নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
কেউ বিশ্বাস করবে না তোমায়
এ দ্রুত মেনে নাও
তোমার ভুবনে তুমি একা
তুমি সেরা
প্রেম, স্বপ্ন, সংসার
ওসব বিলাসী রোগ
শতভাগ কে পায়?
শতভাগ কোনকিছু পাওয়ার স্বাদ
একমাত্র ঈশ্বরের সাথে যায়।
কে খোঁজে তোমায়?
দেয়ালে ঝুলিয়ে রাখা স্রষ্টার বাণী,
সন্ধ্যা তারা,ভোরের আলো
ধুলো জমা বুকশেলফ
যার নীচে ক্ষুদ্র পোকাদের বিশাল রাজ্য
ভুল দরজা,
ভুল মানুষের আদর চুমু।
নিজের সাথে সংঘাতে যেওনা
ফলাফল হিতে বিপরীত
যদিও বেঁচে থাকতে কারো সঙ্গ প্রয়োজন,
মৃত্যুর পর তুমি একদম একা,
এ সত্যটুকু এড়িয়ে বন্ধু
আগামীর মিথ্যে গল্প কেনো যে শোনাও!
এখন দেখছি
এ জীবনটা এক মুঠো মাটি ছাড়া কিছুই নয়।
ছবি নেট ।
১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২
স্প্যানকড বলেছেন:
আমিও অনিয়মিতদের দলে। কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৬
মিরোরডডল বলেছেন:
এখন দেখছি
এ জীবনটা এক মুঠো মাটি ছাড়া কিছুই নয়।
আসলেই তাই।
এটাই চিরন্তন সত্যি।
কবিতা ভালো লেগেছে।
১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
স্প্যানকড বলেছেন:
গানটি ভালো লেগেছে মেয়ে। ধন্যবাদ, ভালো থাকবে।
তোমার জন্য এই গান
৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩৭
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল কবি...
১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
স্প্যানকড বলেছেন:
শুভ সকাল। দুঃখিত, দেরী হয়ে গেলো। ভালো থাকবেন।
৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫২
মিরোরডডল বলেছেন:
গানটা অনেক ভালো লেগেছে।
Thanks for sharing.
১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩
স্প্যানকড বলেছেন:
গানটি শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবে।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
শেরজা তপন বলেছেন: অনেকদিন পরে মনে হচ্ছে আপনার কবিতা পড়লাম, যদিও আমি মাস দুয়েক ধরে একটু অনিয়মিত।
ভাল লেগেছে।