নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
জানি এখন কেউ খুশি কেউ দুখী। এ দেশ কোনদিকে যাচ্ছে? সঠিক পথে আছে? আপনারা কোটা সংস্কার এর দাবী নিয়ে ছিলেন হঠাৎ করে কি হলো?
উপরের প্রশ্নগুলির উত্তর জানা সহজ নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার কেউ কারো নয়। সবাই যার যার ধান্দায় ব্যস্ত। ধরে নিলাম আপনাদের কোটা সংস্কার করা হলো। তারপর? শুধু কোটা সংস্কার সব?
ভোট দিতে পারেন? না। আলু, পটলের দাম জানেন? প্রতিটি দিন কষ্টের। যে মানুষ গুলি দুনিয়ার বুক থেকে মুছে গেল এরা ফিরে আর আসবে না। এদের পরিবার এখন বুঝবে দুনিয়া কি জায়গা? আর মানুষ কি জানোয়ার? কি হবে এদের নিয়ে গান বাজনা ,কবিতা , দুই একটা ভাস্কর্য ইত্যাদি।
আপনাদের যে অবস্থা সত্যি আপনারা ফাঁস প্রশ্ন পেলেও ফেইল করবেন। দেখলাম রক্ত ,দেখলাম লাইক ,শেয়ার এর বন্যা আর পেইজ গুলির ব্যবসা।
আপনারা সারা বছর সংস্কার নিয়ে থাকেন ওদিকে ট্রেনে করে বড় বড় সিও এসে দেশে চাকরি করবে নিশ্চিত থাকেন।
আমি একজন এর কথা শুনেছি সে ১৮ লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিয়েছে এখন সে ছয় তলা বিল্ডিং এর মালিক। এর সংস্কার কে করবে? লন্ডনে বসা ভন্ড বাবা?
এই যে লিখছি খুব মন খারাপ নিয়েই লিখছি। এই তবে স্বাধীনতা? কাকের মাংস কাকে খাচ্ছে। ছি:! এই কি তবে রাজনীতি ?
এ আন্দোলন কেমনে সার্থক হবে? মধ্যরাতে বি এন পির অফিস থেকে লাইভ। আচ্ছা, এ দল কি কোন গর্দভ চালায়?
শোনেন , একাত্তরে জিতেছেন আন্তর্জাতিক মহল পাশে ছিল। ভারত পাশে ছিল। সবাই ট্রেনিং নেয়া ছিল। সে প্রেক্ষাপট ভিন্ন ছিল । আপনাদের যারা নেতা তারাই ভুলে যেতে পারে আপনাদের ।অর্থ আর ক্ষমতা এমন খচ্চর জিনিস ! এখানে সবাই নাকি শান্তি পুর্ণ আন্দোলন করছিল তা এ লাঠি সাপ্লাই দিলো কারা? খবরে দেখলাম ,জাবির ছাত্রলীগের অফিস ভাংচুর। এখন লিস্ট করে মামলা দিয়ে যদি গারদে ভরে দেয়। অসম্ভব নয় । পরিবার আর আপনি বুজবেন তখন কে আপন? কে পর? কেউ আসবে না বাঁচাতে।
কোর্টের রায় পর্যন্ত সহ্য হলোনা? এখন আম ছালা হারান । আপনারা আন্দোলন করার ফাঁকে ৪০০ কোটির মালিক পিয়ন জাহাঙ্গীর মার্কিন মুল্লুক চলে গেছে। আপনাদের ভবিষ্যৎ কি জানেন? এমন জাহাঙ্গীর মাল্টিন্যাশনাল বিজনেস করবে আর আপনার মতন মেধাবীদের গাধার মতো খাটিয়ে মাল কামাবে। জ্বি হ্যাঁ ইহাই বর্তমান বাংলাদেশ। প্রতিবার আন্দোলনে কিছু সেলিব্রেটি বের হয় এছাড়া কিছুই হয় না তেমন । ভালো থাকবেন সকলে। সাবধানে থাকবেন।
১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪১
স্প্যানকড বলেছেন: এর পিছনের কারণ কেউ জানি না । তবে সহ্যশক্তি থাকা উচিত ছিল সবার । শান্তিপূর্ণ সভা-সমাবেশ হতে পারতো এখন তো জল ঘোলা হয়ে গেল । আর কজন জানি যায় ? ভালো থাকবেন সব সময় ধন্যবাদ
২| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:১৯
নিমো বলেছেন: এই আন্দোলনেও কিছু নুরু মার্কা ব্লগ তারকা বের হয়েছে।
১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৩
স্প্যানকড বলেছেন: প্রতিবার হয় আবার মিলিয়ে যায় । এ নতুন নয় অবাক হওয়ার কিছু নয় । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৩| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২৪
ধুলো মেঘ বলেছেন: শেখ হাসিনা আদালতকে নির্দেশ দিয়েছিল রায় ঘোষোনার সময় যেন জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে রায় দেয়। সেই নির্দেশ আদালত লাগাতার উপেক্ষা করে যাচ্ছে। এত সাহস হয় কি করে আদালতের?
১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৫
স্প্যানকড বলেছেন: আদালত স্বাধীন ভুলে গেছেন । এখন আদালত এবং প্রধানমন্ত্রী অবশ্যই ভালো কিছু করবেন আশা রাখছি । সে আস্থা আছে। অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৪| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩২
গেঁয়ো ভূত বলেছেন: মেধাবীদের (!?) আসল চেহারা দেখছে বাংলাদেশ!!
আরো দেখবে।
১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৮
স্প্যানকড বলেছেন: গান মনে পড়ছে " হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ ।এ কপাল জ্বইলা পুইড়া শেষ তো হইলো না " অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৫| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সবাই নাকি শান্তি পুর্ণ আন্দোলন করছিল তা লাঠি সাপ্লাই দিলো কারা?
সাঈদী নিজামী দেলু রাজাকারের পক্ষে সেদিন যারা লাঠি হাতে মারমুখি মিছিলে ছিল। ছবি দেখে মনে হচ্ছে হুবহু সেইরকমই।
হয়তো ওরাই।
১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১০
স্প্যানকড বলেছেন: হতে পারে এ সত্য আবার নাও হতে পারে । তবে কিছু একটা তো হয়েছে । সে যাই হোক এটা জোকার এর ছবি । ছবি দেখে জাজ করা ঠিক নয় । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৬| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫২
কাঁউটাল বলেছেন: হাগুলীগের হাতে লাঠি আসলো কোথা থেকে - এই প্রশ্ন করেন না কেন?
১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১৩
স্প্যানকড বলেছেন: হাগুলীগ বলেন আর হাগুদল সব একই । ভালো টা কে ? প্রশ্ন রেখে গেলাম । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৭| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৩
নতুন বলেছেন: হাসান ভাই মেনেই বিনেদন!
ভাই আপনি কি ছাত্রলীগ যে ছাত্রদের মাইরা ফাটাইয়া ফেলছে সেই আনন্দে মিস্টি বিতরন করছেন?
১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
স্প্যানকড বলেছেন: হাসান ভাই , জোকার এর ছবি নিয়ে হয়তো বেখেয়ালে কিছু বলেছেন । ও কিছু নয় । আসলে মিষ্টিমুখ করার মত কিছুই ঘটেনি । যা হয়েছে তা কেউ কামনা করে না অন্তত ২০২৪ এ এসে । ভুলভাল হলে বসে আলোচনা করা যেতে পারে । তবে সে ধরনের সহনশীলতা কারো ভিতরে জীবিত নেই এই যা । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৮| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৩
মিরোরডডল বলেছেন:
অস্থির একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সময়।
কি যে হচ্ছে এসব!! আর ভালো লাগছে না।
জরুরী ভিত্তিতে এই পরিস্থিতির সমাধান হওয়া উচিত।
কতগুলো প্রাণ চলে গেলো!!!!
১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৬
স্প্যানকড বলেছেন: অশুভ প্রেতাত্মা যত তাড়াতাড়ি দুর হয় ততই মংগল ! ভালো থাকবে সব সময়
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০২
কামাল১৮ বলেছেন: কোটার সংস্কার চায় না এমন একজনকেও দেখলাম না।তা হলে সমস্যা কোথায়।২৪ ঘন্টার মধ্যে সমাধান করতে হবে সমস্যা এখানে,যেটা প্রায় অসম্ভব।উঁচ্চ আদালতের রায়ের আগে কিছুই করা সম্ভব না,করনে সেটা বেআইনি হবে।শেখ হাসিনা কোটা বাদ দিয়ে ছিলো। আদালত সেটা বেআইনি ঘোষণা করেছে।