নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মিথ্যে এ গনতন্ত্র !

০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৬

ছবি নেট ।

এখনো দুই চারটা প্রেম আসে যায়
ডানে বামে গোত্তা খায়
হাওয়া হয় বদল
শরীর ঘামায় শুকায়।

এখনো চাঁদ কথা কয়
জোছনার এ পিঠে কাব্য
ও পিঠে যন্ত্রণা
পথের পথিক ডাকে ইশারায়।

এখনো ঠোঁটে ঠোঁট ঘষে যায়
প্রাণের দোলা সর্বত্র
যাই বলো
প্রেমটা টিকে আছে
বাকি কাজ উধাও
মিথ্যে এ গনতন্ত্র !

৩ জুলাই ২১ ( শনিবার )

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:০৮

হাবিব বলেছেন: কবিদের কাছে কিছুই অসাধ্য নয়

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৯

স্প্যানকড বলেছেন: হুম, চেষ্টা করতে দোষ নাই। না করাই বরং দোষের। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

SahajjoBD বলেছেন: কিভাবে অনলাইনে জমির খতিয়ান/পর্চা পাবেন

০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৩৪

স্প্যানকড বলেছেন: জমি জিরাইত নাই মাটি বরাদ্দ সাড়ে তিন হাত ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।

৩| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২০

শায়মা বলেছেন: প্রেম আর গণতন্ত্রে কি সম্পর্ক ভাইয়ু!!!!!!!!

০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:৪৩

স্প্যানকড বলেছেন: আপু, মেলা সম্পর্ক আছে। গনতন্ত্র ঠিক না হলে প্রেম বেঠিক চলে। গনতন্ত্র ঠিক না হলে দেশ গোল্লায় যায় আর গোল্লায় যাওয়া দেশে প্রেম ও গোল্লায় থাকে। উন্নত কিছু আশা করা বোকামি। আপাতত এতদূর। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১১:১৯

শায়মা বলেছেন: হা হা বাপরে আতেল প্রেম!!!!!!! :)

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ২:৫৩

স্প্যানকড বলেছেন: আহ তেল প্রেম !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.