| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
কবে যে ছুঁয়েছি বিষের পেয়ালা
ঠিক মনে নেই
তবে বিষ ছড়িয়ে গেছে সারা গায়
এ বেশ সকলে টের পায়।
কবে যে কাকে খেয়েছি শেষ চুমু
কবে যে কাকে বলেছিলাম ভালোবেসে
আয়,
একটু কাছে আয়।
সে আসেনি ভয়ে
সে আসেনি জেদ করে
সে আসেনি ইচ্ছে করে
তাই তো কতো মাঘ পূর্ণিমা
বিরহের কথা শুধু বলে।
কবে যে হেরে গেছি
জেতার বদলে
কবে যে রঙ বদলে গেলো শরীরের
কবে যে ভুলে গেলাম
পা ফেলতে কচি ঘাসে
কবে যে দূরে চলে গেছি
গোলাপ ছেড়ে কাঁটার কাছে
কবে যে দুই চাকার গাড়ী থেমে যাবে
কবে যে শুরু হলো
মুখ এবং মুখোশের এমন ক্রন্দন
কবে থেকে?
কবে থেকে বলাকার ধূসর কালো ঠোঁটের মতন
ধারালো তীক্ষ্ণ আঁধার
ধেয়ে আসছে সকলের ঘরে
অমরত্ব, অঢেল সুখ রেখে নিজের কাছে
প্রেম, বিরহ, নোনা, যুদ্ধ, মৃত্যু
মানবের মাঝে বিলিয়ে
কবে থেকে এতোটা স্বার্থপর
হে ইশ্বর, তুমি হলে?
২|
১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন: এতো লম্বা সময় কোথায় ছিলেন? অনেক দিন পরে আপনাকে দেখা গেল আবার!
৩|
১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:০১
মিরোরডডল বলেছেন:
অনেকদিন পর স্প্যাঙ্কুর লেখা পড়লাম।
কবিতা ভালো লেগেছে।
লেখালিখি কি কমে গেছে, নাকি ব্লগে আসা হয় কম?
আমি নিজেও এখন আর রেগুলার না, তবে ব্লগের বন্ধুদের মিস করি।
কে কোথায় কে জানে!
ভালো থাকবে স্প্যাঙ্কু।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবে থেকে এতোটা স্বার্থপর

হে ইশ্বর, তুমি হলে?
.....................................................................
কে ইশ্বর,
কে বিধাতা,
কিসে তোমার অর্জন ?
মানুষের মাঝে বসবাস তোমার
মানুষই করেছে অপমান !
পাপীদের হাসিতে যুগে যুগে তোমার
হয়েছে বর্জন ।