![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
তুমি ঝুলে রও
ঝুলে রও ঠোঁটের খুব কাছে
এলোমেলো ভাবনা নতুন রঙে সাজে
তুমি দেখাও পথ
আমার নানান মত
একজন নিউটন এর খোঁজ ( ১ )
একজন নিউটন এর খোঁজ ( ২ )
আমার আসমান
তোমার আসমান
নাই এক চিলতে ব্যবধান
আমি পাথরে ফুল ফুটাব
শুধু ভালবাসা দিয়ে ( হা হা হা ) বাংলা মুভির গান মাইরা দিলাম
সাদা কালো
সব ভালো ভালো
২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:১৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু। মেলাদিন পর আপনার সাক্ষাৎ পাইলাম। খুব ভালো লাগছে। যাক শুভমিতার গান মনে করাতে পেরে বড় আনন্দ অনুভব করছি। সর্বদা ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
২| ২৫ শে জুন, ২০২১ ভোর ৫:১৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ক্যাপশনগুলো দারুন হয়েছে ! ছবিগুলোও অনেক সুন্দর !
২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:১৯
স্প্যানকড বলেছেন: অগনিত ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৩| ২৫ শে জুন, ২০২১ ভোর ৫:২৫
ইসিয়াক বলেছেন: প্রথম ক্যাপশনটা অসাধারণ।
ভালো লাগলো পোস্ট।
শুভ কামনা রইলো প্রিয় ব্লগার।
শুভ সকাল।
২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:২১
স্প্যানকড বলেছেন: শুভ দুপুর গড়িয়ে বিকাল। দুঃখিত দেরিতে উত্তর দিচ্ছি বলে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৪| ২৫ শে জুন, ২০২১ সকাল ৯:৩৯
শেরজা তপন বলেছেন: অনু কবিতার সাথে সবগুলো ছবিই বেশ ভাল হয়েছে।
শুভ কামনা
২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:২২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ শেরজা তপন । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৫| ২৫ শে জুন, ২০২১ সকাল ১০:১৮
শাহ আজিজ বলেছেন: গুড আইডিয়া বেটা ।
চালায়া যাও ।
চালায়া যাও
২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:২৫
স্প্যানকড বলেছেন: এত ভালবাসা রাখুম ক্যামনে! ছোট বুকটা অনেক স্বপন বুনে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। দোয়া করবেন। আপনার জন্য দোয়া এবং অগনিত শুভেচ্ছা । সর্বদা ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৬| ২৫ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯
জটিল ভাই বলেছেন:
আজিজ ভাইয়ের মতোই অনুপ্রেরণা দিলাম
২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:২৭
স্প্যানকড বলেছেন: জটিলবাদ ! আপনার দোয়া এবং অনুপ্রেরণা শুধু কাম্য এর বেশী কোন দাবি দাওয়া নাই। সর্বদা ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৭| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের ০৩টি সুন্দর।
২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:১৩
স্প্যানকড বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৮| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪২
অপু তানভীর বলেছেন: প্রথম দুটো ছবি বেশি পছন্দ
২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:১৪
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অপু ভাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
৯| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:০৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
১০| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০২
মিরোরডডল বলেছেন:
আমার আসমান
তোমার আসমান
নাই এক চিলতে ব্যবধান
এই আকাশের ছবিটা ভালো লেগেছে।
কবির নতুন কোন কবিতা নেই, তাই পুরনো পোষ্টে ঘুরে গেলাম।
৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫৮
স্প্যানকড বলেছেন:
আজকে পোষ্ট করেছি নতুন কবিতা। সময় হলে পড়ে নিবে। ধন্যবাদ, ভালো থাকবে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০২১ রাত ২:৫০
শায়মা বলেছেন: কবি
আসলেই আসমানের ছবি দেখে আমার মন কেমন কেমন হয়ে গেলো......
দারুন কবিতা ছবি......
যেভাবেই তুমি সকাল দেখো
সূর্য্য কিন্তু একটাই.... শুভমিতার সেই গানটাও মনে পড়ে গেলো ......