নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হে নারীকুল ! প্রেমিক ভাবিয়া করছেন ভুল।

৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:০৩

ছবি নেট।

যে নারী গোপনে ধরেনি
কারো হাত
সস্তায় পেতে দেয়নি
ঠোঁট, মুখ,নিতম্ব,যোনী, বুক
সেও বলে,
প্রেম কেমন তুই ?
আসিস তো একবার
সুখ পাবো তো জুতসই !

যে নারী কোনদিন কোনদিন
করেনি টু শব্দ
মেনে নিয়েছে যন্ত্রনা অসহ্য
সেও বলে,
মরার প্রেম !
খুবলে খুবলে কত খাবি
কত আর পথ চিনাবি।

যে নারী শুধুই চিনে
প্রেম মানে শরীর
অর্থকড়ি, গাড়ি, বাড়ি
ওরাই সুখী
ওরাই উড়ায় স্বপ্নের ফানুস।

দরকার নেই তো প্রেম করার
দরকার নেই জলদি ফুরাবার
দরকার নাই রাত দুপুরে
পুড়ে পুড়ে জ্বলবার।

হে নারীকুল, 
আপনারা জেনে রাখুন,
প্রেমিক ছিলাম
বিষে বিষে আজ আগুন
চাইছি না প্রেম
ও রাস্তা পকেট ভারীর দলে এখন
যদিও
মিছে নয় বসন্ত ফাগুন ! 

যতই টানুন
ডাগর চোখ
খোলা থাক ঠোঁট, বুক
অথবা হোক যতই
ভর বৃষ্টি ভেজা রাত
ফিরছি না সহজে
ভীষণ আছি তেতে
ভীষণ আছি বেঁকে
দেখা পাবেন
মিলিত হবেন
একমাত্র কবিতাতে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:১৩

সোনাগাজী বলেছেন:




আপনার হৃদয়ে প্রেম আসেনি মনে হয়; আপনি যা লেখেন, এগুলো কেমন যেন জীবনের কবিতা নয়।

৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৭

স্প্যানকড বলেছেন: প্রেম আসে যায় ! এই অস্থির সময়ে এর বেশী কি আর বলা যায় ! জীবনানন্দ বাবু বলেছেন, প্রেম ধীরে ধীরে মুছে যায়। আমি বলি, প্রেম ধীরে ধীরে রুপ বদলায়। হা হা হা... ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩০

রবিন.হুড বলেছেন: প্রেম কারে কয়? ভালবাসা আর প্রেম কখন এক হয়?

৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৫

স্প্যানকড বলেছেন: সবই এক খালি বিজলি বাত্তি বন্ধ কইরা দেহেন ! ভালো থাকবেন। ধন্যবাদ।

৩| ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব পেতে দেওয়ার পরও কয় সে প্রেম করেনি।

৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৬

স্প্যানকড বলেছেন: ইহাই আসল প্রেম যা মজনু মিয়া ধরতে পারেনি ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.