নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

নাসরিন বেগমের আজকাল !

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৮

ছবি নেট ।

নাসরিন বেগমের কি যে হলো আজকাল
লিখতে পারছেন না দামী কিছু
লিখছেন বালছাল !

প্রেমের কথা উঠলে
চ্যাঁচায় খুব
বলে,
রুদ্র! রুদ্র! রুদ্র !
ভাংগতে অমন খাট পালংক
পারে নাই নাকি কেউ !
বলেন যত্রতত্র।

নাসরিন বেগমের কি যে হলো আজকাল
লুংগী নিয়ে খেলছেন বড়
খুলে গেলে গিঁট
কতটা ক্ষতি
করছেন কি সে খেয়াল ?

জেগে যাবে ঘুমন্ত শিব ঠাকুর
রেগে যাবে
গর্জে যাবে
দিবে পাড়ি
হোক যতই গভীর
নদী- নালা, সমুদ্দুর, খাল, পুকুর।

ধলা কালো চর্মে মোড়া
অনেকটার নাই কিন্তু বাকল ছাল !
নাসরিন বেগমের কি যে হলো আজকাল।

জানি,
আপনি বেঁচে থেকে মরা
নীচে উপরে বারোমাসি খরা
শুনে কয় বন্ধু দুলাল
ভাতের সাথে নিতে পারেন মরিচ ঝাল
ঝরলেও ঝরতে পারে
সদ্য গজা কাঁচা পাকা বাল!
নাসরিন বেগমের কি যে হলো আজকাল।


০২/০২/২২ তারিখটা সেইরম তাই ইয়াদ করলাম ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৬

ইকারুসের-ডানা বলেছেন: লুঙ্গী পরিধান করে লিখেছেন মনে হচ্ছে। যাইহোক পড়ে বিনোদিত হয়েছি। ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩১

স্প্যানকড বলেছেন: লুংগী খুইলা ! হা হা হা... মানে প্যান্ট পইড়া। ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৫

জগতারন বলেছেন:
মজা পাইলাম খুব।
লাইক !

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২১

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ভালো থাকবেন।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৪১

সোনাগাজী বলেছেন:



তসলীমা নাসরীন বিশ্বে পরিচিত একজন ব্যক্তিত্ব ও লেখিকা; আপনি কয়েক লাইন অপপদ্য লিখে উনাকে খাটো করার অপচেষ্টা করেছেন, ভয়ংকর খারাপ মনোভাব!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৪

স্প্যানকড বলেছেন: আমি উনাকে উৎসাহ প্রদান করিলাম যাহাতে উনি খুব দামী কিছু লিখেন। এসব উল্টো পালটা জিনিস অন্যেরা লিখিবে তাঁর মতন এত বড় পীর কামেল কেন লিখে? আমার মনোভাব সুন্দর । ভালো থাকবেন।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৫

সোবুজ বলেছেন: আপনার অবস্থান আর তার অবস্থান আকাশ আর পাতাল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

স্প্যানকড বলেছেন: তা তো আমি জানি। উনি হলেন সাহিত্যে পীর কামেল ! উনার সাথে কি যায় ! ভালো থাকবেন আর অবস্থান নিয়া হুদাই টেনশন নিয়েন না । ভালো থাকবেন।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রুদ্র কবি হিসেবে গ্রেট ছিলেন কিন্তু ব্যক্তি হিসেবে? তার চলাফেরায় ঘাপলা ছিল। যথেষ্ট কারণ ছিল তসলিমার রুদ্রকে ছেড়ে যাওয়ার।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫

স্প্যানকড বলেছেন: দুনিয়ায় সবাই ঘাপলাবাজ ! নাসরিন বেগম পীর কামেল ! উনি বাঙলা সাহিত্যের জননী তাই মাঝে মাঝে নানান কিসিমের মাল প্রসব করেন। সত্যি কি মহান ! ভালো থাকবেন।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৫

বালিশ বলেছেন:




আপনি বুদ্ধিমান দাদা। তাই দিদির কথা ভেবে পলিথিনে ভরা রসগোল্লা না চুষে একটা বালিশ নিয়ে শুতি থাকেন। মজা পাবেন। মাইরি বলছি দাদা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৩

স্প্যানকড বলেছেন: আপনি তাই করেন বুঝি ! দিদিরে মিয়া ইয়াদ কইরা আর সময় নষ্ট করতে চাই না। এরচেয়ে ভালো আপনি আমার এ কাজটুকু করে দেন। পয়সা পাতি ছাড়া এ উপকারটুকু করেন প্লিজ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.