নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বেলা অবেলায় তুমি

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২




সমস্ত হৃদয় জুড়ে আঁধার নেমেছে
তার সাথে নানান রকমের খরা
এসব থাকবে
থাকতে হয়
তোমার কাছে উন্মাদের মতন ছুটে আসা
কেনো আসি?
নিঃস্ব হতে আসি
সমস্ত দুঃখ দূরে ঠেলে হাসা।

দেহ এক জাদুকরী খাঁচা
অথবা পুঁজিবাদের ফসল
যার ভিতর ভরপুর
তোমার আমার কামনা বাসনা
কতো যে নানান যাতনা
সেখানে হৃদয় নামের
এক অদ্ভুত যন্ত্র ঠিকঠাক বসা।

দেয়াল কখনো প্রিয় ছিলো না
তাই আকাশে ভাসাই দুচোখ
তুমিহীন একলা থাকা
কিছুতেই ভালো লাগেনা
তাই তো নিতে আসি বেলা অবেলায় তোমার খোঁজ।








মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৭

শায়মা বলেছেন: আহারে! কবিতায় এত দুঃখ কেনো আজ???


কোথায় ডুব দিয়েছিলে!!!

অনেকদিন দেখিনি মনে হচ্ছে।

ইদানিং আমি পাগলা বিজি হয়ে গেছি অবশ্য!!!

আর এত রাজনীতি রাজনীতি পোস্ট!!

আমি আমার এ বিষয়ে বিশেষ ভাবে অজ্ঞ! :(


যাইহোক তোমারও মনে হয় ব্যস্ততা বেড়েছে!! তাইনা??? :)

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৩

স্প্যানকড বলেছেন:

সুখ দুঃখ নিয়ে জীবন। কবিতা তো জীবনের কথা বলে তাই না! সে যাই হোক, ডুব দেইনি ব্যস্ত হয়ে গেছি। হুম, রাজনীতি সুখ না দিয়ে দুঃখ নিয়ে আসছে শুধু। যা ভালো কিছু নয়। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।





২| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

মিরোরডডল বলেছেন:





কবিতা অনেক ভালো হয়েছে কবি।

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়
কৃষ্ণ-চূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন-মনি কোঠায়








০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৭

স্প্যানকড বলেছেন:

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৫

কামাল১৮ বলেছেন: আমি ভাবছিলাম মিরোরডল আসলো বলে।আমার ভাবনা সত্যি হয়েছে।মিরোরডল সব পোষ্টে আসে না।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৫

স্প্যানকড বলেছেন:


হুম, ঘটনা সত্য মিরোরডল সবার পোষ্টে যায় না। সহমত পোষণ করছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৯

কামাল১৮ বলেছেন: আইউব বাচ্চুর গানের মিউজিক মন কেড়ে নেয়।এখানে ফিরে যেতে হয় শেরজার কথায়।শব্দ সব ভাব প্রকাশ করতে পারে না।আসলে কবিতাটাই এখনো পড়া হয় নাই।কবিতা নিয়ে মন্তব্য করার মতো জ্ঞান আমার নাই।ছন্দ লয় চিত্রকল্প সম্পর্কে পড়াশুনা নাই।
আধুনিক কবিতা বুঝার জন্য বুদ্ধদেব বসু থেকে সিকান্দার আবু জাফর অনেকের বই কিনেও কবিতা বুঝার শক্তি অর্জন করতে পারলাম না।তাই কবিতা এড়িয়ে চলি।

১০ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৪০

স্প্যানকড বলেছেন:


আইউব বাচ্চু একজন লিজেন্ড। তিনি থাকবেন যতদিন বাংলা সঙ্গীত থাকবে। কবিতা আমিও কম বুঝি। সুনীল যেমন বলেছে, অর্থটা বোঝা কবিতা নয়, কবিতা হচ্ছে সেটা যা কিনা ভিতর নাড়িয়ে দেয় সাথে প্রশান্তি নিয়ে আসে। আপনারা আছেন বলেই তো কলম চালিয়ে হাসি। এড়িয়ে গেলে আমরা এতিম! ভালো থাকবেন সব সময়।


৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা, মিরোর উদ্ধৃতি ও গান সবই সুন্দর। ভালোলাগা অফুরন্ত।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৬

স্প্যানকড বলেছেন:

মন্তব্যের জন্য ধন্যবাদ মশিউর। ভালো থাকবেন সব সময়।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর ব্লগে এসেই এত সুন্দর একটি কবিতা পড়লাম। যাইহোক মনটাই ভালো হয়ে গেল।

১০ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৪৭

স্প্যানকড বলেছেন:

আপনার মন ভালো হয়ে গেছে জেনে আমারও ভালো লাগলো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮

মায়াস্পর্শ বলেছেন: বেশ বেশ। অনেকদিন পর সুন্দর কবিতা পড়লাম।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৭

স্প্যানকড বলেছেন:

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ স্পর্শ! ভালো থাকবেন।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১২

জটিল ভাই বলেছেন:
সুন্দর লিখেছেন। সাবধানে থাকবেন :)

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

স্প্যানকড বলেছেন:


লেখা সুন্দর হয়েছে জেনে খুশী হলাম। ধন্যবাদ।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:১২

জনারণ্যে একজন বলেছেন: মাঝে কয়দিন বিরতির পর সোনাভাবি থুক্কু জেনারেশন-ভাবিকে আবারো বেশ সক্রিয় দেখে ভালো লাগছে।

আরো ভালো লাগছে আমাদের সোনাভাবি, দুঃখিত জেনারেশন-ভাবি ওনার অতি-সাম্প্রতিক পোস্টেও সোনা ভাইকে মুহুর্মুহু স্মরণ করেছেন, এটা দেখে।

আহা, কি খাঁটি প্রেম, কি নিদারুন অবসেশন! এই প্রেমের কাছে লাইলী-মজনু, রোমিও-জুলিয়েট সহ দুনিয়ার বাঘা বাঘা প্রেমিক-প্রেমিকা জুটিও লজ্জা পেয়ে যাবে।

সোনাভাবি ওরফে জেনারেশন ভাবি - আপনাকে সেল্যুট।

শুভকামনা রইলো - সোনাভাই ওরফে জেনারেশন ভাইয়ের প্রতি আপনার এই প্রেম, যুগে যুগে অমর হয়ে থাকুক।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২

স্প্যানকড বলেছেন:



আশা করি যার উদ্দেশ্যে এ মন্তব্য করেছেন, উনি এটা পড়বেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.