নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

চাওয়া পাওয়া

১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৪

ছবি নেট ।


কি চাও তুমি?
উজাড় হয়ে গেছি
দেবার নেই কিছু
অথচ
দিতেই এসেছিলাম
একটা ঘন বর্ষার দুপুর
দু চার কথা
লেগে যেন থাকে দাগ কিছু গরম চুমুর।

কি চাও তুমি?
সময় নিয়ে জানিয়ে দিও
অথবা
ক্ষুদে বার্তায় পাঠিয়ে দিও
আহা !
লজ্জা করছে?
শেষ বেলায় যখন শ্বাস কষ্ট উঠবে
দু চোখ ইচ্ছের বিরুদ্ধে বুজে আসবে
সমস্ত লেনদেন যখন চুড়ান্ত ফল প্রকাশ করবে
তার পূর্বে বলে দিও
কি চাইতে
এ পোড় খাওয়া মানুষটির কাছে।

আমি কি চাই?
কিছুই না
আবার মেলা কিছু
শুনবে?
না,
থাক
আমার কথা আমার হয়ে হৃদ গহীনে ঘুরে বেড়াক।

কি চাও তুমি?
সীমাহীন আকাশের মতো প্রেম?
ও ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে
মজুদ যা ছিল তা অযত্নে অবহেলায়
শ্যাওলা জমা পথ হয়ে গেছে
অথবা অমন
যেন একটা সাদা সলতে আগুনে পুড়ে পুড়ে
কালচে কালো
আগুন পেলে ফের না হয় জ্বলবে।

কি চাও তুমি?
কি চাও?
বলো,
বলো এ হৃদয় শুনবে।

উঁচু তলার বাড়ি?
এ শহর ?
হরহামেশা বিদেশ ভ্রমণ?
বড় নেতার পাশের আসন?
কি চাও
বলো?

খুলেই রেখেছি সমস্ত আগল
গলে যাচ্ছে ভিতরের জমা আইসবার্গ
এসো তুমি
এসো
আমার যে চাই এক আঁজলা জল
বাতাসে উড়ে বেড়ানো শুধুই তোমার আঁচল।


মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:





সেই সময়ে ঢাকায় ছিলাম, একটা অস্থির অবস্থার মাঝে।
তাই কবিতাটা পড়া হয়নি তখন।
আজ পড়লাম।

আমার যে চাই এক আঁজলা জল
বাতাসে উড়ে বেড়ানো শুধুই তোমার আঁচল।


খুব ভালো লিখেছে।
অবাক হলাম, এরকম একটা লেখা কমেন্ট শূন্য!!!!



১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:১০

স্প্যানকড বলেছেন: এই যে কমেন্ট করে শূন্যতাকে পূর্ণ করে দিলে । আসলে সে সময় খুব অস্থির ছিল এখনো যে নেই তা কিন্তু নয় তবে কিছুটা কম । সে যাই হোক অসংখ্য ধন্যবাদ কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য । সব সময় ভালো থাকবে মেয়ে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.