| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
এ যাত্রায় বেঁচে গেলে
প্রেম চাইব ইশ্বরের কাছে
আর কিচ্ছু নয়
তুমি ছুঁয়ে গেলে আমায়
জেগে উঠবে শুন্য চরাচর
প্রেম দিয়ে ঘষে ঘষে
জীবনের ধুসর সমস্ত ধুলি
মুছে ফেলা যায়
তবে কেন প্রেম নয় ?
এ যাত্রায় বেঁচে গেলে
প্রেমিক হবো
অন্য কিছু নয়
প্রেমিক হতে যা যা প্রয়োজন
সেজন্য জান হাজির
আসল প্রেমিক হতে পারে কজন ?
যেখানে ইশ্বর সাথে রয়।
এ যাত্রায় বেঁচে গেলে
খুব করে চুমু খাবো
রাত দিন এক করে
তোমার সনে লেপটে রবো
রাজহংস, পানকৌড়ি
না, না,
শুধু প্রেমিক হবো
প্রেমানলে ঝাঁপ দিব দুজন
জ্বলে পুড়ে জীবন উসুল
তবে কেন প্রেম নয় ?
যেখানে ইশ্বর সদা রয়।
২৬ জানুয়ারী ২২।
২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫২
স্প্যানকড বলেছেন: অবশ্যই আবার জিগায় ! ধন্যবাদ, ভালো থাকবেন আপু।
২|
২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আসল প্রেমিক হতে পারে কতজন?
২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৪
স্প্যানকড বলেছেন: ঘটনা কিন্ত সত্য ! প্রেমিক আসলে কতজন ?
৩|
২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮
সোবুজ বলেছেন: প্রেমিক সকল পুরুষ।প্রেমিকা কম।তারা বুঝতে পারে মতলব খারাপ।
২৮ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯
স্প্যানকড বলেছেন: হা হা হা.... ভালো থাকবেন।
৪|
২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৩০
মামুinসামু বলেছেন: 
৫|
২৮ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০
স্প্যানকড বলেছেন: হা হা হা.... মানুষ এখন মুক্ত ঘরে কাম কইরা মজা পায় না !
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা প্রেম করে আমাদের দাওয়াত দিয়েন যে