নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
স্বাধীনতা কোন গাল গপ্পো রুপকথা নয়,
স্বাধীনতা মানে
মায়ের বুকে নির্ভয়ে ঘুম।
স্বাধীনতা রাত দুপুরে জেগে
তাস খেলার মতন হালকা বিষয় নয়.
স্বাধীনতা মানে শার্সি ভেঙে ঘরে ঢোকা রোদ
শিশির সিক্ত গোলাপ ফোঁটা ভোর
তাজা বুকে বুলেটবিদ্ধ,রক্ত,বমি, নিষিদ্ধ শীৎকার,
হাজারো আঘাত ঘা
শত্রুর সামনে আজরাইলের রুপ।
স্বাধীনতা মানে ক্ষেত ভরা ফসল
পুকুরের টলটলে জলে বাচ্চা ছেলের দল
দুধেল গাভীর বানে মাছি।
স্বাধীনতা মানে গ্রীষ্মের আগুন রাঙা রাধাচূড়া
বাসন্তীবৌরি পাখির ডানা ঝাপটা
বেতবনে শব্দ সড়সড়
চিত্রা হরিণের অবাধ বিচরণ
কৃষকের পেটানো শরীর
জগত ভুলিয়ে দেয়া হাসি।
স্বাধীনতা হচ্ছে খুশিতে কেঁদে উঠা দেশবাসীর নয়ন
স্বাধীনতা মানে
মাথা উঁচু করে পথচলা বহুদূর
কদম বর্ষা শ্রাবণ
রাইফেল কাঁধে
নগ্ন পিঠে ছুটে চলে নুরুলদীন।
স্বাধীনতা মানে
দুয়ারে টোকা
বন্দুক হাতে খাকি পোষাকের হায়েনা
বিবাগী অপরাহ্নে
ত্রিশ লাখ তাজা ফুলের কাব্যিক শ্লোক।
ছবি নেট
১৮ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:০৪
স্প্যানকড বলেছেন:
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনি যথার্থ বলেছেন।
ধন্যবাদ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩৪
কামাল১৮ বলেছেন: কেউ কেউ স্বাধীনতা নিয়ে ছেলেখেলা করছে।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:২৪
স্প্যানকড বলেছেন:
এ খেলা দেশ জন্মের শুরুতে ছিলো,এখনো আছে এবং থাকবে। সেটা জেনে আমাদের এগুতে হবে।
জাতির জন্য এ বড় লজ্জা ! ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: স্বাধীনতা যারা চায়নি, আজ তারাই বড় বড় কথা বলছে।
১৯ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৩০
স্প্যানকড বলেছেন:
সব দলেই কিছু সুযোগসন্ধানী থাকে, সুযোগ পেলেই তারা সুবিধা নেয়ার চেষ্টা করে।
ধন্যবাদ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৭
মিরোরডডল বলেছেন:
লেখা অনেক ভালো হয়েছে। এরকম ভেরিয়েশন থাকতে হয়।
স্প্যান্কু, এখন থেকে প্রেমের কবিতার পাশাপাশি এরকম কবিতা লিখবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫৬
ক্লোন রাফা বলেছেন: স্বাধীনতার কবিতা ভালো লেগেছে । ধন্যবাদ ॥
আমার কাছে আমাদের স্বাধীনতা , চোখে অশ্রু, বুকের ভেতরে অমিত শক্তি আর উপলব্ধিতে প্রজাপতির নাচন ‼️