নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সিকান্দার + শরীফা বানু = আনভীর !

০৫ ই মে, ২০২১ রাত ২:৩১

ছবি নেট ।

প্রেম, যৌনতা বাদে মাকালফল!  এই যৌনতার ধরন নানান কিসিম এর। সেরকম একটা গল্প বলতে যাচ্ছি।

আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র।সে সময়কার কথা বলছি।আমার নানা বাড়িতে পরিচিত এক মামা ছিল। তাদের অবস্থা ভালো বলতে গেলে খুব বড় গৃহস্থ।তাদের গ্রামে একটা নামডাক ছিল এবং আছে। তিনি তেমন কাম কাইজ করতেন না। গায়ে বাতাস লাগিয়ে চলতেন আর এ পাড়া ও পাড়ায় ঘুরে বেড়াতেন।

একদিন তার একটা স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ল।সেটা হলো, সে পাশের গ্রামের এক ভাবীর ঘরে আসা যাওয়া করতেন।সেই ভাবী আসলেই ছিল পরমাসুন্দরী।এক রাতে তিনি সেখানে অবস্থান করেন কিন্তু ভেজাল ঘটছে কে যেন বাহির থেকে শিকল দিয়ে দিছে।এখন ভোর এর দিকে দরজা খুলতে পারছেন না।এদিকে মানুষ বাহিরে জড়ো হয়ে গেছে।শেষমেশ তিনি অনেক কে রিকোয়েস্ট করে বের হন।এলাকার মানুষ পারলে মারতে যেতে চায়।ভদ্রমহিলার স্বামী বিদেশ থাকে।এ নিয়ে বহু ক্যাচাল শুরু হইল।তিনি কোনমতে প্রাণ নিয়া ফেরত আসেন।

সে সময় মানুষ ছিল পঞ্চায়েত নির্ভর বা গ্রামের শালিসি নির্ভর। তারা যা সিদ্ধান্ত দিবেন তাই যেন মেনে নেয়া হয়। সকলে করেও তাই।
থানা পুলিশ করতে যেতে চাইত না। টাকা পয়সা আবার যাতায়াতে কষ্ট। নানান চিন্তা করে আর কি!

এদিকে সেই নানার যেহেতু নামডাক ছিল। সে করল কি এলাকার চেয়ারম্যান, মেম্বার দের গোপনে বলে দিল তোমাগোরে খুশী কইরা দিমুনে আমার ইজ্জত টা বাঁচাও!
এগুলো আমার মায়ের কাছ থেকে শুনেছি বহু পরে।

যখন ঐ মামার ব্যাপারে খুব জানতে আগ্রহী হতাম বা সে সব চেয়ারম্যান, মেম্বার দের ব্যাপারে। অথবা আমার নানা কেন তাদের গালমন্দ করতেন? তখন মা এই ঘটনা বলতেন।
যাক সেসব কথা, শালিসের দিন পুরা উঠান ভর্তি মানুষ ছিল।বিচার বসছে মেম্বার এর উঠোনে।

দুই পক্ষের কথা শুনলেন চেয়ারম্যান, মেম্বার। তারা বলল, আমরা যতদুর জানতে পারলাম, সিকান্দার ( মামার নাম )
ঐ বাসায় যাতায়াত করত শরীফা বানুর বাসায়। সিকান্দার এর বন্ধু যেহেতু শরীফা বানুর স্বামী তাহলে বন্ধুর বাসায় বন্ধু আসা যাওয়া নিষেধ তো নয়?কি কন আপনারা? সকলে কইল হ ঠিক আছে।
এখন আরেক টা কথা বাইরে থেকে শিকল দিছে কে? তখন দুইজন নারীর নাম আসল। তাদেরকে চেয়ারম্যান, মেম্বার জিজ্ঞেস করল " তোমরা নিজ চোখে কিছু দেখছ?
" তাদের সোজা উত্তর " না। " তারা আরও বলল, সিকান্দার রাইতে সে ঘরে কেন রইল? তাই আমরা বাইরে থেকে শিকল দিয়া হাতেনাতে ধরছি।

চেয়ারম্যান বলল, আন্দাজে কাজ করছ। আপত্তিকর অবস্থায় ধরতা তাইলে বুঝতাম। এক ঘরে থাকলেই কি কাম করে? এছাড়া শরীফা বানুর শাশুড়ী কিছু নাকি দেহে নাই।আরও যতদুর জানি আমরা, তোমাগো লগে শরীফা বানুর জমি জিরাইত নিয়া ভেজাল আছে তাই তোমরা শত্রুতা কইরা এই কাম করছ? কি কন আপনারা? এখন জনতা মুখ চাওয়াচায়ি শুরু করল। উলটো ঐ মহিলারা পড়ল বিপদে। তখন চেয়ারম্যান মামাকে ডেকে দুইটা চড় দিয়া কইল, অসভ্য! বাঁদর! বাপ মায়ের ইজ্জত যায় ঐ কাম কেন করবা। আর আজ থাইকা ঐ গ্রামের আশ পাশে যাইবা না। বিচার শেষ!

পরে দুই মাসের মধ্যে সেই নানা তড়িঘড়ি করে মামা কে সৌদি পাঠায় দেয়।আসলেই কিন্তু ভেজাল ছিল। শরীফা বানু গর্ভবতী হয়ে যায় গোপনে এক হাসপাতালে যেয়ে ভ্রুন হত্যা করে সে সতি হয়ে যায়।পুরা কাজ মামা তার এক পরিচিত বন্ধুর মাধ্যমে করিয়ে নেয়। শরীফা বানুর টাটানো রুপ যৌবন ছিল তাই বেশী অসুবিধা হয় নাই। তার স্বামীর বক্তব্য ছিল " মানুষ বেশ্যা নিয়া ঘর করে না! তোমগো সমস্যা কি! "

যাক ওসব পুরনো কথা। এখনকার কথা বলি, এই যে বসুন্ধরার এম, ডি কে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টা কিন্তু সন্দেহজনক!কেন পাওয়া যাচ্ছে না?এদিকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়ে গেছে।পেপারে মিডিয়াতে মুনিরাকে খানকি, মাগী, বেশ্যা বানিয়ে ফেলা হয়েছে অত্যন্ত  সুকৌশলে।নাচের ভিডিও শেয়ার চলছে।

এত কিছুর ভীড়ে বিচার এর চেয়ারম্যান, মেম্বার গন গোপনে কোন বিমানে তুলে আনভীর কে বিদেশ পাঠিয়ে দেন নি তো!  বসুন্ধরার মান ইজ্জত বলে কথা!

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২১ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:



অসৎ সরকারী কর্মচারীদের সাহায্য নিয়ে সরকারী খাস জমি দখলের পদক্ষেপই ছিলো বসুন্ধরার বিজনেস মডেল।

০৫ ই মে, ২০২১ ভোর ৫:০২

স্প্যানকড বলেছেন: কতদিন চলবে? সাথে রাজনীতিবিদ গন মদদ দিয়েছেন। আসলে এদের কে বলা আর না বলা একই কথা। যাদের লজ্জা নাই তাদের কি আর বলা। ভালো থাকবেন।

২| ০৫ ই মে, ২০২১ রাত ৩:২৭

রাজীব নুর বলেছেন: টাকা যার আছে, তাঁর কোনো চিন্তা নাই।

০৫ ই মে, ২০২১ ভোর ৫:০২

স্প্যানকড বলেছেন: আসলেই তাই! ভালো থাকবেন।

৩| ০৫ ই মে, ২০২১ ভোর ৪:৩৯

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে দুই আইন।
সাধারণদের জন্য একটা আর ডাকাতদের জন্য আরেকটা।

০৫ ই মে, ২০২১ ভোর ৫:০৪

স্প্যানকড বলেছেন: তারমানে এ চলে আসবে! কোন রদবদল হবে না। কিসের তাইলে এত খোয়াব দেখি ! ভালো থাকবেন।

৪| ০৫ ই মে, ২০২১ ভোর ৫:০৭

অনল চৌধুরী বলেছেন: কিছুই হবে না।

০৫ ই মে, ২০২১ দুপুর ১২:২১

স্প্যানকড বলেছেন: হায়! হায়! কি কন জনাব !

৫| ০৫ ই মে, ২০২১ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


টাকা বড়ই শক্তিশালী এই দেশে।
যার টাকা আছে তার ১৪ খুন মাফ।

৬| ০৫ ই মে, ২০২১ সকাল ৮:৩৯

স্প্যানকড বলেছেন: হুম, তাই তো দেখছি ! ধন্যবাদ !

৭| ০৫ ই মে, ২০২১ সকাল ৯:০৯

আহলান বলেছেন: ঘটনাটি আসলেই বাস্তব। হয়তো সমাজের ক্ষত নিয়ে আমরা চিন্তিত। আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম কোন পরিবেশে রয়েছে সেটা নিয়ে আমরা শঙ্কিত .... । বর্তমান ঘটনা নিয়ে সমাজ কি আসলেই উদ্বিগ্ন? এসব ঘটনা একেকটা লাইভ বিনোদনে পরিণত হয়ে যাচ্ছে .... । আফসোস ...

০৫ ই মে, ২০২১ দুপুর ১২:২০

স্প্যানকড বলেছেন: এ প্রজন্ম কাউরে বিশ্বাস করে না এমন কি নিজেদেরকে না। শুধু ডরে চুপ থাকে অভিনয় করে চলছে। এখনকার প্রজন্মের অনেকের সাথে কথা হলে প্রথমে বলে কি লাভ এত পড়ে? এলাকার মুর্খ গুন্ডা কমিশনার দেয় চারিত্রিক সনদ! তবে এদেরকে কনফিউজড করে রাখা হয়েছে নানান অপশিক্ষা দিয়ে আর নেশা দিয়ে। ভবিষ্যৎ খুব খারাপ হবে দেখছি। ভালো থাকবেন।

৮| ০৫ ই মে, ২০২১ সকাল ৯:২৯

অনেক কথা বলতে চাই বলেছেন: পারলে দেশ ত্যাগ করেন। বাংলাদেশের সমাজের কারণে স্থাবর সম্পত্তি বানাতে ইচ্ছা করে না আমার। পাছে কোন ডাকাতের নজর পড়ে যায়.....!

আপনার মনে আছে, ১-১১'র সময় কিছুটা আশা জেগেছিল যখন সব চোর/ডাকাত গনহারে পাকড়াও করা হচ্ছিল? এমনকি বসুন্ধরার পালের গোদাটাও এলাকা ছেড়ে পালিয়েছিল। টিভিতে দেখা গেছিল, পুলিশ তাদের বাসার মালামাল জব্দ করছিল, দামী দামী সেগুন কাঠের সব জিনিসপত্র, এলাহি ব্যাপার স্যাপার।

কিন্তু হায়! এরপর কোন এক সময় (আওয়ামীলীগ আসার আগে না পরে ভুলে গেছি) দেখা গেল যে একটা অনুষ্ঠানে ঐ ব্যাটা stage-এ বসে আছে মঈন-উ-আহমেদের পাশে! দুজনের মুখেই চাপা হাসি! I guess we can read between lines how and why that happened.

তাই, পারলে দেশের বাইরে ভবিষ্যত গড়তে চেষ্টা করুন, যেখানে আপনার যোগ্যতাকে সুযোগ দেয়া হবে এবং ইচ্ছাকে সম্মান করা হবে।

০৫ ই মে, ২০২১ দুপুর ১২:২২

স্প্যানকড বলেছেন: হুম, আইডিয়া মন্দ না ! ধন্যবাদ, ভালো থাকবেন।

৯| ০৫ ই মে, ২০২১ সকাল ১০:১০

নেওয়াজ আলি বলেছেন: যেভাবে বসুন্ধার মালিক গণপূর্তমন্ত্রীকে ধমক দিলেন । জানতে ইচ্ছে করে কে বড় মন্ত্রী না বসুন্ধরা। এখনতো সেক্স আগে প্রেম পরে

০৫ ই মে, ২০২১ দুপুর ১২:২৩

স্প্যানকড বলেছেন: বড় তো বসুন্ধরা ! এখন প্রেম নাই খালি গুতাগুতি চলে ! ভালো থাকবেন।

১০| ০৫ ই মে, ২০২১ সকাল ১০:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এরা তাদের এক সহকর্মী কাম পার্টনার ইঞ্জিনিয়ারকেও মেরে ফেলিছিল তারও সঠিক বিচার হয়নি।

০৫ ই মে, ২০২১ দুপুর ১২:২৫

স্প্যানকড বলেছেন: টাকায় দেয় সব কিছুতে চাপ
চাপের চোটে
আইন কয় বাপরে বাপ !

১১| ০৫ ই মে, ২০২১ সকাল ১০:৪৫

শেরজা তপন বলেছেন: সেরকমইতো হবার কথা- নয় কি?
সেজন্যইতো যেন তেন উপায়ে এদেশের মানুষ অতিদ্রুত ধনবান হতে চায়।

উদাহরন হিসেবে মামার গল্পটা মন্দ নয়।

০৫ ই মে, ২০২১ দুপুর ১২:২৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ! এমন মামা আর শরীফা বানু প্রতি মহল্লায় বেড়ে গেছে । হুম, সবাই পাওয়ার চায় । যেইটা অর্থ থাকলে সহজে ধরা দেয় কাছে। ভালো থাকবেন।

১২| ০৫ ই মে, ২০২১ দুপুর ১২:৩২

নতুন বলেছেন: এত কিছুর ভীড়ে বিচার এর চেয়ারম্যান, মেম্বার গন গোপনে কোন বিমানে তুলে আনভীর কে বিদেশ পাঠিয়ে দেন নি তো! বসুন্ধরার মান ইজ্জত বলে কথা!

শুনেছি তারা দুবাইতে চলে এসেছে কার্গ বিমানে করে।

দেশে টাকা থাকলে সব কিছুই সম্ভব।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২৫

স্প্যানকড বলেছেন: হুম, তাইতো দেখছি ! ধন্যবাদ, ভালো থাকবেন।

১৩| ০৫ ই মে, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: এই দেশের উপর আমার আশা ভরসা শেষ।
এখন উন্নত কোনো দেশে চলে যেতে পারলে বাঁচি।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:২৬

স্প্যানকড বলেছেন: ইন শা আল্লাহ চেষ্টা করে দেখুন। ভালো থাকবেন।

১৪| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:



অর্থরে তুই জগতে সকল অনর্থের মূল।”
অর্থ বা সম্পদ মানব জীবনের জন্যে
অপরিহার্য হলেও অর্থের যথাযোগ্য
ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজ
জীবনে নেমে আসে অকল্যাণ।

০৫ ই মে, ২০২১ রাত ৯:৪৯

স্প্যানকড বলেছেন: অর্থ আছে এদের সঠিক জ্ঞ্যান নাই। তাই এরা এত অধঃপতনে যাচ্ছে। ভালো থাকবেন।

১৫| ০৫ ই মে, ২০২১ রাত ৮:১৬

সোহানী বলেছেন: টাকাই দুনিয়ার বিচারক।

০৫ ই মে, ২০২১ রাত ৯:৪৯

স্প্যানকড বলেছেন: হুম, তাই দেখছি ! ভালো থাকবেন।

১৬| ০৬ ই মে, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন, সেটা দেখতে।

০৬ ই মে, ২০২১ রাত ১০:৪৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ! সাবধানে থাকবেন।

১৭| ০৬ ই মে, ২০২১ রাত ১২:৫০

কাওসার চৌধুরী বলেছেন:



মামার মামুর জোর ছিলো।
আনভীরের মামুর জোর আছে।
অতএব, খেলা ফাইনাল।

০৬ ই মে, ২০২১ রাত ১০:৪৪

স্প্যানকড বলেছেন: পুরাই ফাইনাল কে করবে আর ক্যাঁচাল ! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.