নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে....

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯

ছবি নেট।

যদিও
জেনে বসে আছি,
প্রেম মানে
সব হারাবার হাহাকার
তবুও
ওর অপেক্ষায় সদা জাগ্রত
মস্তক রয় নত ।

প্রেম উৎপাদন করার মতো
যথেষ্ট জায়গা এখনো আছে
ঠোঁট, চোখ, মুখ, বুক
আমার সেখানে অমন কিছু লেখা নেই
আসলে কাছে না এলে 
কোনদিন বুঝতে পারবে না তুমি
কতটা খা খা ভেতরে বাইরে
কতটা গোঙানি চারপাশ জুড়ে।

যতটা তৃষ্ণা মেটাতে 
এবং শীতল করতে সক্ষম বরফ ছানা পানি
এরচেয়ে বেশী মেটাও তুমি
তাই তো
তাই তো
চাইছি মন প্রাণ উজার করে
এসো তুমি
ভাত ফূটার মতো দুজন ফুটব
অনন্ত শীতলতার কোঠর ছেড়ে
উষ্ণতার বলয়ে ঢুকে
তবেই না
তবেই না হয় 
ধীরে ধীরে এক সাথে মরব।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৮

বাকপ্রবাস বলেছেন: প্রেমের মরা জলে ডুবেনা

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৫১

পাগলাগুড়ু বলেছেন: আমি আসলে বুঝতে পারছি না কি বলবো

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.