নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি তোমায় যতদূর আলো ছুটে যায় ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮

ছবি নেট ।

ভেতরে ঘুরে ঘুরে নেচে বেড়াও তুমি
আমি সে নাচের মুদ্রা প্রসংগে বলতে গিয়ে
নিজেকে ভীষণ ভাগ্যবান বলি।

মোরগের ঝুটির মতো লাল ঠোঁট দুটি
কাঁপে থরথর যখনি 
অন্তরে গান তুলে আরেক অন্তর
ভীষণ লাগে ঝাঁকুনি।

এতো সুখ
এতো রোদ তোমার বুকে বন্দী
আমি জ্বলসে যাই
দিক হারায়ে নতুন দিকে ছুটি।

যখন খোঁপা করে তাকাও
শুন্যতার উঠোনে নাচে ধ্রুপদী
ব্যাথা যেন বোটা খসা ফল
মাটিতে গড়িয়ে গেল এক্ষুনি।

কোমড়ের ভাঁজে কালো যে তিল
ওতেই খুলে বন্ধ দুয়ারের খিল
সুঠাম দেহ কুইঁ কুঁই কাঁদে
তুমি ছাড়া কে অত দামী ?

ভেতরে ভেতরে এতো ঝড় তোলপাড়
লুকোছাপা নেই কোন
শরৎ শশীর মতো ফকফকা পরিষ্কার
ভালোবাসি তোমায়
যতদূর আলো ছুটে যায়।




মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত বিশ্রি ছবি আপনার কেমনে পছন্দ লাগে।
চোখে গুতা দিমু কিন্তু

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

স্প্যানকড বলেছেন: আপনি কোথায় বিশ্রী দেখতে পেলেন? দুজন দুরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। মানছি মেয়েটার পিঠ খোলা তাতে কি? কই আমি তো এতে শিল্প দেখছি। জগৎ বিখ্যাত নামকরা শিল্পী গন বহু নারীর নগ্ন শরীরের ছবি এঁকেছেন আপনি উহা জানেন। আমি তো অমন ছবি দেইনি। এরচেয়ে বেশী ভয়ানক ছবি দেশের পার্কে দেখি রোজ ! এখন এখানে নারীটি যদি বোরখা পড়ে যুবকটিকে জড়িয়ে রাখতো তাহলে উহা হালাল মার্কা প্রেম হয়ে যেতো! আজব ! স্বাভাবিক জিনিস অস্বাভাবিক ভাবে দেখা ঠিক না। রাজধানীতে এখন মেয়েরা উড়না ছাড়া জিন্স টপস পড়ে চলে উনাদের যেয়ে বলতে পারবেন " এই মেয়ে এতো অসভ্য ক্যান তুমি? " অনেকে তো গরমে স্লিভলেস ব্লাউজ পড়ে। ক্যান যে আপু এমন করেন বুঝি না। আমার এ ছবিতে তেমন কিছুই খারাপ লাগেনি। এরচেয়ে বেশী অশ্লীল গান ছবি বাংলার ঘরে ঘরে চলে। পুরা পরিবার শুদ্ধ শিলা কি জাওয়ানি গান শুনে আর শিলাকে গিলে। ভালো থাকবেন খুব। ধন্যবাদ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৮

শাওন আহমাদ বলেছেন: বাহ

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২০

সানাউল্লাহ সাগর বলেছেন: সুন্দর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০২

চৌধুরী আসিফ বলেছেন: কবিতা নামটায় আমি মুগ্ধ

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আসিফ। ভালো থাকবেন খুব।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৭

নেওয়াজ আলি বলেছেন: বেঁচে থাকুক ভালোবাসা

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০০

স্প্যানকড বলেছেন: হুম, সত্যি ! আপনিও ভালো থাকবেন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৮

কামাল১৮ বলেছেন: ছবি আপুর কথা ভুল বুঝেনেন।সে বলতে চেয়েছে,সামনে থেকে দেখেন।পিছন দিক থেকে দেখে যাদের অন্য সমস্যা থাকে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০২

স্প্যানকড বলেছেন: ধর্মমতে সব দিক জায়েজ ! আমি উনার কথায় রাগ করিনি। উনি সিনিয়র আপু বকাঝকা করতেই পারেন। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.