নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মুখ্য উহ্য !

২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯

ছবি নেট।

আজকাল বহু পুরুষ মুখে না বলুক কিন্তু অন্তরে তাদের নাকি ঠিকই বাজে " বউ চাই দ্বীনদার সেক্সি ফিগার এর কচি বয়সের মেয়ে ! "

এ পাওয়ার আশায় হারাম হালাল কেউ মানছে না। কারণ পয়সা পাত্তি থাকলে মেয়ে মানুষ নাকি সহজে পটে ! আর যাদের মেলা পয়সা পাত্তি আছে তারা কচি সুন্দরী নারীদের নিজেদের শরীর এর খিদা মিটাতে দামী ফ্লাট গাড়ি দিয়ে পুষতে থাকে।

সমাজে ইহা একটি ব্যাধির মতন ঝেঁকে বসেছে। এর থেকে সমাজ আর কোনদিন বের হতে পারবে কি না সন্দেহ। সামনে আলু পটল থেকে অন্যান্য জিনিসের দাম যেভাবে বাড়ছে তাতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। এর মাঝে গরীব এর ছেলের স্বপ্ন পাড়ার মেয়ে সুন্দরী সেক্সি জরিনা থাকলেও হাতে আর আসছে না। শুধু অন্য উপায়ে মনকে শান্তনা দেওয়া ছাড়া উপায় নাই। ওদিকে হুনুমানের বয়স শেষের দিকে কিন্তু পয়সার জোরে জরিনাকে ঠিকই পেয়ে যাচ্ছে। ভরসা নাকি কলিকাতা হারবাল !

যাদের পয়সা পাত্তি আছে তারা রাজনীতির সাথে যুক্ত। এরা উহার মাধ্যমে আরও পয়সা পাত্তি কামাই করে। আমার এলাকায় দেখছি নতুন নতুন বাড়ি বাড়ছে গাড়ি বাড়ছে সাথে সাথে এ দেখছি গরীব ও বাড়ছে। যাদের সম্পদ বাড়ছে তারা কোন না কোন রাজনীতি নেতার সাথে লিংক রাখছে। আমাদের দেশে বড় বড় রুই কাতলা হাংগর তিমির সাথে লিংক না থাকলে নাকি জীবনের কিছুই হয়না ইহা কিন্তু শতভাগ খাঁটি সুরেষ সরিষার তেলের মতন।

একটু রাজনীতিক খুরচা আলাপ সেরে নিলাম আর কি যা আমাদের রক্তের সাথে মিশে গেছে। এ আলাপ ছাড়া কোন আড্ডা জমেই না। আমার এক দোস্ত কিছুই পায় নাই জীবনে। জরিনা থেকে টাকা ! তাই খিস্তি দিয়া কয় " খানকির রাজনীতি করলেই ভালো হতো এতদিনে কোটি থেকে জরিনার পতি বনে যেতাম !  "  আমার হাসি আটকাইয়া রাখি কারণ কারো বিপদে হাসা বারণ ।

যাক ছিলাম পুরুষের শুধু নারীর শরীর মুখ্য ভেতরে যে একটা মানুষ থাকে উহা কেন উহ্য ? নারীদের শুধু পুরুষের সম্পদ অর্থ মুখ্য ভেতরে যে একটা পুরুষ হৃদয় থাকে উহা কেন উহ্য ?  জবাব কে দিবে? কে? কে? কে? হা হা হা....

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬

অপ্‌সরা বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ঃ
পূর্ণিমা-চাঁদ যেন ঝল‍্সানাে রুটি।।




হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝংকার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো।
প্রয়ােজন নেই কবিতার স্নিগ্ধতা—
কবিতা তােমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ঃ
পূর্ণিমা-চাঁদ যেন ঝল‍্সানাে রুটি।।

২৫ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২২

স্প্যানকড বলেছেন: হুম, দুনিয়া সেদিকে এগুচ্ছে এতো খিদা মানুষের ! ধন্যবাদ আপু কবি সুকান্ত কে আবার মনে করিয়ে দিলেন। ভালো থাকবেন খুব।

২| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮

শাওন আহমাদ বলেছেন: ভালো লিখেছেন।

২৫ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৩| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর মেয়ে সব পয়সাওয়ালাদের দখলে।

২৫ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৩

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! ধন্যবাদ।

৪| ২৫ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩২

পোড়া বেগুন বলেছেন:
আপনার লেখা বরাবরই ভালো!

২৫ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৫| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৮

জ্যাক স্মিথ বলেছেন: মানুষের মুখে এক আর আন্তরে আরেক।
এই দেশে দুই ধরণের মানুষ বসবাস করে ১: রাজনীতি করে ২: রাজানীতি করে না।
১ নং ২ নং দের কোন না কোনভাবে শোষণ করে জীবিকা নির্বাহ করে।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩১

স্প্যানকড বলেছেন: এহন ধান্ধাবাজ বেশী মানুষ এর সংখ্যা খুব কম। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৬| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: মানুষ কেন এমন স্বপ্ন দেখছে? কারণ আমরা চারপাশ থেকে এমনভাবে ভাবাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। প্রতি বছর আমরা সবচেয়ে কামনাময়ী নারী নির্বাচন করি, তার ঢংচং প্রকাশ করি। ওটা দেখে কারও আগ্রহ জন্মালে সেটাকে আবার খারাপ চোখে দেখি। কেন ভাই?

৭| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৬

স্প্যানকড বলেছেন: নারীদের খুব সুকৌশলে নগ্নতার মতো ব্যাপারে আগ্রহ যাতে বেশি হয় সেই ব্যবস্থা করে দিচ্ছে সোসাইটি ! অবাক হবো না যে এ দেশে নগ্নতা একটি স্বাভাবিক ব্যাপার হলে। যেখানে গোটা পরিবার এক সাথে বসে চিকনি কামিনী গান শুনে এবং দেখে এনজয় করে ! নষ্ট আর কতদূর ? ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৮| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ২:৩৯

কামাল৮০ বলেছেন: নারী শুধু রাজনীতিবিদ না ধর্মগুরুদেরও চাই। এক হুজুর রিসোর্টসয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে।

২৬ শে আগস্ট, ২০২২ ভোর ৬:৩৪

স্প্যানকড বলেছেন: নারী নিয়া ক্যান যে এতো কাড়াকাড়ি ! হা হা হা..৷ ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.