নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বি - টু স্পিরিট !

০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:১৭

ছবি নেট৷।

আমি যে কবিতাখানি লিখেছি তা স্রেফ একটা প্রেমের কবিতা। নর নারীর একান্তে মিলিত হবার কবিতা। তাদের ভেতরে যে গোপন বাসনা কামনা থাকে তা খোলাখুলি করে বলা এই যা।

আসলে ভাবলাম একটা ভুমিকা দিয়ে শুরু করা ভালো নইলে আজকাল যা চলছে বা যে দিনকাল চলছে লিখবেন এক ম্যাংগো  পাবলিক বুঝবে আরেক মানে কি আর কমু !

এইতো কথা সাহিত্যিক আনিসুল হক সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন এমন

" তোমার কাছে এ বর মাগি
মরণ হতে যেন জাগি ! "  ( গানের সুরে ) ।

এখন তথাকথিত কিছু ম্যাংগো পাবলিক ঐ প্রথম লাইনের " মাগি  " শব্দটা পড়ে কমেন্টস করা শুরু করছে। ব্যাটার বুইড়া বয়সে ভীমরতিতে ধরছে ! অসভ্য ! মেয়েকে বুঝি এসব গান শোনান ইত্যাদি হাবিজাবি কত কি ! অথচ নিরীহ বেচারা আনিসুল হক কিন্তু রবিন্দ্রনাথের গানের কলি দুটি লিখেছেন। তাও আবার বলেছেন, গানের সুরে। রবিন্দ্রনাথ লিখে পায় নোবেল ! আর বেচারা আনিসুল হক লিখে খায় গালি। হায় খোদা ! এ কেমন বিচার ?

আমিও জানি আমার আজকের কবিতা খানি পড়ে হয়তো তথাকথিত কিছু ম্যাংগো ব্লগার বা জনৈক কেউ বলবেন  " পর্ণ  " এরোটেক কবিতা  " ইত্যাদি মন্তব্য করবেন। আবার কেউ কোন মন্তব্য না ও করতে পারেন।

তা বলছি সাধু !  আপনি কি মা বাবার ঘরে ফুলে ফুলে বাড়ি খাইলে যেমনে মুভিতে বাচ্চা হয় দেখায় ঐ পদ্ধতিতে জন্মেছেন ?
যাক সেসব চলেন, কবিতায় মনোনিবেশ করা যাক।



দস্যি মেয়ে !
পড়ন্ত বিকেল
গরমে তেতে পুড়ে আছে
তোমার হ্যান্ডলুম ব্লাউজ
চুলে গায়ে লেগে আছে শহুরে ধুলো কণা
মুখে জমা বিন্দু বিন্দু ঘাম
যা তুমি শাড়ির আঁচলে মুছে চলেছ অবিরত
দরজায় ঝুলে থাকা দীর্ঘদিনের তালা ব্যবহৃত
শ্যামল বর্নের তোমার নিখুঁত হাত 
নাই যাতে কোন ক্ষত ।

চাবি ঘুরিয়ে বন্ধ দরজা ঠেলে
যেই দেখবে
ভেতর ঘরে আমি শুয়ে
জানি তুমি,
চমকে যাবে
ভরকে যাবে
এ মা ! সেকি !
দ্রুত ভয় দূর করার বাঙালি মন্ত্র
বুকে পড়বে বেশ কিছু থুথু
জানো,
দৃশ্য টা আমি প্রতিক্ষণ মগজে আঁকি
সুই সুতো দিয়ে শক্ত করে বাঁধিয়ে রাখি। 

তোমার বিস্ময়কর সেই চাহনি
দরজা তো ছিল বন্ধ !
ভেতরে কি করে এলে?
আমার পুরনো উত্তর প্রেম থাকলে মনে
সব তালাই চাবি ছাড়া খোলে !

অতঃপর
অতঃপর
তোমার শরীর ঘেঁষে
একদম মাতালের মতন
প্রেমের পংক্তি গুলি আউরে যাব
বিশ্বাস করো
বিশ্বাস করো
এই যে গা ছমছম অস্থিরতা ঘিরে রেখেছে
খুব গিলে খাচ্ছে পা থেকে মাথা মগজ
বেমালুম ভুলে যাবে ওসব
কথা দিচ্ছি
পাক্কা গ্যারান্টি !

দস্যি মেয়ে !
মন দিয়ে শোন
শুধু ঠোঁট দুটি
বি - টু স্পিরিট বোমারু বিমান বানিয়ে
না হয় উনা পেটেই
নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে
বেপরোয়া হামলা করো !

২ মার্চ ২২। বুধবার ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৪৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: মাগি আর মাগী শব্দ দুইটি যেমন আলাদা, অর্থও সম্পূর্ণ আলাদা।

কবি-সাহিত্যিকদের একটা সুবিধা আছে। একই গল্পের আগে "ছোট গল্প" আর "পানু গল্প" টাইটেল সব কিছু বদলে দেয়। "ছোট গল্প" লিখলে সেটা হয়ে যায় সাহিত্য, আর "পানু গল্প" লিখলে সেটা হয়ে যায় পর্ণ। কন্টেন্ট একই।

ফটোগ্রাফারদেরও এই সুবিধা আছে। কারও উলঙ্গ ছবি তুলে একটু ডার্ক, একটু এডিটিং করলে সেটা হয়ে যায় আর্ট; আর প্লে বয়ের মত ম্যাগাজিনে গেলে হয়ে যায় পর্ণ।

ফিফটি সেডস অফ গ্রে একটা মুভি হলেও পর্ণ সাইট গুলার কোনটিই মুভি নয়!

আপনিও আপনার কবিতাকে সাহিত্যের পর্যায়ে নিয়ে গিয়েছেন প্রথম ভুমিকা দিয়ে।

০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:৫১

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! আসলে একটা ব্রান্ড হয়ে গেলে ওসব আর ধুপে টিকে না। সব চালায় দেয়া যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৪৬

নতুন বলেছেন: আমার পুরনো উত্তর প্রেম থাকলে মনে
সব তালাই চাবি ছাড়া খোলে !


অতঃপর
অতঃপর
তোমার শরীর ঘেঁষে
একদম মাতালের মতন
প্রেমের পংক্তি গুলি আউরে যাব
বিশ্বাস করো
বিশ্বাস করো


++ ভালো লাগছে এই লাইন গুলা

০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:৫২

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। খুব খুব ভালো থাকবেন সব সময়।

৩| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

সোবুজ বলেছেন: সাহিত্যের ধরন আছে।সাহিত্যের জন্য সাহিত্য এটা একটা ধরন।আবার কিছু সাহিত্য আছে সমাজকে সামনে এগিয়ে নেবার,বা সমাজকে কুসংস্কার মুক্ত করা।দুটিই সাহিত্যের অংশ।যে যেটা গ্রহন করে।

০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫০

স্প্যানকড বলেছেন: হুম, সহমত পোষণ করছি তবে ইদানীং সাহিত্য অন্যদিকে চলে যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.