নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
ভালোবেসে কখনো হইনি ফতুর
বরং হয়েছি চতুর
এখন বুঝি,
কখন খুলতে হয় শাড়ী
বলতে হয় কখন আড়ি!
ভালোবেসে কখনো হইনি ফতুর
বরং কবিতা ছুঁয়েছি
ছন্দে ছন্দে বুনেছি
চার চোখ
চার ঠোঁট
কেমন করে মাতলামি।
২৭ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
স্প্যানকড বলেছেন: হা হা হা.... ধন্যবাদ মন্তব্যের জন্য। হুম, ফতুর কেন হবো? দিন বদলাইয়া গেছে। ভালো থাকবেন খুব।
২| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১১
অপ্সরা বলেছেন: কত শত কবিতা জমেছে কবিভাইয়ু!!!!!!!
এইবার বইমেলায় বই ..... তাই না?
২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৬
স্প্যানকড বলেছেন: তাই লাগবেই বই ! ডর লাগে তো। বেশ মেলা জমে গেছে। কবিতা ছাড়া আমি ফুলটাইমার বেকার ! হা হা হা ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৩| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫২
অপ্সরা বলেছেন: বেকার!!!
তুমি না জব করতে???
২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৮
স্প্যানকড বলেছেন: জব তো আছে কবিতা ও আছে। বলছিলাম, একদম কবিতা ছাড়া আমি ফুলটাইমার বেকার। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক তো, আমারও এই কথাই।