নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
তোমার কাছে আসার আগে মেলা প্রস্তুতি চলে। প্রথমে ভালো কইরা ডইলা ঘইষা হালাল সাবান দিয়া গোসল কইরা আসি।
গোসল সেরে পুরুষদের পারফিউম চলে গোটা শরীরে। তোমার কাছে আসার আগে ত্যাল ফ্যাল তেমন উঠেনা চুলে কারণ আউলা ঝাউলা আমারে দারুণ সেক্সি লাগে ! যা তোমার চোখ, মুখ, ঠোঁট বরাবর বলে । এরপর সাহসে কেমনে কুলায় যে, হাত বাড়াই ত্যালের দিকে !
গালের কাঁচা পাকা দাড়ি এবং আরো অবাঞ্চিত যেসব আছে লোম তাও কামাই ! তোমার নাকি চকচক গাল চুমাইতে চুমাইতে লাল করতে ভীষণ লাগে! আমি তাই নিঁখুত ক্লিন ম্যান। অবশ্য তুমিই তো কইবা আমি নিখুঁত কতদূর ? আর কতোটা ধূর !
তোমার কাছে আসার আগে গলির দোকান থাইকা কিছু জরুরী সদাই-পাতি ও লই। এই যেমন, গোটা কয়েক সিগারেট, প্রজাপতি মার্কা দিয়াশলাই, চুয়িং গাম, ডার্ক চকোলেট আর ভীড় কমলে আওয়াজ কমাইয়া ছোট একখান খাকি ঠোংগায় এক বাক্স চিতাবাঘ ভইরা প্যান্টের পকেটে রাইখা বিড়ি ফুঁকতে ফুঁকতে বাড়তি উত্তেজনা লইয়া তোমার ঘরের সামনে থামি। কলিংবেল চাপি। জং পড়া ছিটকানি বন্ধ করে ৪২০ বিদ্যুৎ হইয়া জ্বলি।
আসলে তোমার কাছে আসার পর আইজ পর্যন্ত কখনো মনে হয় নাই " এইডা আমি কই আইলাম বা কার কাছে আইলাম ? " মনে হয় স্বর্গ ছুঁইলাম ! যেদিক দিয়া যাই ওদিক দিয়া সুখ ! এত সুখ জ্যান্ত মরার দশা ! আসলে সত্যি তোমারে ভালোবাসার পর সব আমার তোমার হইয়া যায় যা এক তেলেসমাতি কারবার !
২| ০৫ ই মে, ২০২২ সকাল ১১:১৫
স্প্যানকড বলেছেন: আপনার কি তাই মনে হয় ? হলে খারাপ কি ! ধন্যবাদ পরথম মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
৩| ০৫ ই মে, ২০২২ দুপুর ২:১১
বিজন রয় বলেছেন: আঞ্চলিক ভাষায় লিখলেন, এটাও একটা বিষয় বটে।
০৬ ই মে, ২০২২ রাত ২:০৭
স্প্যানকড বলেছেন: সব ভাষাই সেরা । ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ০৫ ই মে, ২০২২ রাত ৮:২৪
মিরোরডডল বলেছেন:
Sorry mate, এই লেখাটা একটা অখাদ্য হয়েছে ।
একটুও ভালো লাগেনি । টেস্টলেস
০৬ ই মে, ২০২২ রাত ২:০২
স্প্যানকড বলেছেন: মাঝে মধ্যে অখাদ্য দিতে হয় নইলে একঘেয়েমি আসে। ধন্যবাদ, ভালো থাকবেন।
৫| ০৫ ই মে, ২০২২ রাত ১১:২২
শায়মা বলেছেন: হা হা লেখার চাইতেও মন্তব্যগুলা পড়ে হাসলাম আরও বেশি।
০৬ ই মে, ২০২২ রাত ২:০৩
স্প্যানকড বলেছেন: হাসি স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার ! ঈদ মোবারক । ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২২ সকাল ১০:৪৮
সোনাগাজী বলেছেন:
সামুতে নতুন পাঠক আনার ভার নিয়েছেন নাকি?