নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
রবিন্দ্রনাথ জাতীয় সংগীতে একটা বিশাল ফাঁক রেখে গেছেন অথবা জিনিসখান ভুলে লাগাতে ভুলে গেছেন। কি ধরতে পারছেন না। আচ্ছা বলছি, ঠাকুর ভক্তরা উত্তেজিত হবেন না প্লিজ ! মাথা ঠান্ডা করুন। জায়গা মতো উত্তেজনা ঢেলে দিবেন। এনার্জি ধরে রাখেন।
যাক সেসব কথা আসি আসল কামে। রবিন্দ্রনাথ বলেছেন,
" আমার সোনার বাংলা / আমি তোমায় ভালোবাসি। "
এই খানে উনি ভুল করেছেন বা ফাঁকি দিয়েছেন। বলা উচিত ছিল
" আমার সোনার বাংলা / আমি তোমায় সত্যি সত্যি ভালোবাসি । "
আজকাল সবকিছু দূষিত ! প্রেমের বেলায় আরো। এত গভীরে আজকাল প্রেম চলে গেছে যে, বলা মুশকিল তাই মাঝেমধ্যে ভিডিও ক্লিপ হয়ে ধরা দেয়।
তো যা বলতে ছিলাম, ভালোবাসা সত্যি হতে পারে আবার মিথ্যে হতে পারে মানে লোক দেখানো। ঠাকুর যুগে হয়তো সত্যি ছিল তাই এই " সত্যি " শব্দটি উনি লাগানোর দরকার মনে করেন নি কিন্তু আজ এ শতকে লাগিয়ে নেয়া উচিত।
অন্তত ভেতরে যতই গলদ থাকুক মুখে তো বলা হবে " আমার সোনার বাংলা /আমি তোমায় সত্যি সত্যি ভালোবাসি "।
কেন এগুলা বললাম জানেন এখন কেউ সত্যি সত্যি দেশকে ভালোবাসে না। ভালোবাসে নিজেকে নিজের পরিবারকে আর তার ভেতরে জমে থাকা অসুস্থ জন্তুটা কে। অমন বিষয় নিয়ে আলোকপাত আর কি ! ইহা কি দেশপ্রেম? না, আকাম বুঝি না! সত্যি মগজে ধরে না ।
আর এসব কাজে প্রথম সারিতে আছেন দেশের নেতাগন। এরা যতই দেশকে ভালোবাসি বলুক না কেন ভেতরে ভেতরে বেশীরভাগ দস্যু ডাকাত !
মাঝেমধ্যে ভাবি দেশ স্বাধীন না হইলে ভালো হতো। কেন ভাবি জানেন যখন হিসেব করি বৃটিশ লুটেছে ১৫০/২০০ বছর এর পর পাকিস্তান কিছু বছর এখন কে লুটে চলেছে ? এর উত্তর জেনে।
সেদিন দেখলাম কোটি টাকার ব্রিজ বছর না যেতেই সিজদা দিয়ে মাটিতে পড়ে আছে। কারণ সস্তা মেটারিয়েল দিছে তাই এই হাল! মাঝেমধ্যে ভাবি কোন মন্ত্রী অমন ব্রিজ দিয়ে যাবার কালে কেন যে ব্রিজ সিজদা দেয় না বড্ড অবাক হই ! যদিও কোন ইনসানের ক্ষতি কামনা করা উচিত নয় কিন্তু এরা তো ইনসান নয় জানোয়ার !
১০০ কোটি টাকা গচ্চা গেল শুধু বুলেট ট্রেন চালু করবার পরিকল্পনায়। এরপর বছরের পর বছর প্রশ্ন ফাঁস করে দেশের শিক্ষা ব্যবস্থাকে হত্যা করা হয়েছে তাই দেশে ভারতীয় কত লোক কাজ পায় নিজের দেশের লোক বেকার ইয়া বাবা ! শিক্ষা মন্ত্রী এতে একটু বিচলিত ছিলেন না। এমন কি দুঃখিত শব্দটা পর্যন্ত বলেন নি !
আরেকটা বিষয় দেশে লক্ষ্যনীয় এই যে,আওয়ামীলীগের আমলে আওয়ামী প্রেমি কয়েক লাখ গুন বেড়ে গেছে। ১০/১৫ বছর আগেও এসব আওয়ামী প্রেমির মুখ দেখি নাই। এখন দেশের সব আওয়ামীলীগ ! দেশপ্রেমিক ! ইহা বড় বিপদের লক্ষণ।
আল্লাহ না করুক যদি কোনদিন আওয়ামীলীগ ক্ষমতা হারায় দেখবেন কি সিনারি ! যে মুখ গুলি এত এত মুজিববাদ বা হাসিনা প্রেমি না এরাই তখন গালি দিয়ে অন্য কথা বলবে ১০০ ভাগ আমি নিশ্চিত !
দেশকে যদি তারা ভালোবাসতো তাহলে দেশের এত টাকা বাইরে পাচার হতো না। বেগমপাড়া গড়ে উঠতো না। কে কারা মানি লন্ডারিং করে সরকার কি ধরতে পারে না ? নাকি ধরবার ক্ষমতা নাই ?
এই যে এফ ডি সি আছে সেখানে কয়টা মান সম্মত ছবি হয় ? সব অভিনেতা এখন রাজনীতিবিদ ! কেন ? উত্তর ছবি করে আর কয় পয়সা আসবে ? এর চেয়ে রাজনীতি কর মুজিববাদ আর হাসিনা প্রেমি হয়ে লুটে নাও ! এইতো চলছে।
অবস্থা এমন মুখে তো কালেমা পড়ছি এখন যত খুশী ঘুষ খাও, সুদ খাও চিন্তা কম ডু ফুর্তি !
তাই বলছিলাম লাইন টায় " সত্যি " শব্দটা যোগ করে দিতে যদি এতে হুশ হয়। হবেনা ২০০ ভাগ নিশ্চিত থাকুন। চোর ডাকাত কচুরিপানার মতন বেড়ে যাবে নিশ্চিত থাকুন।
আমার সোনার বাংলা
আমি তোমায় সত্যি ভালোবাসি ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৬
স্প্যানকড বলেছেন: এ মাল চেখে দেখার সৌভাগ্য হয়নি জনাব ! ভালো থাকবেন।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সকালে ঘুম থেকে উঠেই তাড়ী খাইছেন মনে হয়
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৮
স্প্যানকড বলেছেন: ভাইজান আমি তাড়ী খাই নাই। মনে হয় আপনি খেয়েছেন নইলে একই কথা দুইবার কেন বলেছেন। ভালো থাকবেন সব সময়।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৯
স্প্যানকড বলেছেন: হুম, একদম ! ভালো থাকবেন।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪০
নতুন বলেছেন: ধান্দাবাজেরা সব সময় ক্ষমতার কাছে থাকতে চায়। তাতে মজা বেশি। তাদের দিকে আঙ্গুল তুললে তারা ক্ষেপে যাবে খুব অল্পতেই
কিন্তু ভালো নেতার এই জিনিস খেয়াল রাখতে হবে যাতে সত্যিকারের দেশপ্রমিক নেতারাই দলের দায়ীত্বে থাকে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫১
স্প্যানকড বলেছেন: হুম, সেটাই নইলে ক্ষমতার ঘুড়ি বকাট্টা ! ধন্যবাদ, ভালো থাকবেন।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৭
সাসুম বলেছেন: সবাই সিজনাল মুজিব প্রেমী এখন। দেশে এখন সবাই হাসান মাহ-মদ এর মত আ-লীগ। আজকে ৭১ আর শেখ মুজিব বিক্রি করে সবাই খায়। কোন একদিন ক্ষমতা থেকে যাক এরপর দেখা যাবে কি হয়। আমাদের এই ব্লগে এমনও মুক্তিযোদ্ধা আছেন- যিনি মুক্তিযুদ্ধের বিশাল কাহিনী লিখেন, সেখানে দুনিয়ার সবাই আছে খালি থাকেনা শেখ মুজিব। এটা ৭৫ এর পর হয়েছে, সেটা কাভার দিয়েছে শেখ হাসিনা ২০০৯ এ ক্ষমতায় এসে।
এবার ক্ষমতা থেকে গেলে- আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা সব মুছে ফেলবে একদম দেশের মাটি থেকে এবং সেই কাজ করবে এখন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নামধারী লোকেরাই। কারন- যখন যেদিকে টাকা সেদিকে নীতি আর আদর্শ ঝুকে পড়তে হয়। কারন এখন আদর্শ, ধর্ম, সভ্যতা, সততা, ভাল কাজ এসবের বালাই নেই- একমাত্র বালাই আছে টেকার আর ধান্দার।
জয় ধান্ধাবাজ বাঙ্গাল ।
পোস্টের সাথে সহমদ জানাইলাম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৫
স্প্যানকড বলেছেন: একদম সত্যি বলেছেন। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: হায় হায় এমন ভুল ধরলে তো ভুরিভুরি ভুল বের হবে ভাইয়া কি সর্বনাশ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৭
স্প্যানকড বলেছেন: হা হা হা.... সর্বনাশ যা হবার হয়ে গেছে। এখন দেখার পালা। ভালো থাকবেন।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১
জ্যাকেল বলেছেন: হেডলাইন দিয়ে যদি সিরিয়াস কিছু বুঝাইতে চান (জাস্ট স্যাইং)
রবীন্দ্রনাথ ঠিকই করে গেছেন, উনি সহজ সরল ভাষা (ইহার চেয়ে উত্তম নাই) তাহাই ব্যক্ত করে গেছেন। এই কারনেই উনার নোবেল পাওয়া সার্থক হইয়াছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৫
স্প্যানকড বলেছেন: শিরোনাম কিচ্ছু না কাহানী তো ভিতরে । আমি তো বলেছি, সে আমলে ভালোবাসা সত্যি ছিল এখন মিথ্যে তাই বর্তমানে সত্যি শব্দটা যোগ করতে বলছিলাম। ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সকালে ঘুম থেকে উঠেই তাড়ী খাইছেন মনে হয়