নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

শোক সংবাদ !

১৩ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৬

ছবি নেট ।


আমরা একে অপরকে কেন এড়িয়ে চলি?
মনে হয় যেন ,
আমি চোর ডাকাত অথবা খুনি
বা দাগি কোন ফেরারি আসামি
তুমি দারোগা পুলিশ
না,
না,
সে হলে তো তুমি আমাকে খুঁজতে পাগল হয়ে
হুলিয়া জারি করে দিতে
কেউ ধরিয়ে দিতে পারলে লাখ টাকা পুরস্কার।

কত মাস
কত বছর
আমরা কেউ
কাউকে কাছে ডাকিনি
স্পর্শ করিনি
চুমু খাইনি।

অথচ আমাদের উড়ে যাবার কথা ছিলো
পাখির মতন
জড়িয়ে রাখার কথা ছিলো ইচ্ছেমতো
আমরা এসব কিছুই করিনি
শুধু হিসেব করেছি
কার কিসে লাভ
কিসে ক্ষতি।

আমাদের আলাদা নাম ছিলো
যা লোকে জানতো না
এমনকি
মাতা পিতা সহ অন্য আত্মীয়
দুজন দুজনকে ডেকে যেতাম চুপিচুপি।

ভেতর থেকে দুয়ার লক
এক বিছানায় শোবার পাগলামি
কিছুই হয়নি
আসমান ঝুঁকে গেছে নদীর ওপাশে
আরেক পাশটার আঁধার এখনো যে কাটেনি।

আমাদের ভুলে যাবে সকলে
আমরাও যাবো ভুলে
কে আর অতদিন মনে থাকে?
ফুরিয়ে যায় জীবন
ফুরাতে হবে এমনটা নিশ্চিত
সত্যি ,
যে প্রেমে শুধু শরীর জাগে
হৃদয় থাকে মরে
এরচেয়ে বড় শোক সংবাদ
নেই কিছু আর জগৎ জুড়ে।


মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২৪ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্পর্শ আর চুম্মাচাম্মি বিয়ার পরে ভাইবেন মিয়া

১৩ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৩

স্প্যানকড বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ১৩ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

কামাল১৮ বলেছেন: একদিন হয়তো কাঙ্খিত দিন আসবে।

১৩ ই জুন, ২০২৪ রাত ৮:৩১

স্প্যানকড বলেছেন: সে একদিন জলদি আসলে জীবন মধুময় হলে হতেও পারতো । ডর লাগে সে একদিন এর আশায় জীবন না একদিন ফুরিয়ে যায় ! অবশ্য আমি জেনেশুনেই করেছি এ বিষপান । ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৩| ১৩ ই জুন, ২০২৪ রাত ১১:৫৭

তানভী০৭ বলেছেন: Dreamy Health BD is a comprehensive health, fitness, and medicine information portal primarily in Bengali. It offers detailed information on various medicines, including their generic names, manufacturers, and prices. The site also provides health tips, dietary advice, and natural remedies. Additionally, it features articles on healthy foods, their benefits, and potential health risks. The website aims to educate its readers on maintaining a healthy lifestyle through informed choices about medicines and nutrition.

৪| ১৫ ই জুন, ২০২৪ রাত ১:৩৮

মিরোরডডল বলেছেন:





প্রেমের শুরু হৃদয়ে হলেও, একটা সময় শরীরের আকর্ষণ কাজ করে।

কিন্তু যেই প্রেমে শুধুই শরীর জাগে
হৃদয় থাকে মরে, সেটা প্রেম না।

এটা সত্যিকার অর্থেই একটা শোক সংবাদ।
শিরোনাম যথার্থ হয়েছে।


৫| ১৭ ই জুন, ২০২৪ রাত ২:২৯

স্প্যানকড বলেছেন: অবশ্যই প্রেমে শরীর একটা ব্যাপার কিন্তু শুধু শরীর ! তা কিন্তু প্রেম নয় । উহাকে বড়জোর হরমোনের চাহিদা বলা যেতে পারে । আসলেই এর চেয়ে বড় শোক সংবাদ কি আর হতে পারে ? অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থাকবে সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.