নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ইদানীং স্মরণ করা হয় শয়ন করা হয় না ।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

ছবি নেট।

আসমান থাইকা পড়ছে জল
ভিজে চলছে রোড-ঘাট, বাজার-হাঁট
ফুল, পাতা,গাছ।

ছুঁইলে তুমি
নিভে যায় অনল।
আমি তো ভিজতে থাকি বারোমাস।

ইদানীং স্মরণ করা হয়
শয়ন করা হয় না
পায়চারী চলে খাওয়ার পর
অভ্যাস পুরনো
সহজে যাবে না।

আসমান থাইকা রহমত আসে
সেই রহমতে অনেকে সারে সহবাস
অনেকের হয় কারাবাস!

আমিও পাই রহমত 
শুধু তোমারে পাই না
স্রষ্টাও জানে
ভেতরে কি যে এক দুষ্ট ভাবনা ।

একদিন ছুঁইবা তুমি
একদিন হাসবে মধ্যরাত্রি
একদিন আমি তুমি
খুইলা দিমু সমস্ত দুয়ার জানালা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.