নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

যে কাব্য তুমি !

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৭:২৭

( গুলসিফতেহ ফারাহানি ইরানি অভিনেত্রী ) ছবি নেট ।

তোমার প্রতিটি শব্দ
মনে হয় কবিতা
তোমার প্রেমে মজেছি বহুদিন
না হলে এমনতর দশা হয়
বলো?

সেই চোখ খোলার পর থেকে শুরু
রাতে ঘুমুতে যাওয়ার পর
ঘুমঘোরে ও তোমার অবস্থান
মানে,
শুধু তুমি আর তুমি
এছাড়া জগতে বুঝি কিচ্ছু নাই
কিছু থাকতে পারে না
তোমার গোলাপি চিকচিক গাল
জ্বলজ্বল চোখ
ইথোপিয়ান কালো দীঘল চুল
উফফ!
ভাবতে ভাবতে আমি হারিয়ে যাচ্ছি
গলে যাচ্ছি মোমের মতন
পুড়ে চলেছি অবিরত
বিরামহীন এই পথ।

মাঝেমাঝে খেয়াল চাপে
তোমাকে নিয়ে কোথাও চলে যাই
জনমানবহীন কোন দ্বীপে
পরক্ষনেই হুশ ফিরে
কি যা তা ভাবছি
কি সব আজেবাজে বকছি !

বিশ্বাস কর,
তোমাকে একটিবার না দেখলে
ঠান্ডা মেজাজের মানুষ আমি
চরম চেঁচামেচি শুরু করি
কেউ কিছু জিজ্ঞেস করলে
কিছু বলতে পারি না
শিশুদের মতন কথা আটকে যায়
দু চোখ হয়ে উঠে নোনা পানির ফোয়ারা।

আসলে,
তুমি স্বর্গীয় শীতল ছায়া
একটু যদি মিলে ঠাঁই
তাতেই ভেসে যাই।

খেয়াল চাপে তুমি কেন এমন
কেন পুড়িয়ে ছারখার করছ
প্রতিদিনকার আমার চিন্তা চেতনা বোধ
কেন হানা দিচ্ছ রোজ?

বিশ্বাস কর,
তোমাকে এক রত্তি দেখলে
ভেতরকার সমস্ত রক্ত ছলাৎ ছলাৎ শব্দে
তুলে ঢেউ
অন্য একটা সুর নিউরনে জমা হতে থাকে
দীর্ঘক্ষণ ধরে এ প্রকৃয়া চলতে থাকে
দীর্ঘক্ষণ শ্বাস কমে বাড়ে।

আমি চাই ঈশ্বর যেন আমার সহায় হোন
তুমি প্রস্তুত থাকবে আমার আশায়
হাতে গোলাপ
আসমানে তারকাদের ভীড়
বাতাসে তোমার খুশবু
যেই আমার ওষ্ঠ ছুঁবে
তোমার ভিজে থাকা ওষ্ঠ
ঠিক তখন যেন থেমে যায়
দুনিয়ার সকল যুদ্ধবিগ্রহ
সকল আর্তনাদ চিৎকার
বিরাজ করুক সর্বত্র
হাসি আর খুশীর জোয়ার
শান্ত হোক সমুদ্দুর
এসো প্রিয়,
দেখতে থাকি
বহুদিনের মেঘ সরে যাওয়া 
আসমানের পরিষ্কার মুখ
একটা জাঁকালো সুর্য
নতুন ঝলমলে রোদ্দুর ।

৮ আগস্ট ২১ । ( রবিবার )


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৩৪

শেরজা তপন বলেছেন: :`> বেশতো -টুইটুম্বুর প্রেমের কাব্য!


* ভালবেসে ছেলেরা মেয়েদের চৌদ্দ আসমানের উপরে উঠিয়ে দেয়। পরে আর সেখান থেকে নামতেই চায় না :)

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৯

স্প্যানকড বলেছেন: রাস্তা তো মুরুব্বি রা দেহায় দিছে তাজমহল টহল বানাইয়া। আমিতো খালি কবিতায় রাখি। বুঝছেন না ব্যাপার টা? কি আর করা দেখছেন তো আজকাল যা দিন পড়ছে। ধন্যবাদ তপন দা। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এত যে 'এসো প্রিয়' বলে ডাকেন, সে কি ডাকলে আসে?

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৩

স্প্যানকড বলেছেন: না আসলে কি এমন লম্বা চওড়া কবিতা প্রসব হয় ! কাছে আসে বুকে মুখ ঘষে বেড়ালের মতন মিউ মিউ ডাকে নরম সুরে আবার মাঝেসাঝে কামড় আঁচড় দেয়। বহু গোপন কথা বলে দিলাম আর নয়। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বুঝছি আপনি কবিতায় একটা বিড়ালের কথা বলেছেন। আমি ভেবেছিলাম কোন মেয়ের কথা লিখেছেন। বিড়ালের নখ কেটে দিবেন তাহলে ঘষাঘষি করলেও কোন সমস্যা হবে না। :)

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৩

স্প্যানকড বলেছেন: ইয়া মাবুদ ! ইহা কিতা কন হুহ ... আইচ্ছা, এবার আসলে নখ কেটে দিব অনেক বেশী আদর দিয়ে দিব আর কিছু? ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.