নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

অলীক সুখ পর্ব ৭

০৮ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৩

ছবি নেট ।চিত্র শিল্পী অঞ্জলিনা নিথু ।


প্রতিদিন পথে ঘাটে কতোজনকে দেখি
কতোজনের সাথে গালগল্প আড্ডা
কিন্তু
তোমার মতো কেউ নেই
এটুকু সত্য
সব সময় বলে আসছি।

যখন ভেবে চলি তোমায়
ভেতর বাহির আমার
যেন কৈ মাছের মতো খলখলিয়ে উঠে
সিনেমার দৃশ্যের মতন
আমার সবকিছু বদলে যেতে থাকে নিমিষে
মাথার উপর মেঘ গুড়গুড় শব্দ
ভীষণ ভীষণ ভালো লাগা
জমতে থাকে বুকের ভেতর
আর সমস্ত অদৃশ্য দু:খগুলি
বৃষ্টি জলের মতন টুপটাপ মাটিতে লুটিয়ে পড়ে।

কতোজনকেই তো দেখি
কই
তাদের দেখে তো
ভিতরে এ ইচ্ছে জাগে না যে,
এর জন্য টুকরো হতে রাজি
তছনছ হতে রাজি
যদি সে চায়
দিয়ে দিব প্রাণ আজি
একদম ছেড়ে
সমস্ত আলসেমি আর গোয়ার্তুমি।

কতোজনকে দেখি
কতো বর্ণের
কতো ধর্মের
রোগা পাতলা ছিপছিপে
আবার এক্কেবারে খোদাই করা
যেন খাজোরাহো মন্দিরে লেপটে থাকা
স্থাপত্য রতিদেবী
কই
ওদেরকে দেখলে তো
বুকে চিনচিন ব্যাথা ভর করে না
বলতে ইচ্ছে করে না
একটু এসো কাছে
স্পর্শ করি
তোমার নরম তুলতুলে লাল ঠোঁট দুটি।





মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৪০

মায়াস্পর্শ বলেছেন: ভাল লিখেছেন।

১৩ ই জুন, ২০২৪ দুপুর ২:৩০

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

২| ০৮ ই জুন, ২০২৪ রাত ৮:৫৫

মিরোরডডল বলেছেন:





যেন কৈ মাছের মতো খলখলিয়ে উঠে

এই একটা মাছ দেখলে আমি উল্টোদিকে যাই, দুনিয়ার কাঁটা!!!!!

১৩ ই জুন, ২০২৪ দুপুর ২:৩১

স্প্যানকড বলেছেন: ভয় আমারও করে কিন্তু ভয়কে জয় করার আনন্দে সানন্দে গ্রহন করি । ভালো থাকবে মেয়ে :) ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.