নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

শেকড়ের কাছাকাছি !

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৪

ছবি নেট ।

সেদিন মানে এইতো একদিন আগে হঠাৎ করে শান্তুনু কে গ্রামের বাড়ি যেতে হলো। এর আগে গিয়েছে তবে সে কারণ ভিন্ন।

প্রথমে যাওয়ার কোন ইচ্ছে ছিল না পরে অবশ্য মায়ের জোরাজোরিতে যেতে হলো কারণ তেমন কিছুই না ওর এক কাজিনের মেয়েকে দেখতে আসবে আজ ফাইনাল কথা হবে।সব ঠিক হলে খুব দ্রুত বিয়ে দেয়া হবে।শান্তনু অবশ্য ওর মাকে বলেছিল, যাব আর আসব থাকতে বলো না। করোনার টাইম ! যদিও ভেকসিন নেয়া আছে ওদের।

মায়ের এক কথায় নড়ে গেল ওর ভেতর "ওখানে তোর বাবা শুয়ে আছেন! " তাঁকে দেখতে যাবি না। সেই যে মানুষটাকে রেখে আসলাম আর তো তেমন যাওয়া হলো না। শান্তনুর চোখ ছলছল করে উঠল।

যেদিন ওর বাবা মারা যায় সেসময় ও দেশের বাইরে ছিল হঠাৎ করে ফোন আসল ওর বাবাকে হাসপাতালে নেয়া হয়েছে স্ট্রোক করেছে তবে ডাক্তার বলল, ঘাবড়ানোর কিছু নেই। ঠিক হয়ে যাবে। আপনারা যথা সময়ে নিয়ে এসেছেন। আমরা চেষ্টা করছি পুরোটা আল্লাহর হাতে।

শান্তুনু ঘন্টা খানেক বাবার সাথে ভিডিও কলে কথা বলল জ্ঞ্যান ফেরার পর। তিনি হেসে হেসে কথা বলার চেষ্টা করছেন আর বারবার বলতে ছিলেন " আমার কিচ্ছু হয়নি ! " এইতো কয়দিন থাকব!  তারপর বাড়ি ফিরছি। তুই তোর কাজ শেষ করে আয়। " টেনশন করিছ না।

শান্তনু, মায়ের সাথে কথা বলল, ওর মা শুধু বলল, ডাক্তার বলেছে, চিন্তা না করতে ঠিক হয়ে যাবে তোর বাবার প্রেসার নীচে নেমে গেছে। এইটা একটা মাইল্ড স্ট্রোক ! রেস্ট নিলে দাওয়াই খেলে ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ।

শান্তুনু পরে ডাক্তার সাহেব এর সাথে কথা বলল, তিনি ও আশ্বাস দিলেন চিন্তা করতে না করলেন। বললেন দোয়া করুন। আমরা চেষ্টা করছি।ইন শা আল্লাহ উনি ঠিক হয়ে যাবেন। তখন শান্তুনুর ওখানে বিকাল বাংলাদেশে এগারো টা রাত।

শান্তুনুর ভেতর খচখচ করতে লাগলো। মা একা ওখানে আর গ্রামের সেই কাজিন ছিল সর্বক্ষণ ছায়ার মতন ।

আবার একদিকে লকডাউন, করোনা! কি হচ্ছে চিন্তায় ঘুম আসল না মেলা রাত অব্দি জেগে ছিল।ওর বাবার সাথে যত স্মৃতি রয়েছে সব যেন ওর সামনে ভেসে উঠছে এক এক করে।একবার ফোন দিয়েও দিল না। সারাদিন ওরা ছুটাছুটি করছে এখন একটু বিশ্রাম দরকার। এই ভাবতে ভাবতে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল।

সকাল শান্তুনুর সময় দশটার দিকে ফোন আসল শান্তুনু ফোন ধরে যা শুনলো তা কেউ শুনতে চায় না। দিনের শুরুতে ঘুম ভাংগার পর এমন খবর তাও কি না নিজের জন্মদাতা না ফেরার দেশে! উনি আর ফিরবেন না আর কথা হবে না। আর কোনদিন কথা হবে না। নিজে চলে যাচ্ছে তবুও বলছে "টেনশন করিছ না ! " এই বুঝি বাবা! যিনি হাজারো টেনশন মাথায় রেখে ঘুমায় হাসে।মৃত্যুর আগেও সন্তানদের একবারও টেনশন নিতে বারণ করেন।

শান্তুনু আসতে পারেনি করোনা আরও নানান ঝামেলা সরকারি নিয়ম কানুন সবচেয়ে বড় কথা ও সময় ফ্লাইট ই ছিল না। সারাদিন হোটেলে ছিল একা।কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছে। আর বাবা বাবা বলে চিৎকার করছে। বিদেশ বুঝি এই! কোম্পানির সবাই শান্তনা দিল আর ফ্লাইট চালু হলে জলদি যেন ফিরে আসে। আপাতত কাজে যাবার দরকার নাই। অন্যরা ম্যানেজ করে নিবে। এসবের ভেতর কেটে গেল সময়।

ভিডিও কলে বাবার জানাজায় শরিক হলো। শেষবার বাবার হাসি মাখা মুখটি দেখল। কি সুন্দর হাসি মুখে ধরে রেখেছে। তারপর থেকে শান্তুনু সকালে ফোন আসলে আঁতকে উঠে। কিছুক্ষণের জন্য ওর সারা শরীর অবশ হয়ে যায়।দম বন্ধ বন্ধ লাগে। দেশে ফিরেই সোজা এয়ারপোর্ট থেকে গ্রামের বাড়ি । বাবার কবরের কাছে যেয়ে হাউমাউ করে কান্না ! সবাই শান্ত হতে বলল। সেই কাজিন তখন ওর পাশে পাশে ছিল। এমন করে কয়েকবার গ্রামে গিয়েছিল তারপর সেই কাজের ব্যস্ততায় আর তেমন যাওয়া হয়নি।

প্রতিটি সেকেন্ড ও বাবাকে মিস করে তবুও লোক দেখানো একটা হাসি ঠোঁটে রেখে অভিনয় করে যাচ্ছে রোজ।যা কেবল শান্তনু জানে।আজ ওর মায়ের কথায় আবার দুটি চোখ নোনা জলে ডোবা এক বর্ষার দিন !

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৪

এইচ তালুকদার বলেছেন: প্রিয়জন হারানোর কষ্ট সময়ের সাথে শুধু বাড়তেই থাকে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! সারাজীবন বয়ে চলতে হয় এ কষ্ট। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৪

ইন্দ্রনীলা বলেছেন: ভালো থাকুন বাবা ওপারে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৪

বৃষ্টি'র জল বলেছেন: আপনার ভিন্ন রকম লেখা পেলাম আমি এই প্রথম।
আব্বু কোভিড আক্রেন্তের পর শেষ দিন যখন আইসিইউ তে নিচ্ছিল, তখনো আব্বু বলছিল, "চিন্তা করনা, আমি ঠিক আছি।"
আব্বু জানত আমরা তাকে নিয়ে কতটা ভয়ে ছিলাম, আর কিছু হলে কি করব! আব্বু ছিল শান্ত, আমরা হতাশ হয়েছিলাম, পাগল হয়ে গেছিলাম পজেটিভ শুনে কিন্তু আব্বু ছিল শান্ত। কষ্ট হলেও তা প্রকাশ করেনি, যেন কিছুই হয়নি।য়!!
বাবারা কেমন এমন হয়!!!

আপনার লিখা আমাকে এক বছর আগে নিয়ে গেছে, ভাল লিখেছেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আসলে বাবারা এমনই ! ভাবলেই বিস্মিত হতে হয় এরা কত ঝামেলা সহ্য করে অথচ আমাদের বুঝতে দেয় না। এক এক জন বাবা সত্যি বিস্ময়কর মানুষ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

জ্যাকেল বলেছেন: আপনজনরা এমনি হন। তারা সর্বদা বুজ দিতে পছন্দ করেন, যাতে নিজের মানুশ কস্ট কম পায়। আপনার লেখা বাস্তবতার প্রতিচ্ছবি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৭

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আসলে যার পরিবার আছে সে সবচেয়ে ধনী ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: গল্পটি ছোট হলেও মনে দাগ কেটে যাবার মত।

সত্যিই, বাবার মত কেউ হয়না! বাবা পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানব যিনি হাজার কষ্ট পেয়েও হাসিমুখে অস্বীকার করে! আর আপনজনদের ছেড়ে দূর দেশে থাকাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।

আপনার লেখাটি পড়ে একজন আপন জনের কথা মনে পড়ে গেল। ভালো থাকবেন। অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

- দেয়ালিকা বিপাশা

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৯

স্প্যানকড বলেছেন: হুম, একদম সত্যি ! ভেতরে ভেতরে সর্বদা মেঘ ভীড় করে অথচ হাসি ধরে চলতে হয়। কি বিশ্রী এ অভিনয় ! ধন্যবাদ । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনি কি আপনজনদের ছেড়ে দূরে কোথাও থাকছেন নাকি?

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

স্প্যানকড বলেছেন: আছি এ গ্রহের কোন এক চিপাচাপায় ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২

কামাল১৮ বলেছেন: মানুষ আল্লার থেকে বেশি ভরসা করে ডাক্তার কে।আল্লার ভরসায় কেউ রোগিকে ফেলে রাখে না।কিন্তু ভাবে ভলো রাখার মালিক আল্লাহ।
মেয়ে দেখতে যাওয়ার ব্যপারটা মেয়েদের জন্য একটা বিড়ম্বনা।এটাকে বাদ দেয়া উচিত।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

স্প্যানকড বলেছেন: ইহা দেশের সংস্কৃতি হয়ে গেছে। বাদ বললেই বাদ হচ্ছে না। মানুষ নড়বড়ে প্রাণী হয়ে উঠছে ক্রমশ যার জন্যে দুনিয়াতে সমস্যা বেশী বাড়ছে। একদম আস্তিক হতে পারছে না আবার খাঁটি নাস্তিক! ভালো থাকবেন।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৯

হাবিব বলেছেন: জগতে বেঁচে থাকতে হলে অভিনয় ছাড়া সম্ভব নয়

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১২

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! অভিনয় পর্যন্ত ঠিক আছে কিন্তু মিথ্যে অভিনয় একদম অসহ্য! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন ।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৩

শেরজা তপন বলেছেন: যাদের বাবা নেই তারা ভীষনভাবে অনুভব করে মাথার উপরে আকাশটা হারিয়ে গেছে চিরতরে

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৪

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন তপন ভাই।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: কবিতার বাদে আপনার এমন লেখা এই প্রথম পেলাম । প্রিয় আর কাছের মানুষদের হারানোর শোক বুঝি সব সময় বুকের মাঝে থেকেই যায় । শান্তনুর বেলাতেও তাই ..

গল্পটাতে সত্যের কোন ছোঁয়া আছে? বাস্তব জীবনে থেকে নেওয়া কোন গল্প ?

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৯

স্প্যানকড বলেছেন: গল্পতে সত্য কিছু অবশ্যই আছে। লিখতে চাই মেলা কিছু কিন্তু আলসেমি লাগে তাই কবিতায় চলে যাই অল্প শব্দে বহুকিছু বলা যায়। সে যাই হোক ভালো থাকবেন এবং সুস্থ থাকুন অপু ভাই।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৩৫

নেওয়াজ আলি বলেছেন: মা-বাবা দুইজনই আছে, তাদের নিয়ে ভালোই আছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০০

স্প্যানকড বলেছেন: আপনি সৌভাগ্যবান এবং ধনী । যার মা-বাবা আছে তার আর কি লাগে বলেন ? ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাবা না থাকলে বুঝা যায় পৃথিবীটা কত কঠিন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১২

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! মানে আশা ভরসা বলতে গেলে সাহস দেবার মতন কেউ থাকে না। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.