নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
বাতেন ভাই থুক্কু বাইডেন ভাই এর এ সফর কতটা সুখকর হবে ইউক্রেনের জন্য বা ইউরোপের জন্য ?
এদিকে পুতিন পুরা উৎসবে মেতে আছেন। নাক বোঁচারা সরাসরি রাশিয়ার সাথে দেখা করছেন। এরা তো আর টিকটক করতে যায় নাই। ইউক্রেনবাসী আখেরে কি পাচ্ছে? লবা !
ইউরোপ আমেরিকা বেঁচবে অস্ত্র। দিবে অর্থ। এতে লাভবান হবে ইউক্রেনের কমেডিয়ান! একদিকে টাকা ! অন্যদিকে আকামের অস্ত্র ! জনতা মুলা !
নিত্যকার জিনিসের দাম বেড়েই চলছে। এমন করে চলতে থাকলে তৃতীয় বিশ্ব যুদ্ধ নিশ্চিত লেগে যাবে। সেদিকেই যাচ্ছে।কেউ কাউকে গোনায় ধরছে না। ইহা খুব ভয়ের ব্যাপার। কয়দিন ধরে মার্কিন আসমানে চায়নার বেলুন বেলুন খেলা চলল। সামনে কি করবে আল্লাহ মালুম।
ধরেন তৃতীয় বিশ্ব যুদ্ধ লেগে গেল তখন আমাদের দেশ সেবক মুজিব সেনা , জিয়া সেনা, ব্যাবসায়ীক মহল দলে দলে দেশ ছাড়বেন জীবন বাঁচাতে। উহা ধরে রাখেন নিশ্চিত।
অবশ্য হাইব্রিড মুজিব আর জিয়ার সৈনিকগন যেতে চাইবে। আধমরা সৈনিক বাংলাতে আমগো হাতে মাইর খেয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করবে ইহাও নিশ্চিত। কারণ এরা যেসব অপকর্ম করে উহা সভ্যতার ভিতরে পড়ে না। এই হাইব্রিড সৈনিকগন যাবে কোথায় সেই ইউরোপ,কানাডা,আমেরিকা তাই তো !সেখানে ও তখন আগুন। মর শালারা! এতো টাকার সম্পদ পুড়ে ছাই।
আমি গরীব বাংলাতেই পুড়ে গ্রিল হয়ে যাব অসুবিধা নাই। আপনি দেশের সম্পদ লুটে অন্য দেশে পুড়ে ছাই হবেন ফারাক এইটাই ! এখন আর নুহ নবী নাই যে নৌকা বানিয়ে জোড়ায় জোড়ায় নৌকায় তুলে জীবন বাঁচাবে ! সুতরাং মৃত্যু নিশ্চিত।আর যদি কোনমতে বংগবন্ধু স্যাটেলাইটে আগাম খবর কিছু ধরা খায় আর সে অনুযায়ী নৌকা বানালে তাতে চান্স পাবে কারা ?
দরবেশ বাবা থাকবেন তো ? এরপর আরো যারা। সুশীল তুতমারানি পাবে তো স্থান?এই লিস্ট করতে করতে মিসাইল এসে কামড়ে ধরবে তাদের *উয়া ! হা হা হা দৃশ্যটা যেন ভাসছে চোখের সামনে। বি এন পির টাকা সেই লন্ডন থেকে আসতে আসতে মির্জা রিজবী বাউন্ডারির বাইরে। তারেক উনি লন্ডন বসে টাওয়ার হেমলেট পোড়া দেখবেন আর যেকোন ভাংকারে আশ্রয় প্রার্থী হবেন কিন্তু বৃটিশ কি দিবে সে সুযোগ ?
তাই বলছি কি! যাদের গ্রামে জায়গা জমি আছে উহা খুঁড়ে জীবন যাতে বাঁচে অমন ব্যবস্থা করে রাখুন। যদিও বর্তমানে ইহা হাস্যকর মনে হচ্ছে কিন্তু এক সময় এর জন্য কড়া খেসারত দিতে হবে সবাইকে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১
স্প্যানকড বলেছেন: হুম, তাই বইলা গুলির সামনে খাড়াইতে কয় নাই ! ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫০
বিটপি বলেছেন: প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকায় কোন বম্বিং হয়েছিল কি? যুদ্ধ হবে আমেরিকা আর রাশিয়ার মধ্যে । এখানে আমরা কারা?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬
স্প্যানকড বলেছেন: যুদ্ধ লাগলে গার্মেন্টস ব্যবসায় যখন ধস নামবে তখন বুঝবেন " আমরা কারা? " ইউরোপ, আমেরিকা তখন আপনার টি শার্ট গলায় ঝুলাবে না। এই এক সেকটর সংকটে পড়লেই দেশের আম জনতা মুজিব জিয়ার নেতা থেকে সৈনিক দের ভর্তা বানাবে মনে রাইখেন। বোম ছাড়াই শেষ ! ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৪
রানার ব্লগ বলেছেন: যুদ্ধ হলে যা হবে তা হলো দুর্ভিক্ষ !! খাদ্যের অপ্রতুলতার জন্য না খাদ্য দ্রব্যের উচ্চ মূল্যের জন্য !!! এখনি বাজারে ৫০ টাকার নিচে সবজি নাই। সামান্য লাউশাক তাও ৫০ টাকা !
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮
স্প্যানকড বলেছেন: একদম ! এরমধ্যে যদি নিউক্লিয়ার বিস্ফোরণ হয় আর থাকবে কিছু। সব তামাতামা। দুদিন পর সিদ্ধ ঘাস খেতে হবে দেখছি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪
জ্যাক স্মিথ বলেছেন: আমি অলেরেডি গ্রামের বাড়িতে একটা বাঙ্কার খুঁড়তেছি, ভাবছি বাকি জীবনটা বাঙ্কারেই কাটিয়ে দিবো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯
স্প্যানকড বলেছেন: ঠিক চিন্তা করছেন। বাংকারে কাটাতে হবে বাকি জীবন ! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৩০
কামাল১৮ বলেছেন: আল্লাহ বাঁচালে কেউ মারতে পারবেনা।দেখেন না তুরস্কে চোট্ট একটা বাচ্চা বেচে গেলো।