নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তুই একটা ইতর !

১৪ ই জুলাই, ২০২৩ রাত ৩:৪০

ছবি নেট।

দেশের খবর বেশী একটা দেখি না। দেখে লাভ কি বলেন? সেই একই ফ্যাচর ফ্যাচর। অনেক আগের কথা এন টি ভি তে যখন গিয়াসউদ্দিন আল মামুনের খবর শুনতাম তখন একটা জিনিস লক্ষ্য করতাম এন টি ভি বলত, " বিশিষ্ট  " ব্যবসায়ী।

ঠিক একই খবর যখন অন্য চ্যানেলে প্রচার হতো তখন " বিশিষ্ট  " না বলে বলা হতো " বিতর্কিত ব্যবসায়ী  " এই যে দুটি শব্দ বিশিষ্ট এবং বিতর্কিত আশা করি এর মধ্যে আসমান জমিন ফারাক  আপনারা জানেন।

এ দেশের সব সেক্টর ঘুরেফিরে তেল মারার কাজেই ব্যস্ত। এখন মুজিব বন্দনা চলছে আবার জিয়ার চলবে। এই তো চলে আসছে জনতা সব সময় কলা গাছ !

একদল বলে কোরানের আলো ঘরে ঘরে জ্বালো। আরে ভাই আপনি যে কোরানের আলো জ্বালার কথা বলছেন আপনাকে বলছি ঘরের আলো জ্বালাতে যে খরচ হচ্ছে বা উহা যোগাতে দিন রাইত যে পেরেশানি হচ্ছে উহা একবার ভাবছেন ?

ধরলাম কোরানের আলো জ্বলে উঠল ঘরে ঘরে এর একটা এফেক্ট সমাজের সব সেক্টরে পড়বে নিশ্চিত। প্রাইভেট সেক্টর বলেন আর সরকারি সবখানে পিয়ন থেকে শুরু করে বড় স্যার ঘুষ নামক হারামের সাথে বেশ আরামে আছে।

এখন কোরান মতে তো এসব ঘুষখোর দের হাত কেটে দিতে হবে অথবা গর্দান। চিন্তা করছেন ২০ কোটি মানুষের ভেতর প্রায় ১৫ কোটির হাত পা কাটা! বিশ্বের অন্য দেশের কাছে তখন কি নিয়ে কথা বলবেন?

আসলে এগুলা বলে কোন লাভ নেই।লিখে লাভ নেই। মানুষ এখন সবাই বড় লোক হতে চায় আরাম চায়।

মজার একটা ঘটনা বলে শেষ করছি,
একবার ইউরোপে গেছি। আমার এক পরিচিত ভাই যার কি না রেস্টুরেন্টে আছে। উনি হাজী মানুষ। মোবাইলের ওয়াল পেপার হিসেবে পিছনে পবিত্র হারাম শরীফের ছবি উনি সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন তা রেখেছেন। তো আমি কাজ শেষ করে ম্যাকডোনাল্ড এ যেয়ে চীজ বার্গার খেয়ে তার সাথে দেখা করতে গেছি। উনি তখন খুব ব্যস্ত। রেস্টুরেন্ট পুরা লোকে গিজগিজ।

আমি যথারীতি সালাম দিলাম। উনি তখন আমাকে বসতে বললেন আর গেলাসে মদ ঢেলে গেস্টদের পরিবেশন করে আমাকে কিছু খাবারের জন্য বললেন। আমি বললাম ম্যাকডোনাল্ডে চীজ বার্গার খেয়ে আসছি।উনি এমন বিস্ময়ে তাকালেন আর বললেন " আপনি ম্যাকডোনাল্ড খান ! " আমি হাসি দিয়া মনে মনে কইলাম, হালার পুত তুই একটা ইতর !

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৩৭

শেরজা তপন বলেছেন: হায় হায় কি কন আপনি ম্যাকডোনাল্ড খান!!! :) :)

আসলে এগুলা বলে কোন লাভ নেই।লিখে লাভ নেই। মানুষ এখন সবাই বড় লোক হতে চায় আরাম চায়।
~আসল কথা এইটাই। কেয়ামত সন্নিকটে তাই কে কত তাড়াতাড়ি বড়লোক হয়ে ইহজগতের যাবতীয় খায়েস মেটাতে পারবে এর প্রতিযোগীতা হচ্ছে।

১৪ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫১

স্প্যানকড বলেছেন: একদম সত্যি বলেছেন। এই খায়েশ মিটাতে যেয়ে সব বিকিয়ে দিচ্ছে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ১৪ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৮

রানার ব্লগ বলেছেন: ম্যাকডনাল্ডে খেলে কি মাত্রায় জাত ইজ্জত ধর্ম যাবে ?

১৪ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৪

স্প্যানকড বলেছেন: কি জানি । আসলেই অবস্থা এমন নিজের কর্ম দেখছি না। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৩| ১৪ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১২

অপু তানভীর বলেছেন: এমন ইতরের ছড়াছড়ি সব স্থানে ।

১৪ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৫

স্প্যানকড বলেছেন: হুম, এগুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

৪| ১৪ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:০৬

শাহ আজিজ বলেছেন: মদ ঢালতে ঢালতে অবাক হইয়া কইল ছিঃ তুমি ম্যাক খাও , নাউজুবিল্লাহ । :-B

১৪ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৯

স্প্যানকড বলেছেন: হা হা হা.... হুম সত্যি কি যে ছিল তার চাহনি। আসলে এর অবস্থা হলো অস্তাগফেরুল্লাহ পামু কই ? ঐ লেবেলের। এগুলা আবার জুম্মার দিন জুব্বা লাগাইয়া মসজিদে আগের কাতারে খাড়াইতে ঠেলাঠেলি করে। কি যে এক অবস্থা ! ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় ।

৫| ১৪ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: মনে মনে বললে কেনো উপরেই বলতে। হা হা তারপর কি হত?

১৪ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০০

স্প্যানকড বলেছেন: আবার দেখা হলে কইয়া দিমু । কেমন আছেন আপনি ? ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময়।

৬| ১৪ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০২

শায়মা বলেছেন: আমি ভালো আছি আনন্দে আছি।

১৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:২৩

স্প্যানকড বলেছেন: উহা সব সময় দোয়া করি। আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.