নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ঝুঁকে গা নেহি শালা !

০৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৯

ছবি নেট।

গতকাল সারাদিন মগজ থেকে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা ব্যাপকভাবে প্রচার হয়েছে বা ভাইরাল হয়েছে সে নিয়ে লিখছি। আশাকরি সবাই ধরে ফেলেছেন।কাজের চাপে লিখি লিখি করে লিখা হয়ে উঠে নাই । তাই এই শীতের রাতে হালকা মুতে লিখতে বইলাম।

কয়েকবার লেখার কৌশিস করছি সময় পাই নাই। ইদানীং মোবাইলের কীবোর্ড আর রিমোট টিপে দিন যায়। আরও কতকিছু টিপতে ইচ্ছে করে। পারি না অত শক্তি সাহস যে নাই।

যাক আসল কথায় আসি এই যে, কাদের ভাই স্মার্ট বলার সাথে সাথে আনস্মার্টের মতো একটা ঘটনা ঘটে গেল। ছিঃ ! এ বয়সে যদি কোমড়টা যেতো ! ভাবা যায়। তাহলে অফিসে বসে এতো ছবি তুলে ফেসবুক কে ভরে দিত। কে? কে?

দুঃখ কইরেন না কাদের ভাই হালার পুতেরা মাল খাইছে ঠিকই কাম করে নাই। পঁচা বাঁশের মঞ্চ করছে। তদন্ত কমিটি গঠন করেন জলদি। যাক তিনি আবার উঠে দাঁড়িয়েছেন। সাবাস ! ঝুঁকে গা নেহি শালা ! উনি বলেছেন, কর্মী চাই এতো নেতার কাম নাই । কথা সত্য দেশে এতো নেতা বেড়ে গেছে যে এতো মশাও দেশে নাই।

এবার একটু অন্য দিকে ঘুরি অবশ্য কিছু নেতা আছে সকলে না। যারা দেশপ্রেম দেশপ্রেম এতো বেশী রোজ উচ্চারণ করেন যে, এতোবার আল্লাহর নাম নেয় না। এগুলা হইলো বান্দর! মিচকা শয়তান! একদিকে দেশপ্রেম দেখায় অপর দিকে দেশের সম্পদ অর্থ উজাড় কইরা কানাডা আমেরিকায় ঘর বাড়ি বানায়।

এই পর্যন্ত লিখার পর আরেকটা চিন্তা মগজে টোকা দিল যদি ধরেন আল্লাহ না করুক বি এন পি জামাত ক্ষমতায় আসে তাইলে কি দেশের উজাড় হওয়া অর্থ সম্পদ দেশে ফেরত আসবে?? কি কন আপনারা?? আমার মনে তো হয়না । যে মাল গেছে উহা ফেরত আসিবে না এই শর্তেই গেছে।

একটা জোকস মনে পড়ে গেল। এক কৃপণ রাস্তায় কুড়িয়ে আখ পেয়ে চুষতে শুরু করছে কিছুই না পেয়ে বলছে, " হালার পো দুনিয়ার কিপটা একটু রস ও রাখে নাই ! "

যাক সেসব কথা। কাদের ভাই এর সামনে মুন্নী সাহা ছিলেন না । যদি থাকতেন অবশ্যই জিগাইতেন, " কাদের ভাই বেশী লাগে নি তো ! "

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩০

হাসান জামাল গোলাপ বলেছেন: টুথপেস্ট থেকে পেস্ট বের হলে তা আর ঢুকানো যায় না। এটাই বরবাদের প্রবাদ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১০

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! ধন্যবাদ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯

শাহ আজিজ বলেছেন: কাদু ভাই ব্যাথা পায়নাই তয় আঘাত পাইছে একটু ।

০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৮

স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২

অপু তানভীর বলেছেন: এতো পার্ফেক্ট সময়ে যে মঞ্চ ভেঙ্গে পড়েছে সেটা বলার মত না । এখন থেকে আওয়ামীনেতারা যতবার এই স্মার্ট কথাটা উচ্চারণ করবে ততবার সবার চোখের সামনে এই মঞ্চ ভেঙ্গে পড়ার দৃশ্য ভেসে উঠবে ।

০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯

স্প্যানকড বলেছেন: একদম ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: লোকটার বক্তব্য আমার খুবই বিরিক্ত লাগে।

০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫০

স্প্যানকড বলেছেন: আস্তে বলেন । হা হা হা...৷ ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৩

বিটপি বলেছেন: আমার বিরক্ত লাগে একজন মন্ত্রী বক্তৃতা দিলে তার পেছনে জনাদশেক নেতা চেহারা দেখানোর জন্য বেহায়ার মত দাঁড়িয়ে থাকতে দেখলে। এত নেতা দিয়ে কাজটা কি কে জানে?

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

স্প্যানকড বলেছেন: আসলেই সত্য এতো নেতার কি দরকার আছে ? ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.