|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
 ছবি নেট। 
যখন গাজার কচি শিশুর ছোট বুকটা 
বোমায় জ্বলসে গ্রিল হওয়া মুরগির মতন 
প্রশ্ন করি নিজেকে 
পবিত্র ভুমির কেন এমন পতন ? 
ইচ্ছে করে  
বদলে দেই দিবা রাত্র
থামিয়ে দেই আহ্নিক গতি বার্ষিক গতি 
টালমাটাল আমার হাঁটা চলা 
নাওয়া খাওয়া থেকে ঘুম। 
ভাবি বসে, 
লাভ কি চালিয়ে কলম 
যেখানে জমা অজস্র কথা 
ব্যাথা কমাবার নাই কোন দাওয়াই মলম ! 
হুশ ফিরবে না ততক্ষণ 
হচ্ছে না নিজেদের সমস্ত ছারখার যতক্ষণ 
ছি:! লজ্জা 
কেমন মুর্দা আমরা সকল ! 
যখন দেখি, 
গাজার কচি দুটি হাত 
খুঁজে বেড়াচ্ছে হারিয়ে ফেলা মা বাবার মুখ 
তখন আমি স্রষ্টার মতো চুপ। 
এক বোতল জল 
যাদের কাছে 
শরাবুন তহুরা 
আশ্চর্য খুব আশ্চর্য ! 
কেমন করে বাঁচে ওরা ? 
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 
যাই বলুন না কেন 
ওদের বরাদ্দ ম্যানু একটাই 
রক্ত,বারুদ,গুলি, 
কাফন আর চাটাই ! 
যখন দেখি, 
গাজার চার পাঁচ বয়সের ছেলেটি 
বাবার হাত ধরে ছুটছে 
যেন পিতা ইব্রাহিম 
পুত্র ইসমাইল 
খানিক পর কুরবানী! 
খুব দেখতে পাই
স্পষ্ট গোসসা ওর চোখে মুখে 
প্রশ্ন করছে মনে মনে 
কেন ছাড়ছি ঘরবাড়ি ? 
লাশের উপর লাশ 
এ কেমন মহামারী? 
কেনই বা এতো আহাজারি? 
কেনই বা এতো কাড়াকাড়ি? 
কেনই বা মাথার উপর 
বোমারু বিমান সারি সারি? 
উত্তর নাই এর কোন 
বিশ্বমানবতা যেখানে মরে তুলোধুনো! 
যখন দেখি, 
গাজার কচি শিশুর নিথর দেহখানি 
খিস্তিখেউড় হয়ে উঠে অমৃতবাণী 
মাফ করবেন জনাব,
আপনারা নেতারা
বেহায়া খচ্চর 
বাতিল বুড়ো বেশ্যা চুতমারানি ! 
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ২:০৯
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ২:০৯
স্প্যানকড বলেছেন: আমি বিপ্লবী প্রেম নিয়ে বাস করি। প্রেম ছাড়া বিপ্লব কি সম্ভব ? ভালো থাকবেন ।
২|  ২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১:১১
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১:১১
সোনাগাজী বলেছেন: 
আমি বাম, নাকি ডান?
  ২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ২:১১
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ২:১১
স্প্যানকড বলেছেন: আমি না বাম, না ডান। টানি কান! ধন্যবাদ। ভালো থাকবেন।
৩|  ২৮ শে অক্টোবর, ২০২৩  বিকাল ৫:১২
২৮ শে অক্টোবর, ২০২৩  বিকাল ৫:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কি ব্যাপার আয়নাবিবি কৈ ??
  ২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩২
২৮ শে অক্টোবর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩২
স্প্যানকড বলেছেন: মনে হয় ব্যস্ত অন্য কারো লগে। আপনার বইন এমন ক্যারে? খালি বিরহ দেয় একটু আকটু প্রেম দিলেই তো পারে। একদম কিপ টুস বুজলেন। হা হা হা  ভালো থাকবেন খুব।
 ভালো থাকবেন খুব।
৪|  ২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ৮:১৯
২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ৮:১৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মনে হয় ব্যস্ত অন্য কারো লগে। আপনার বইন এমন ক্যারে? খালি বিরহ দেয় একটু আকটু প্রেম দিলেই তো পারে। একদম কিপ টুস বুজলেন। হা হা হা  ভালো থাকবেন খুব
 ভালো থাকবেন খুব 
মোটেই না , উনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন ।  আর আমার বইনের তো আসলে হৃদয় বৈলা কিছুই নাই তাই প্রেম দিবার পারে না । ভাগ্য ভালো যে এখনও আপনারে আর আমারে ঝাড়ু দিয়া দাবড়ানি দেয় নাই দিলে যে কী হৈতো ।  
যার হৃদয় নাই তারে মিসকিন কয় কিপ্টুস না । আপনি বিরহের কবিতাই লিইখা যান উনি নির্ঘাত্ তশরিফ রাখবেনই রাখবেন !!
৫|  ২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ৯:৩৭
২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ৯:৩৭
স্প্যানকড বলেছেন: আমি তো কইয়া দিছি আই লাভ হার্টলেস ওম্যান কারণ এতে হার্টফেল এর সম্ভাবনা একদম নাই ০.০ পার্সেন্ট! বিরহ আমার লগে যায় না। প্রেম যায়। দাবড়ানি দিলেও তো বুজতাম সেটাও নাই। আসলে নসিব মন্দ। যাক আপনার বইন আসলে আসবে না আসলে নাই আমি আমার প্রেমের গীত গাইয়া যাই। হা হা হা...  ভালো থাকবেন খুব।
 ভালো থাকবেন খুব।
৬|  ২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ৯:৪৯
২৮ শে অক্টোবর, ২০২৩  রাত ৯:৪৯
কামাল১৮ বলেছেন: যুদ্ধটি এখন অমানবিক পর্যায়ে চলে গেছে।এর জন্য দায়ী হামাস।তারাই প্রথম সাধারণ নাগরিকদের উপর আক্রমন করেছে।নির্দিষ্ট লক্ষে আঘাত করার মতো নিখুঁত অস্ত্র হামাসের নাই।
  ২৯ শে অক্টোবর, ২০২৩  রাত ২:৪৮
২৯ শে অক্টোবর, ২০২৩  রাত ২:৪৮
স্প্যানকড বলেছেন: বুজলাম, তা শুরু থেকে যেগুলো চলছে তার দায় কে নিবে? পৃথিবী এখন দুভাগে ভাগ হতে চলেছে সেদিকে দৃষ্টি দিয়েছেন কখনো। এ যুদ্ধ শেষমেশ ধর্মীয় যুদ্ধ হয়ে যাবে অবশ্য এর আগে চীন রাশিয়ার পতন হবে। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১:১০
২৮ শে অক্টোবর, ২০২৩  দুপুর ১:১০
সোনাগাজী বলেছেন:
আপনি কি বিপ্লবী, নাকি কায়িক-প্রেমের কবি?