নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি !

১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

ছবি নেট ।

এ সমাজে একটা কথা প্রায় শুনি সেইটা হলো " পুরুষ মানুষ গুলি বজ্জাত ! এরা শুধু মেয়েদের শরীর কে ভালোবাসে ! " আসলে কি তাই ?
তা আপনারা যারা এই মন্ত্র বিশ্বাস করে বসে আছেন তারা কতটুকু ঠিক আছেন? সেই তো রাত দিন ঠোঁটে মুখে রঙ মাখেন জিমে যান ফিটনেস ঠিক রাখতে। কেন করেন এসব? যাতে বিশাল বড়লোক কোন পুরুষ যেন আপনাকে বিবাহ করে। এই উদ্দেশ্য পুষে চলেছেন ভিতরে ভিতরে আর বলছেন, " পুরুষ গুলি বজ্জাত ! " 

আজ পর্যন্ত কোন বুড়িকে দেখলাম না কোন জোয়ান পোলা বিয়ে করতে কিন্তু বহু জোয়ান মাইয়ারে দেখছি বুড়া ব্যাটাকে বিয়ে করতে। সমাজে এখন একটা প্রতিযোগিতা লেগে গেছে পুরুষ আর নারীর মাঝে সহযোগীতার বদলে। প্রায় শুনি আরেকটা কথা " আমি হাঁপিয়ে গেছি এ সম্পর্কে থেকে  " পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ অথবা আবার নতুন করে বিবাহ করা । "

যেদিন স্বামী স্ত্রী ভাবতে পারবে আমরা একটা টিম আমাদের সন্তানদের আমরা সঠিক শিক্ষা দেব মানুষের মতন মানুষ করে গড়ে তুলব সেদিন সমাজ ঠিক হবে এর আগে নয় কিন্তু তা আর হবে না। যেখানে প্রেম মানে হয়ে গেছে শরীর রুপ আর অর্থ সেখানে বেশী কিছু আশা করা অনর্থক !


মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

সোনাগাজী বলেছেন:



আপনার উন্নয়ন চোখে পড়ছে।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:৫৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মুরুব্বি । দোয়া কইরেন প্লিজ যেন উন্নতি হয়। ভালো থাকবেন খুব।

২| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

শায়মা বলেছেন: হা হা


লেখার স্টাইল মজার।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:৫৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ শায়মাপু । ভালো থাকবেন সব সময়।

৩| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

অনামিকাসুলতানা বলেছেন: আপনা র লেখার সাথে এক মত।
ভাল লেগেছে লেখাটা।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:৫৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সুলতানা। ভালো থাকবেন খুব।

৪| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৩

রানার ব্লগ বলেছেন: যেই বানাক টেকনিক্যাল দিক গুলা তার রি কনসিডার করা উচিত ছিলো।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:৫৬

স্প্যানকড বলেছেন: বানাইতে গিয়ে কিচ্ছু হয় নাই হওয়ার পর ভেজাল লেগে গেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: এইতো ব্যাটা , বেশ তো , চালায়া যাও । এইতো ব্যাটা , বেশ তো , চালায়া যাও ।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:৫৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন প্লিজ। ভালো থাকবেন খুব।

৬| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলে নারী-পুরুষের মাঝে সম্পর্কটা এখন একদম জৈবিকভাবে সংজ্ঞায়িত এর থেকে বের হয়ে আসবার কোন উদ্যোগ দেখা যাচ্ছে না !!

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৩৫

স্প্যানকড বলেছেন: বের হওয়ার চেষ্টা করে না কেউ। ধন্যবাদ।

৭| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৪

কামাল১৮ বলেছেন: স্বামী-স্ত্রী সম্পর্কটা সামাজিক বিষয়।তবে নারী পুরুষ বিবর্তনের ফল।

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৩৬

স্প্যানকড বলেছেন: হুম, বিবর্তন যত নষ্টের গোড়া ! ধন্যবাদ।

৮| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৪

বিষাদ সময় বলেছেন: পূরুষ মানুষদের বজ্জাত কহিয়াছে তাহাদের টাকা পয়সাকে তো বজ্জাত কহে নাই!!!!

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৩৭

স্প্যানকড বলেছেন: আসলেই তো ! এরা বহুত চালাক প্রাণী । ধন্যবাদ।

৯| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:১১

শেরজা তপন বলেছেন: বেশ পেরেশানে আছেন বোঝা যাচ্ছে :)

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৩৭

স্প্যানকড বলেছেন: চাপে নাই শান্তিতে আছি। ধন্যবাদ।

১০| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪৮

অধীতি বলেছেন: বুড়িদের টাকা থাকেনা তাই তারা পারেনা। ভবিষ্যতে বুড়িদেরও টাকা হবে। অনেক কচি পোলা তাদের ইচ্ছার বিরুদ্ধে বুড়িদের বিয়ে করবে পারিবারিক চাপে।

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৩৯

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! তাইলে তো এই কথা হাছা হইয়া যাইব " খাইতে ভালা মুড়ি... " বাকী টা বুইঝা লন। হা হা হা

১১| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৫৬

বিটপি বলেছেন: আপনি কোন বুড়িকে দেখেননি জোয়ান পোলা বিবাহ করতে। আমি তো অন্তত তিনটা কাপল দেখেছি এরকম। আমার এক ভারতীয় বন্ধু অনিন্দিতা জার্মানীতে শিক্ষকতা করতে গিয়ে তার অর্ধেক বয়েসী স্থানীয় এক ছেলেকে বিয়ে করেছে। এখন পর্যন্ত বেশ সুখেই আছে। তবে লোকে বলে এ ধরণের বিয়ে নাকি টেকেনা। সেলেব্রিটিদের মধ্যে এরকম অনেক আছে।

প্রেম মোটেও শরীর কেন্দ্রিক নয়। চল্লিশের পরে অনেকেই তাঁদের স্ত্রীদের সঙ্গে সপ্তাহের এক দুবারের বেশি মিলিত হননা, কিন্তু তাঁদের প্রেম তরুণ তরুণীদের চেয়ে কোন অংশে কম হয়না।

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৪০

স্প্যানকড বলেছেন: আসলে মনের টান থাকলে শরীরের টান না থাকলেও চলে। ধন্যবাদ।

১২| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম হাছা কথা।

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৪১

স্প্যানকড বলেছেন: হাছা কথার ভাত নাই ! ধন্যবাদ।

১৩| ১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:২১

শাওন আহমাদ বলেছেন: হক কথা বলেছেন ভাই।

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৪১

স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.