নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
আজকাল তুমি অনেক কিছুই বোঝো
শুধু এইটুকুন বুঝতে হয় কষ্ট
তোমার জন্য আস্ত আমি এখনো জ্যান্ত !
হাত দুটি খুব সাবধানে আগাই
যদি তোমারে পাই
মিলেনা কিছুই
চারপাশ জুড়ে
শূন্যতা আর হতাশার ছাই
জিওল মাছ এর মতন ছটফটাই।
আজকাল তুমি কথা বলো কম
আমার তো যায় দম
সময় হলে
এদিকে মন দিও
তোমারে নীচে উপরে চারপাশে
চব্বিশ ঘন্টা যে চাই !
২৬ মে ২২।
২৬ শে মে, ২০২২ রাত ৮:৫৪
স্প্যানকড বলেছেন: টিকা তো আমার কাছে ! বুঝেন নাই ব্যাপারটা !
২| ২৭ শে মে, ২০২২ সকাল ১০:১৯
শেরজা তপন বলেছেন: বেশ তো!
ঘুম টুম বাদ নাকি
২৭ শে মে, ২০২২ রাত ৮:৫৬
স্প্যানকড বলেছেন: সব শুদ্ধ উধাও ! ভালো থাকবেন। ধন্যবাদ।
৩| ২৭ শে মে, ২০২২ রাত ৯:১০
মিরোরডডল বলেছেন:
পুরো কবিতা ভালোই ছিলো কিন্তু লাস্টে এসে ধাক্কা খেলাম ।
নীচে ওপরে এইটা না বলেও অন্য কিছু বলা যেতো মনে হয় ।
তোমারে দিবস রজনী প্রতি মুহূর্তে
চব্বিশ ঘণ্টা যে চাই
অথবা
তোমারে ঘুমে জাগরণে প্রতিনিয়ত
বুকের মাঝে যে চাই
ইন্টারফেয়ার করলাম বলে রাগ করবে না যেনো ।
৪| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:৫৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ডল, হুম দেয়া যেতো কিন্তু উহা রবি বাবুর মতন হয়ে যেতো বা অন্য কারোর মতন কিন্তু আমি যে আমার মতন করে লিখি। ধাক্কা খাওয়ার কিছু নাই। একটা হিন্দি গান মনে পড়ছে " জোর কা ঝাটকা হায় জোরছে লাগা ! " হা হা হা... ভালো থাকবেন ডল।
৫| ২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৩৭
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আজকাল তুমি কথা বলো কম
আমার তো যায় দম
বুকের মাঝে বাজে মাদল
তোমার আমার পৃথিবী গোল।
আপনার দুলাইনের সাথে আমার দুলাইন মেলানোর ব্যর্থ চেষ্টা। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
২৯ শে মে, ২০২২ রাত ১:০২
স্প্যানকড বলেছেন: ভালোই বলেছেন । ধন্যবাদ ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২২ বিকাল ৫:৪৩
সোনাগাজী বলেছেন:
কোভিড সমস্যা