নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ঘুড়ি ....

০৬ ই মে, ২০২২ রাত ২:১৭

ছবি নেট ।

স্বপ্নের খোঁজে দেখি তোমায়
বাঁধি সীমাহীন ভালোবাসায়
দাও কিছু সুখের বৃষ্টি
ভিজি আমি
উড়াই দিগন্তের নীলিমায়
তোমার নামে স্বপ্নের এক বিশাল ঘুড়ি ।

৫ মে ২২।

বিদ্র ঃ

যদিও আসল তারিখ মনে নাই তবে এইটা ছিল প্রথম আমার কবিতা লিখা। তারপরে থেকে চলছে তো চলছে থামা থামি নাই। কবিতাখানি খুব ছোট। তবুও ইহা এখানে আমার নিকের সাথে জুড়ে দিয়েছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৯

বিজন রয় বলেছেন: আপনার প্রথম কবিতা!!
দারুন স্মৃতি।

ছবির মেয়েটার মুখ একজন মেয়ে ব্লগারের মুখের সাথে মিল আছে।

২| ০৬ ই মে, ২০২২ বিকাল ৪:০০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ রয়। এখানকার কোন ব্লগারকে সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। কার সাথে মিল আছে যদি উহা বলিতেন ? যাকে উদ্দেশ্য করে বলেছেন তিনি হয়তো শুনে খুশী হবেন। ভালো থাকবেন।

৩| ০৬ ই মে, ২০২২ রাত ১১:৩৪

সোনাগাজী বলেছেন:


দেখছি, কবিতা থেকে ছবির মুল্য বেশী!

০৭ ই মে, ২০২২ রাত ১:০০

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! একটা হলেই হলো কবিতা মাথা নোয়ায় না । হা হা হা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.