েছে খুব অল্পতে তুষ্ট একজন মানুষ।
তাই আমার হাতের রান্না তার ভালো লেগেছে।
ইউ আর রাইট, হয়তো কেউ পাশে বসে গরম খাবার পরিবেশন করে খাওয়ায় না, তাই এটা তার কাছে অনেক বিশেষ কিছু মনে হয়েছে। সত্যি বলতে, এরকম কাউকে করে খাওয়াতে পারলেও আনন্দ :)

সুদূর ইউকে থেকে ১৭ হাজার মাইল পাড়ি দিয়ে প্রিয় কবি আসছে, তারজন্য এটুকু করা খুব সামান্য।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮

দি এমপেরর বলেছেন: এই জিনিসটা চমৎকার! আন্তরিকতাপূর্ণ মানুষগুলো পৃথিবীর সম্পদ। মিররকে ব্লগে অল্প কিছুদিন ধরে জানলেও তাকে আমার খুবই উঁচু মানসিকতার মানুষ বলে মনে হয়েছে। আপনার পোস্টের মাধ্যমে আমার ধারণা সত্যি হওয়ায় নিজের ওপর আত্মবিশ্বাস আরও বাড়ল।
ছবিগুলোর জন্য ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

স্প্যানকড বলেছেন:



তাকে আমার খুবই উঁচু মানসিকতার মানুষ বলে মনে হয়েছে। সম্পুর্ণ সহমত।
ছবিগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।



১৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৫

ক্লোন রাফা বলেছেন: আমি'তো এই পোষ্টকে কাল্পনিক সাক্ষাতের বিষয় মনে করে এড়িয়ে যাচ্ছিলাম‼️আই উইটনেস হিসেবে মি.ডডলের কমেন্ট ট্রুথ এর প্রমাণ পাওয়া গেল ।
ছবি তুলেননি তার সাথে⁉️ নাকি কমিটমেন্ট আছে , অপ্রকাশিত থাকা হবে ?
ধন্যবাদ, স্প‍্যানকড।

০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

স্প্যানকড বলেছেন:




না রাফা ভাই, ছবি তোলা হয় নাই। মিরর তো এনোনিমাস ব্লগার।
আপনার জন্য একটা ছোট ভিডিও দিলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।



১৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩০

মিরোরডডল বলেছেন:




জনারণ্যে একজন বলেছেন: বিঃ দ্রঃ এই পোস্ট দেখে (ব্লগের পত্রলেখিকা ওরফে সোনা ভাবি সহ) আর কার কার পুচ্ছদেশে আগুন ধরে গেছে জানার আগ্রহ রইলো।

সামুর একজন প্রসিদ্ধ ব্লগার, সামু ফেইসবুকের কোন এক আইডিকে স্প্যানকড বলে অনুমান করে এবং এটা অন্যদের সাথেও শেয়ার করে। সেই অনুমান করা দুষ্ট ব্লগার সেটার সুযোগ নিয়ে আমাদের নামে মিথ্যা বলে একধরনের ফান করে, কারোর এধরনের ফান অন্য কারো ক্ষতি হতে পারে এটা নিয়ে ভাবেনি। সেই সুশীল গ্রুপ মিরোরকে নিয়ে চিন্তিত, কি করে সে এরকম রাস্তার বখাটে ছেলের সাথে কথা বলে! তার রুচি নিয়ে প্রশ্ন তোলে, মজার বিষয় এই গ্রুপেরই একজন এসব আমাকে জানায়।

অথচ কবি একজন ভদ্র, পরিমার্জিত সহজ সরল ভালো মানুষ। ইউকে প্রবাসী, ১৭ বছরের প্রবাস জীবনের প্রথম দিকে বাংলাদেশে গেলেও বিগত ১১ বছর আর বাংলাদেশ যায়নি। বাবা মারা যাবার পর, কঠিন রোগে আক্রান্ত মাকে নিজের কাছে নিয়ে এসে উন্নত চিকিৎসা করাচ্ছে। এরকম সন্তান ঘরে ঘরে থাকা উচিত। নিজের ফুল টাইম জবের পাশাপাশি মায়ের ফুল টাইম কেয়ারার, তাই নিজেও মাঝে মাঝে ভাইক্যারিয়াস ট্রমার মধ্যে দিয়ে যায়। এসব জানার পর ভাবলাম আমরা আসলে কেউ কাউকে কতটুকুই বা জানি, প্রতিটা মানুষ একটা জীবন্ত উপন্যাস।

এখানে কয়েকটা বিষয় আমাকে ভাবায়। অনলাইনে খুব সহজেই কেউ কাউকে অনুকরণ করে, অন্য কাউকে ফেইক আইডি থেকে বিভ্রান্ত করতে পারে। সেই বিজ্ঞ ব্লগার কেনো একবারের জন্যও ব্লগে স্প্যানকডকে ভেরিফাই করেনি এটা সে কিনা। এখানে তার বুদ্ধিমত্তার অভাব দেখি। অনুমান নির্ভর হয়ে মিস-ইনফরমেশন প্রচার, এটাও খুব খারাপ জিনিস। গ্রুপিং করে কাউকে জাজ করা এবং আড়ালে নেগেটিভ সমালোচনা করা এগুলোও ব্যাড প্র্যাকটিস।

ওভারল তাদের এসব কর্মকাণ্ডে আমি হতাশ!
কারণ এই ডার্টি গেইমে বলি হয়েছে ব্লগের একজন তুখোড় লেখক, যেটা কখনোই কাম্য ছিলো না।
থ্যাংকস অরণ্য।


১৯| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৪

শাহ আজিজ বলেছেন: ব্লগে আমি অহরহ ভাল লেখা মিস করি । দারুন একটা চ্যাপ্টার পড়লাম । কবি স্প্যান আর মিরর কে অনেক ভালোবাসা শুভেচ্ছা ।

০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

স্প্যানকড বলেছেন:
আজিজ ভাই আপনার জন্যও অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, ভালো থাকবেন।
ধন্যবাদ।

২০| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের এর জায়গায় আপনাদের হবে

টাইপ মিসটেক শেষের প্যারায়

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৮

স্প্যানকড বলেছেন:
কোন সমস্যা নাই ছবি আপু,ধন্যবাদ।

২১| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫০

জনারণ্যে একজন বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: @ জনারণ্যে একজন - আমি আপনার সাথে কথা বলতে চাই না। সেই কারণে ব্লক করে রেখেছি আপনাকে। নিজের চরকায় তেল দেন। নিজেকে বেশী স্মার্ট প্রমাণ করার কোন দরকার নাই।

@ সাড়ে, আপনি আমার সাথে কথা বলতে চাননা জেনে আমার হৃদয় ভেঙে খান খান হয়ে গেলো। তবে যদ্দুর মনে পড়ে আমার এক যৌক্তিক মন্তব্যের (অপরার্থে খোঁচা) প্রতিউত্তর দিতে না পেরে ব্লক মেরেছেন। সাধারণতঃ দুর্বল মেরুদণ্ড বিশিষ্ট মানুষজন যা করেনা আর কি। তাদের শেষ ভরসা এটাই, ব্লক মাইরা খালাস।

বাই দ্য ওয়ে, বয়স-টয়স তো ভালোই হয়েছে আপনার মনে হয়, এই সময়ে এত অল্পতেই উত্তেজিত হতে নেই। বুঝেনিতো নানাবিধ শারীরিক সমস্যা হতে পারে।

অবশ্য শারীরিক সমস্যা হলেই বা কি, আপনার পোষা কোনো এক জ্বিনকে দিয়েই নাহয় টোটকা-ফোটকা জাতীয় কোনো এক ধন্বন্তরি আনিয়ে নেবেন।

ব্যাস, কেল্লাফতে!!

২২| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৮

জনারণ্যে একজন বলেছেন: @ মিরোরডডল, আই সি.....

২৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:২০

মিরোরডডল বলেছেন:




আরোগ্য বলেছেন: বাহ্ দারুণ তো। সত্যি আপনাদের মোলাকাত পর্ব আসলেই গল্পের বইয়ের মতন। লগইন না করে পারলামনা।
ম্যানি থ্যাংকস, আরোগ্য কেমন আছে এখন?

আমাদের মিরোরডডল তো দেখছি সর্বগুণসম্পন্না রমণী।!:#P
সেরকম কিছু না, জীবনের প্রয়োজনে যতটুকু হতে হয় আর কি!

আমি নিশ্চিত এই পোস্ট পড়ে মিরর বাঙালি ললনার মত লজ্জায় পড়ে যাবে।
পোষ্টে কবির প্রশংসা আর আরোগ্যের এই কমেন্ট পড়ে এখনতো একটু লজ্জা পেতেই হয় :)

২৪| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যাই হোক মিরাডল আপুটাও যে রন্ধনে সেরা শুনে ভালো লাগল। মিরাপুকে নতুন বছরের শুভেচ্ছা। সাথে আপনাকেও কবি অনেক অনেক শুভেচ্ছা রইল এই সালের।

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৬

স্প্যানকড বলেছেন:
দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত সুজন ভাই।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা, ভালো থাকবেন।

২৫| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৭

মিরোরডডল বলেছেন:




স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
আমাকে ড্রোন দিয়ে গ্রেভ ইয়ার্ড দেখাল কিন্ত সামনে এলনা
যদি তার ছবি প্রকাশিত হয়ে যায় এই ভয়ে ।
আমি ভাবলাম এমন লজ্জাশীলা নারী অষ্ট্রেলিয়ায় বসবাস করছে কেমনে ???


হা হা হা .................
প্রিয় শঙ্খচিল আমাকে ভুল বুঝবে না। একটা সময় ছিলো যখন অনলাইন বন্ধুদের সাথে দেখা হতো, আড্ডা হতো।
ইভেন সামুর কিছু পুরনো ব্লগারের সাথেও আমার অফলাইন বন্ধুত্ব ছিলো। কিন্তু কিছু অপ্রীতিকর ঘটনার পর আমি দেখা করা বিষয়টা এভয়েড করি।

আমাদের এই কবি একদম সহজ সরল সাদামাটা একজন মানুষ। সামুর কিছু সো-কল্ড সুশীল ব্লগার তাকে লেইট ডাউন করে। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এ বিষয়টা আমার ভালো লাগেনি। অনলাইন বা অফলাইনে যে বা যারা ভলনারেবল, ভিকটিম হয়,
গ্রুপের দ্বারা বুলিং হয়, আমি চেষ্টা করি তাদের পাশে থাকতে। এভাবেই অফলাইনে কবির সাথে কন্টাক্ট হয় এবং পরবর্তীতে দেখা।

শঙ্খচিলকে নতুন বছরের শুভেচ্ছা, ভালো থাকবে।

২৬| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১:৩১

আরোগ্য বলেছেন: মিরোরডডল বলেছেন: ম্যানি থ্যাংকস, আরোগ্য কেমন আছে এখন?
আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই মুহূর্তে পাশের বাড়ির সাউন্ড বক্সের আওয়াজে বিরক্ত হচ্ছি X( । ঘুম কি আর হয় তাই ব্লগে আসলাম। ধন্যবাদ মিরোরডডল কুশলাদি জানতে চাওয়ার জন্য। :)


পোষ্টে কবির প্রশংসা আর আরোগ্যের এই কমেন্ট পড়ে এখনতো একটু লজ্জা পেতেই হয় :)

লজ্জা নারীর ভূষণ। বিনা অলংকারে নারীর অমূল্য সজ্জা।

২৭| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিরোরডডল বলেছেন: শঙ্খচিলকে নতুন বছরের শুভেচ্ছা, ভালো থাকবে।
........................................................................................................
বাস্তবে মানুষের জীবনে প্রকাশিত বা অব্যক্ত বিষয় নিয়ে
তার একটি অবয়ব ফ্রেমে আবদ্ধ করি, যা আবেগ তাড়িত!
আমাদের এই সমাজে সহজ সরল যাপিত জীবন
মানেই অযাচিত বিড়ম্বনা ও প্রতারনার মধ্য দিয়ে যেতে হয়,
...........................................................................................................
উপযুক্ত পরিবেশ হলে সে রকম কিছু লিখব ।
শুভ নববর্ষ ২০২৫

২৮| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮

মিরোরডডল বলেছেন:




সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার চেহারাতো দেখেন নাই মনে হয়। শুনেছি নিকাব সহ বোরকা পড়ে।

হাত মোজা, পায়ে মোজা বাদ যাবে কেনো? ওগুলোও পরানো হোক। :)

look my friend, I do respect religion.
পর্দা করাকেও আমি সম্মান করি ততটুকু, যতটুকু পরিমিত এবং নিজে থেকে কেউ বুঝে জেনে পরে।
কিন্তু কেউ কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করে চাপিয়ে দিবে এবং সেদিনের সেই আফগানের ছবির মতো যেটা দিয়েছিলাম, এগুলো
আমার কাছে অমানবতর মনে হয়। এটাই বলতে চেয়েছি, আর কিছু না।

আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশকে ডেফিনিটলি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সকল ধর্মের মানুষ পারস্পারিক সন্মানের সাথে মিলেমিশে থাকবে, ধর্ম নিয়ে কোন মারামারি হবেনা, একটা শান্তিপূর্ণ দেশ হবে, এটা স্বপ্ন। কিন্তু জামাত যদি কোনদিন ক্ষমতায় আসে সেটা সম্ভব না। এমনিতেই বাংলাদেশ এখনো অনেক পেছনে, কুসংস্কারের কূপ, ধর্ম ব্যবসায়ীর অভাব নেই, ধর্মকে যত্রতত্র মিসিউজ করছে। জামাত ক্ষমতায় আসলে এগুলো বেড়ে যাবে। পুরুষদের কতখানি সমস্যা হবে জানিনা, কিন্তু নারীদের জীবন আরও কঠিন হয়ে উঠবে। মেইনলি, মামুনুলের মতো ব্যক্তিরা হবে দেশের নেতা, এটাও মেনে নেয়া সম্ভব????

Impossible to tolerate!!!! X((

২৯| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৫

গেঁয়ো ভূত বলেছেন: আপনি কি মিররের ইলিশ ভাজা খেয়েছেন?? যদি না খেয়ে থাকেন তাহলে আপনার অনেক ভাগ্য ভাল...

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৯

স্প্যানকড বলেছেন:


মিররের হাতের ইলিশ ভাজা, ঐ ঘটনা কি ভোলা যায়!
ঠিক বলছেন ভাই, ভাগ্য সুপ্রসন্ন ছিলো ইলিশ রান্না করে নাই।
তবে ওর হাতের বারামুন্ডি মাছ খেয়েছি ভীষণ মজার।
দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত ভাই। ধন্যবাদ, ভালো থাকবেন।



৩০| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

মিরোরডডল বলেছেন:




গেঁয়ো ভূত বলেছেন: আপনি কি মিররের ইলিশ ভাজা খেয়েছেন?? যদি না খেয়ে থাকেন তাহলে আপনার অনেক ভাগ্য ভাল...

হা হা হা .......... কবিতো আমার শত্রু না।
শত্রু হলে একটা ইনিশিয়েটিভ নেয়া যেতো ইলিশ রান্না করার।
সেই দুর্ঘটনার পর আর কখনও ইলিশ রান্নার চেষ্টা করিনি।
তবে, কবি আমার রান্না করা বারামুন্ডি মাছ খেয়েছে।
জেনে নিবে খেতে কেমন হয়েছিলো :)

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

শেরজা তপন বলেছেন: হায় হায় আমিতো ভেবেছিলাম এই জীবনে যদি মিরোরডডলের সাথে একমাত্র কারো দেখা হয় সেইটা আমার সাথে হবে :(( আপনি তো ওভার বাউন্ডারি মেরে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন!!!! একদম বে-ইনসাফি হয়েছে B:-)
মিরোর আপু, আপনার মনে এই ছিল??? আপনার খেলাঘরের বয়ানে; একজন (!) কবিরে এত্তো কিছু খাওয়াইলেন আর এত্তো এত্তো জায়গা ঘুরাইলেন আর আমরা কিছুই জানলাম না!
আচ্ছা ইলিশ মাছ নিয়ে আপনার পেছনে সবাই লেগেছে কেন বুঝলাম না X( আমিতো পরের পর্ব এইজন্য আর পোস্টাই নাই, আপনার এই মাছ প্রিয় নহে জেনে।
হে কবি আপনি বড়ই ভাগ্যবান। ছবিগুলো চমৎকার-যদিও আমার প্রিয় দেশের ভ্রমন তালিকায় অষ্ট্রেলিয়া নেই।

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২০

স্প্যানকড বলেছেন:




এখন কি হবে শেরজা ভাই! প্রথম দেখা তো আমার সাথে হয়ে গেলো।
ফুলটস বল পেয়েছি, তাই ওভার বাউন্ডারি মারলাম :)
ছবিগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ঠিক বলছেন, আমি আসলেই অনেক ভাগ্যবান।
দুঃখিত শেরজা ভাই, ব্যস্তাতার জন্য দেরিতে উত্তর দেয়া হলো।
আমাদের মিরর কোথায় কোথায় নিয়ে গেলো, এখানে কিছু ভিডিও লিংক আছে দেখতে পারেন।
অনেক ধন্যবাদ শেরজা ভাই, ভালো থাকবেন।



৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪

মিরোরডডল বলেছেন:




শেরজা তপন বলেছেন: কবিরে এত্তো কিছু খাওয়াইলেন আর এত্তো এত্তো জায়গা ঘুরাইলেন আর আমরা কিছুই জানলাম না!

এইতো জানলো, কোথায় গিয়েছে ছবি দেখলো, কি খেয়েছে সেটাও জানলো :)
খুব অল্প সময়ের জন্য আসা, আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ট্রিপটা আনন্দময় করে তোলার।
সত্যি বলতে কবির জীবন স্মুদ জার্নি না, এক্সট্রিমলি স্ট্রেসফুল।
আশা করি এই ট্রিপ তার থেরাপির কাজ করবে।

আচ্ছা ইলিশ মাছ নিয়ে আপনার পেছনে সবাই লেগেছে কেন বুঝলাম না X( আমিতো পরের পর্ব এইজন্য আর পোস্টাই নাই, আপনার এই মাছ প্রিয় নহে জেনে।

শেরজা ভুলে গেছে, সেই যে আঁশসহ ইলিশ রান্না করা নিয়ে পোষ্ট করেছিলাম, তখন থেকে আমাদের গেঁয়ো ভূত স্বপ্নেও আঁশসহ ইলিশ মাছ দেখে :)

হে কবি আপনি বড়ই ভাগ্যবান।

Me too. He is a good soul.
এমন প্যাঁচহীন সহজ সরল বন্ধু পাওয়া বিরল।

আমার প্রিয় দেশের ভ্রমন তালিকায় অষ্ট্রেলিয়া নেই।

তালিকায় কোন কোন দেশ আছে শুনি।


৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৯

মিরোরডডল বলেছেন:




সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিরো একজন ভালো মানুষ সেটা এমনিতেই বোঝা যায় তার লেখা থেকে।

মোঃ মাইদুল সরকার বলেছেন: মিরর আপু যে একজন ভাল মানুষ

মশিউর এবং মাইদুল,
আমাকে ভালো মানুষ বলায় খুশি হলাম।
সব মানুষ কিন্তু ভালো, কেউ খারাপ না। কিন্তু মানুষের প্রতি মানুষের আচরণ দৃষ্টিভঙ্গি থেকে অন্যেরা তাকে ভালো খারাপ ডিফাইন করে। একজন মানুষ কখনও পরিপূর্ণ ভালো বা মন্দ হতে পারেনা। একই মানুষের একই আচরণ কারো কাছে গ্রহণযোগ্য, আবার কারো কাছে নয়। নির্ভর করে কে কাকে কিভাবে এক্সপেক্ট করে। এক্সপেক্টেশনের সাথে মিলে গেলে ভালো বলি, না মিললে তখন মন্দ বলি। আবার আজ যে ভালো, কাল হয়ে যায় সেই খারাপ! তাই ভালো খারাপ সংজ্ঞায়িত করাটা ডিফিকাল্ট। পার্সন টু পার্সন নির্ভর করে।

But you know what? I feel lucky to have you all here.
You all are nice people too :)

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫২

মিরোরডডল বলেছেন:




@ছবিপুকে অনেক থ্যাংকস।

@দি এমপেরর

আমার সম্পর্কে এতো ভালো ধারণা করার জন্য কৃতজ্ঞ।
চমৎকার একটা মন্তব্যের জন্য অনেক অনেক থ্যাংকস।


@ক্লোন রাফা

ইউ আর রাইট, কোন ছবি তুলিনি।
তবে, যে জায়গাগুলোতে যাওয়া হয়েছে, সেগুলোর ছবি এবং ভিডিও আছে।
রাফাকে অনেক থ্যাংকস।


ম্যানি থ্যাংকস @আজিজ, ভালো থাকবে।

@মাহমুদুর রহমান সুজন

রন্ধনে সেরা কিনা জানিনা, তবে আমি চেষ্টা করি প্রিয় মানুষদের ভালো কিছু রান্না করে খাওয়াতে।
সুজনকেও অনেক শুভেচ্ছা।




৩৫| ০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৬

নতুন বলেছেন: মিরোর আমারা বেড়াতে গেলে কি কি রান্না করেবে সেটার মেনু দাও, তাহলে স্কাইস্ক্যানারে টিকিট দেখা শুরু করবো। :D

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৭

স্প্যানকড বলেছেন:




ব্যস্ততার কারণে দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত। অস্ট্রেলিয়া ঘুরে আসেন নতুন ভাই, খুব সুন্দর একটা দেশ। নীচের লিংকে কিছু ভিডিও ক্লিপ দেয়া আছে, সময় হলে দেখতে পারেন। মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।





৩৬| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: ১৭ হাজার মাইল পাড়ি দিয়ে ব্লগবন্ধুর সাথে দেখা করে এসেছেন, এ জন্য উভয়কে সাধুবাদ। নিঃসন্দেহে এটা একটি বিরল ঘটনা।
আপনার পোস্টের অকপট (above board) বর্ণনা খুব ভালো লেগেছে। পোস্টটা যেমন চমৎকার, পোস্টের ভিডিও ক্লিপসহ ছবিগুলোও তেমনি, কিংবা তার চেয়েও বেশি। আপনার ছবি তোলার হাত খুব ভালো। ফটোগ্রাফিক সেন্স খুব তীক্ষ্ণ।
প্রতিমন্তব্যে আপনার হোস্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ভালো লেগেছে।
পোস্টে আগেই 'লাইক' দিয়ে গিয়েছিলাম। + +

০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১০

স্প্যানকড বলেছেন:



দুঃখিত আহসান ভাই, ব্যস্ততার জন্য দেরিতে উত্তর দেয়া হলো। আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। আসলেই বিরল ঘটনা, আমার নিজেরই বিশ্বাস হয় না আমি মিররের ওখানে ঘুরে আসছি। পোষ্টের সাথে ছবি এবং ভিডিও ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার প্রশংসা পেয়ে ভীষণ অনুপ্রাণীত হলাম। মিরর মানুষটাই স্বতঃস্ফূর্ত। আরো কিছু ভিডিও লিংক দিয়েছি, সময় পেলে দেখবেন। মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ আহসান ভাই, ভালো থাকবেন।

৩৭| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০২

মিরোরডডল বলেছেন:





নতুন বলেছেন: মিরোর আমারা বেড়াতে গেলে কি কি রান্না করেবে সেটার মেনু দাও

Just say it what you like to eat :)

কবির জন্য আমার পছন্দের মাটন বিরিয়ানি, কাবাব, পায়েস এধরণের আইটেমগুলো করেছি।
আবার কবিকে জিজ্ঞাসা করেছিলাম, অনেক দিন খায়না কিন্তু খেতে ইচ্ছে করে এরকম কিছু আছে কিনা।
প্রথমে কিছু না বললেও, পরে ভেবে বললো গরম ভাত, ভর্তা, ডাল। সেগুলোও করলাম, মাছ ভাত ডাল, ভর্তা।

নাস্তায় করেছি পারোটা, ফ্ল্যাটব্রেড, কলিজা ভুনা, আলুভাজি, ডিম ভাজি, গরুর মাংস দিয়ে বুটের ডাল।
সাথে হালকা স্পাইস দিয়ে গরম গরম দুধ চা।

বন্ধুদেরকে বা ফ্যামিলির প্রিয় মানুষদেরকে এভাবে নিজে হাতে রান্না করে পাশে বসে খাওয়াতে ভালো লাগে :)
only because, this happens once in a blue moon =p~


১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

স্প্যানকড বলেছেন:
আরও আইটেম ছিলো, তুমি ভুলে গেছো।
বিফ তেহারি, চিকেন নুডলস এসবও ভীষণ মজা ছিলো।

৩৮| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১

খায়রুল আহসান বলেছেন: @মিরোরডডল,
"only because, this happens once in a blue moon" - On a lighter note, please do let us know when the next blue moon appears in your sky!

৩৯| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

নতুন বলেছেন: নতুন বলেছেন: মিরোর আমারা বেড়াতে গেলে কি কি রান্না করেবে সেটার মেনু দাও

Just say it what you like to eat :)

কবির জন্য আমার পছন্দের মাটন বিরিয়ানি, কাবাব, পায়েস এধরণের আইটেমগুলো করেছি।
আবার কবিকে জিজ্ঞাসা করেছিলাম, অনেক দিন খায়না কিন্তু খেতে ইচ্ছে করে এরকম কিছু আছে কিনা।
প্রথমে কিছু না বললেও, পরে ভেবে বললো গরম ভাত, ভর্তা, ডাল। সেগুলোও করলাম, মাছ ভাত ডাল, ভর্তা।

নাস্তায় করেছি পারোটা, ফ্ল্যাটব্রেড, কলিজা ভুনা, আলুভাজি, ডিম ভাজি, গরুর মাংস দিয়ে বুটের ডাল।
সাথে হালকা স্পাইস দিয়ে গরম গরম দুধ চা।

বন্ধুদেরকে বা ফ্যামিলির প্রিয় মানুষদেরকে এভাবে নিজে হাতে রান্না করে পাশে বসে খাওয়াতে ভালো লাগে :)
only because, this happens once in a blue moon =p~


:D মেনু দেখেই তো টিকিট কিনতে ইচ্ছা করছে।

কিন্তু ফেরার সময় ২টা সিটের টিকেট নিতে হবে, নতুবা এক্সটা ওজনের জন্য চার্জ করবে । :#)

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

স্প্যানকড বলেছেন:
একদম ঠিক বলছেন নতুন ভাই।
অতিভোজন করে আমিও কিছুটা ওজন বাড়া্য়ে আসছি :)


৪০| ১০ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:১১

মিরোরডডল বলেছেন:




খায়রুল আহসান বলেছেন: ১৭ হাজার মাইল পাড়ি দিয়ে ব্লগবন্ধুর সাথে দেখা করে এসেছেন, এ জন্য উভয়কে সাধুবাদ। আপনার ছবি তোলার হাত খুব ভালো। ফটোগ্রাফিক সেন্স খুব তীক্ষ্ণ।

আমাদের কবি যে এতো ভালো ফটোগ্রাফি করে আমারও জানা ছিলো না।

On a lighter note, please do let us know when the next blue moon appears in your sky!

When it will happen again, only then I can let you know :)

চমৎকার মন্তব্যের জন্য অনেক থ্যাংকস।

৪১| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০০

মিরোরডডল বলেছেন:





খুব ভালো ড্রাইভ করে এটা সত্যি, তবে আমি যতক্ষণ ছিলাম মনে মনে আল্লাহকে স্মরণ করছি, যত দোয়া দরূদ জানি সব পড়ছি। যদি কেউ আপনারা কখনও তার পাশে গাড়িতে বসেন, আগে জানের সাদকা দিয়ে আইসেন :)

মানে কি??? B:-)
এক্সিডেন্ট করিনি, ফাইন খাইনি, তাহলে আর সমস্যা কোথায়!

এটা সত্যি আমি আনমাইন্ডফুল পার্সন, কিন্তু যতক্ষণ পর্যন্ত চোখ নাক হাত পা সব ঠিকঠাক নিয়ে ঘরের ছেলে মায়ের কাছে ফিরে গেছে, তারমানে ভয় পাবার কিছু নেই :)


১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

স্প্যানকড বলেছেন:



হ্যাঁ, চোখ নাক হাত পা সব ঠিকঠাক নিয়ে ঘরে ফিরে এসেছি।
কিন্তু একজন ড্রাইভার যখন আনমাইন্ডফুল হয়, তার পাশের প্যাসেঞ্জারই জানে তার ভিতরে কি চলতে থাকে :)

৪২| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১১

শায়মা বলেছেন: যদিও অনেক ছোট্ট একটা পোস্ট মানে এই ভ্রমনের গল্প অনেক বড় হতে পারতো। তবুও এই গল্প গল্প সিনেমার মত পোস্ট দেখে আমার অনেক ভালো লেগেছিলো।

মন্তব্য করতে পারিনি কারণ আমার ল্যাপটপের কিবোর্ড কাজ করছিলো না।

এই পোস্ট পড়ে একখানা কবিতা মনে পড়ে গেলো --

এ ভ্রমন আর কিছু নয়, শুধু তোমার কাছে যাবো

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

স্প্যানকড বলেছেন:



পোষ্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো। বড় করে লিখতে পারতাম কিন্তু এতো ব্যস্ত সময় যাচ্ছে যে, মন্তব্যের উত্তরও সময়মতো দিতে পারছি না। ইচ্ছে আছে সময় করতে পারলে আরেকটা পোষ্ট দিবো। কবিতার জন্য অনেক ধন্যবাদ আপু।

৪৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:





তোমার কাছে যাবো ২ শুনলাম, ভালো লেগেছে কিন্তু তোমার কাছে যাবো ১ টা বেশি সুন্দর।



১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

স্প্যানকড বলেছেন:
তোমার সাথে সহমত। আমার কাছেও প্রথমটা বেশী ভালো লেগেছে।

৪৪| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৫

শায়মা বলেছেন: আচ্ছা তোমরা প্রথমটা পেলে কই?

মানে আমি নিজেই তো খুঁজে পেলাম না!!! 8-|


মিররমনি প্রথমটা খুঁজে পেয়েছো হয়ত!!!


আর তুমি না পেয়েই ধুয়ো তুললে তাইনা?


আচ্ছা যাই আমি নিজেই আবার খুঁজি......

১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৪

স্প্যানকড বলেছেন:






১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮

স্প্যানকড বলেছেন:
আপু শুনে এবং দেখে নিশ্চিত হয়েই বলেছি।
যা দেখি নাই শুনি নাই সেটা নিয়ে কেনো কথা বলবো!!! ধন্যবাদ।

৪৫| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: ওহ এটা তো আমার লেখা !!! অখ্যাত!

আর আগেরটা সত্যিকারের কবির লেখা বিখ্যাত! :)

১৪ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২

স্প্যানকড বলেছেন:
কবিতা আবুল হাসানেরটা ভালো, কিন্তু আবৃত্তিটা স্বরচিত কবিতার বেশী ভালো লেগেছে।
ধন্যবাদ।

৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৯

জুন বলেছেন: মিররের সাথে কবির দেখা ভাবতেই কেমন যেন একটা সিন্ডেরেলার মত এক রোমান্টিক গল্পের কথা মনে হলো স্প্যানকড। অতিব শান্ত, প্রকৃতি প্রেমিক পড়ে ভাবলাম তুলা রাশি হবে হয়তো। কিন্ত চঞ্চল আর পাগলা চালক শুনে নিজের মতো মিথুনের এক মেয়ে ভেসে আসলো চোখে। জানি না উরাধুরা এক বোহেমিয়ান কবি আর পাগলা চালক কতদুর পথ চলেছিল? ভবিষ্যতেও এমনটা চলতে পারে কি না ( গাড়িতে) আল্লাহ মালুম #:-S
আপনার লুকোচুরি সাথে প্রানবন্ত বর্ননা আর ছবি অসম্ভব সুন্দর। তবে সমুদ্রে আয়নার প্রতিফলনের একটা ছবি আপনি দিতেই পারতেন স্প্যানকড কি বলেন?
অনেক অনেক ভালো লাগলো।
+

০১ লা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

স্প্যানকড বলেছেন:




জুন আপু, প্রথমে আমি অত্যন্ত দুঃখিত দেরিতে উত্তর দেয়ার জন্য। আসলে আমার মা খুব অসুস্থ, তাই ব্লগে একদম আসা হয় না।

অনেক সুন্দর মন্তব্য করেছেন। মিরোর তুলা বা মিথুন রাশি্র না,আমি যতদূর জানি সে ধনু রাশির জাতিকা। এটা কিন্তু ঠিক বলেছেন,পাগলা চালক মানে পাগলা চালকের বস! :) এবার অল্পদিনের ট্রিপেই অনেক জায়গায় ঘুরেছি। সামনে যদি আবার কখনো যাওয়া হয় হয়তো তখন আরো একটু বেশী ঘুরবো।

লেখা ও ছবি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আবারও আপনাকে ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন।



৪৭| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১০:৪৮

জনারণ্যে একজন বলেছেন: অনেকদিন হলো মিররকে দেখি না।

যে মানুষটা এখানে সবার খবর রাখার চেষ্টা করতেন; কয়েকদিন দেখা না পেলেই - আজ তারই কোনো খবর নেই।

আশাকরি ভালো আছেন উনি, সুস্থ্য আছেন।

০২ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২১

স্প্যানকড বলেছেন:




অরণ্য ভাই, লাস্ট কন্টাক্ট যখন হয়েছিল তখন জানি ভালোই ছিলো।
হয়তো ব্যস্ত, অথবা দেশের বাইরে আছে।
মিরোরের খবর নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার সাথে কথা হলে নিশ্চয়ই জানাবো। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.