নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
অদ্ভুত সুন্দর এক স্বপ্ন দেখবো বলে
চোখ বুজে ছিলাম
জেগেই দেখি সব ছারখার।
অদ্ভুত এক প্রেম পাবো বলে
বুক গহিনে নাম তোর
বুনেছিলাম শত সহস্র গোলাপ।
আজ বইছে উত্তরের হাওয়া
খুব যতনে ছড়িয়ে আছে কাঁটা
এ কাইত ও কাইত হলে ভীষণ জ্বালা।
মনে রাখিস
রাখিছ মনে,
অত জানি না ছলাকলা।
হুল ফুটিয়ে
কৃষ্ণচুড়ার রং এ লিখে নিব
এ শতকের সবচেয়ে দামী কবিতা !
আমি যে,
পাগল প্রেমিক বল্লা ।
২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
২| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাগল প্রেমিকের কবতে ভালো হয়েছে
২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১২
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ আপু। ভালো থাকবেন খুব।
৩| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৪
রানার ব্লগ বলেছেন: পাগল প্রেমিক বল্লা
যদি ফোটাস হুল
ভাঙ্গবো তোর কল্লা
২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৪
স্প্যানকড বলেছেন: বল্লা ফুটাবে হুল
নেইতো এতে এক চুল ভুল । হা হা হা.... ভালো থাকবেন খুব।
৪| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
পোড়া বেগুন বলেছেন:
অসাধারণ!
২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
৫| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৮
অপ্সরা বলেছেন: বল্লারা কি পাগল প্রেমিক হয় নাকি?
বাহ বাহ বল্লা প্রেমিক ভালো থাকুক।
২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৬
স্প্যানকড বলেছেন: প্রেমিকের কোন গন্ডি নেই সর্বত্র বিরাজমান। পাগল প্রেমিক বলেই হুল ফুটায় !ধন্যবাদ, ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় অনুভব কবি দা