নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

যাবে নাকি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪




নিয়মিতভাবে তোমাকে নিয়ে কবিতা লিখি
লেখা শেষে কি যে সুখ!
যেনো এক জীবন কম পড়েছে
আরো চাই
আরো চাই সময়।

নিয়মিতভাবে তোমায় নিয়ে স্বপ্ন দেখি
ভাবনায় ডুবি
হাওয়ায় উড়ছে তোমার ঘন কালো চুল
চওড়া পাড়ের শাড়ী
মাঝেমধ্যে সরে যায় এদিক সেদিক
তড়িঘড়ি তুমি ঠিক করে নাও
লাজুক মিষ্টি দৃষ্টি।

নিয়মিতভাবে কতো কিছু মনে হয়
সব কি আর বলি
লুকিয়ে রাখি
লুকিয়ে রাখতে হয় এই নিয়ম।

নিয়মিতভাবে এটা করি ওটা করি
গান শুনি
আড্ডা , গালগল্প কতো কি
নিয়মিতভাবে টিভি অন করে
এক বুক আশা নিয়ে দেশ বিদেশের খবর শুনি
বুক ভাংগে
ভাবতে বসি এ নীল সবুজ গ্রহে মানুষ আছে কি?

নিয়মিতভাবে সব কাজ করা হয়
শুধু তোমার সনে দেখা হয় না
আংগুল আংগুলে ধরা
তোমাকে জড়িয়ে রাখা
চুমু খাওয়ার তীব্র বাসনা
দমিয়ে রাখতে রাখতে পাহাড় গড়েছে
সে পাহাড়ের নীচে চাপা পড়ে মরছি।

নিয়মিতভাবে পাখির ডাক শুনতে জানালা খুলি
এ শহরে পাখি নেই
গাড়ি বেশী
তাই হর্ণ শুনি।

নিয়মিতভাবে নেতাদের ভাষণ
আনাচে-কানাচে চলতেই থাকে
এতো নেতা!
এতো কর্মী দেশে!
তবুও চারপাশে হাহাকার ধ্বনি
ছি:!
কি মিথ্যে ওদের দেশপ্রেম!
কি মিথ্যে দিয়ে মোড়ানো সবকটি বুলি!

নিয়মিতভাবে আকাশে চোখ রাখি
কেমন বিশ্রী ঘোলাটে
রাতে তবু্ও দু চারটা নক্ষত্র নজরে আসে
শুনেছি
ইট কনক্রিটের খুব কাছেই
সবুজ অরণ্য
থোকা থোকা স্বচ্ছ শুভ্র মেঘ ঝুলে আছে
দেখতে যাবে নাকি!



( ছবি নেট )

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৫

মায়াস্পর্শ বলেছেন: অসাধারণ হয়েছে ভাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২১

স্প্যানকড বলেছেন:



ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৩

স্প্যানকড বলেছেন:


ধন্যবাদ ছবি আপু। ভালো থাকবেন।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর পড়ে ভালো লাগলো

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৯

স্প্যানকড বলেছেন:


ধন্যবাদ সাইফুল ভাই, ভালো থাকবেন।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন:

অসাধারণ কবিতা। কবির কি কোন কবিতার বই প্রকাশ হয়েছে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪২

স্প্যানকড বলেছেন:
ধন্যবাদ মশিউর ভাই।
এখনো কবিতার বই প্রকাশ হয়নি তবে ইচ্ছে আছে। ভালো থাকবেন।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা রইলো। বাস্তব অবস্থা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬

স্প্যানকড বলেছেন:



ধন্যবাদ আপু। কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
জুন আপু, এই পোষ্টে আপনার মন্তব্য আশা করছি
ভালো থাকবেন।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.