নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
পাশের রুমে যাও
কথা আছে বাড়তি
কিছুটা ভিন্ন
এখন যে মাঝ রাত্রি।
বাবা ঘুমায়
মা দিচ্ছে কাশী
অল্প আওয়াজ
জোরে হয়
লাগছে ভীষণ ভয়।
কই যাও
একটু দেখি
আমতা আমতা করছ কেন
পরাণ আমার যায় যেন।
চুপ!
কথা বলো বেশী
দিলাম তুলে ছিটকিনি
দেখে নাও জলদি।
আরেকটু কাইত
একটু সোজা
এখন আছে ঠিক।
কি বুঝলা ?
দেখতে কেমন ?
মাঝারি সাইজের বল যেমন !
ছিঃ !
বড্ড দুষ্ট
লোভী তোমার দৃষ্টি
এখন তবে ছাড়ছি
আরে!
আরে!
এইটুকুনে কেমতে আসে তুষ্টি !
৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
২| ৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সাউন্ড প্রুফ বেড রুম দরকার।
৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২০
স্প্যানকড বলেছেন: আজকাল সাউন্ড প্রুফ লাগে না। পোলাপান এমনিতেই রাত বাড়লে গার্ল ফ্রেন্ড রে খোচানি দেয়। এই টুকুন যন্ত্র কত আকামের যে স্বাক্ষী ! ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১:০১
কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম কবিতা। ভালো। শুভ কামনা।