নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি স্প্যানকড ।
ইচ্ছে করে তোমার কাছে চলে আসি
একটু আগে যেমন করে
আসল উড়ে ছোট পাখিটি
কি সুন্দর ঠোঁট ঘষছে ডালে
শান্ত বসে চুপটি।
ইচ্ছে করে
তুমি যে রাস্তা গুলি ধরে ধরে এগুতে থাক
আমিও সে রাস্তায় হাঁটি
না হলো দেখা
বাতাসে মিলবে তোমার শরীরের সুঘ্রাণ
লেগে রবে আপাদমস্তকে
ফেলে আসা তোমার ধুলো মাটি ।
ইচ্ছে করে তোমাকে নিয়ে
চুমুর বিশ্ব রেকর্ড গড়ি
মেডেলটা গলায় ঝুলিয়ে
ফেসবুকে আপলোড করি।
কত ইচ্ছে এমন জাগে
কত ইচ্ছে ভাগে
লাজ শরম
ক্যাপসুলের মতো গিলে
প্রেমের কতশত স্তবক
আজকাল তোমায় নিয়ে।
ইচ্ছে করে গোধূলি লগ্নে
হাঁটি গা ঘেঁষে
এ নয় এক্কেবারে মিথ্যে
জনম যেন ফুরায়
তোমায় ভালোবাসতে বাসতে।
ইচ্ছে করে
উষ্ণ চুম্বনে তোমার
মাখনের মতো গলতে
যদি তুমি একিটিবার মন দিয়ে
বাক্যটি শুনতে।
দ্যাখো,
একদিন চুপচাপ চলে যাব
যেতে হবে নিয়ম
টের পাবে না তুমি
ছিলাম কেমন
কেমন আমার গড়ন
কবিতা আরও পড়বে অন্য কারো
অন্য কেউ হয়ে উঠবে ভীষণ আপন।
যদিও আশা জাগায়
সিঁড়ি কোঠার মাকড়সা
কেমন সুন্দর গড়ছে জাল
তুমি ছাড়া
আমার কি যে করুন হাল !
রঙ বদলায় ধুসর বাদল
ইচ্ছে করে
লেপ্টে দেই তোমার চোখের কাজল
অপেক্ষার প্রহর বন্দী
জানালার শিকে
এক পাশে বারুদ
অন্য পাশে লোবান
এসো প্রিয়
এসো
ফেঁসে যাই দুজন
মেতে উঠি অধর সঙ্গমে।
২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। উত্তর ক্ষুদ্র দিলাম হা হা হা
২| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৭
মিরোরডডল বলেছেন:
একটু আগে যেমনকরে
যেমন করে দুটো শব্দ, মাঝখানে একটা স্পেস হবে।
৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
স্প্যানকড বলেছেন: আর কোথায় ভুল আছে? কেউ ভুল করে। কেউ ভুলে পড়ে । আমার হয়েছে কোনটা জানে না এ মনটা
৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১২
মিরোরডডল বলেছেন:
স্প্যানকড-এর দুটোই হয়েছে।
২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১
স্প্যানকড বলেছেন: তা এখন কি করা উচিত ? থাকুক এ রোগ। এ রোগ ফুরালে আমি শেষ। তুমি ঠিক আছ?
৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮
মিরোরডডল বলেছেন:
এগুলো সিরিয়াস কিছু না, মামুলি হাম জ্বর।
হয়, আবার অল্প সময়ে সেরেও যায়।
একেবারেই সাময়িক, ঠিক হয়ে যাবে।
২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
স্প্যানকড বলেছেন: তাই নাকি! আমি তো মামুলিতে কাহিল। নিতে পারতাছি না। ঠকঠক কাঁপতাছি। টিকা ফিকা নিলে ঠিক থাকতাম আফসোস না দিল কেউ টিকা, না দাওয়াই বড়ি। স্প্যানকড এর নসিব ফুটা!
৬| ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
স্প্যানকড বলেছেন: ফেঁসে যাই দুজন
মেতে উঠি অধর সঙ্গমে।
এরচেয়ে বড় টিকা নাই...
৭| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৪
মিরোরডডল বলেছেন:
This is the beauty of imagination.
You can do anything, everything.
But reality is harsh.
মোহ যত দ্রুত আসে, তার চেয়ে দ্রুত চলে যায়।
So, nothing to be worried mate. You will be fine.
২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪২
স্প্যানকড বলেছেন: i know dude ! একদম। আসলে তুমি অনেক সমাঝদার এবং ওজনদার। তোমারে তাই এতো ভালা পাই। হা হা হা....
৮| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৮
মিরোরডডল বলেছেন:
অন্যদিন রাত তিনটা চারটা বাজে তাও সামুতে থাকি, আর আজ একটা পোষ্ট দিলাম আর এখনই রাত দুটা বাজেনি আমি ঘুমে পরে যাচ্ছি
ল্যাপিতে এখানেই ঘুমিয়ে যাবো মনে হচ্ছে
২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২০
স্প্যানকড বলেছেন: আমার একই দশা হয়। প্রায় প্রতি রাত দুইটা তিনটা পর্যন্ত জাগা হয়। আগে আম্মা বকাঝকা করতো এখন সে চুপ হয়ে গেছে। তা কাজে অসুবিধা হয় না ?
৯| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৮
মিরোরডডল বলেছেন:
ঘুম কম হলে, ড্রাইভিং করতে সামান্য অসুবিধা হয়, একটা ডিজিনেস থাকে, তবে সবসময় না।
মর্নিং শাওয়ার আর কফি হেল্প করে।
বাই দ্যা ওয়ে, অস্ট্রেলিয়াতে কোন ভিসায় আসার প্ল্যান স্টুডেন্ট, টুরিস্ট অর রেসিডেন্ট?
২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৮
স্প্যানকড বলেছেন: তোমার উপরে নির্ভর করে সত্যি সিরিয়াসলি ! তবে আপাতত টুরিস্ট। আমার মাকে একা রেখে থাকা সম্ভব না। সেটা হোক যতবড় জান্নাত !
১০| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:০১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তোমার উপরে নির্ভর করে সত্যি সিরিয়াসলি !
তাহলে আর আপনার যাওয়া হবে না হেহেহেহেহ !
২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৫
স্প্যানকড বলেছেন: তাই নাকি! আইচ্ছা সময় দিবে উত্তর । জিদ উঠাইয়া দিতাছেন কিন্তু ! হা হা হা
১১| ৩০ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:১১
মিরোরডডল বলেছেন:
ম্যাথিউ পেরির চলে যাওয়া আমাকে বিমর্ষ করেছে। ফ্রেন্ডস হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সিরিজ।
কতবার যে দেখেছি! ছয়জনকেই মনে হয় খুব কাছের মানুষ।
মাত্র ৫৪ বছর বয়সে এভাবে চলে গেলো!
ভালো মানুষরা কেনো যেনো বেশিদিন বাঁচে না।
৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৩
স্প্যানকড বলেছেন: হুম, কালকে একবার ভাবছিলাম খবরটা বলি তোমাকে কিন্তু আর বলা হয়নি এইজন্য যে, চারপাশে এতো লাশ এর ভেতর অমন একজন সেলিব্রিটির খবর দেয়া বেখাপ্পা মনে হয়েছিল। নেটফ্লিক্স এ আছে। কাল দেখলাম আবার ফাস্ট এপিসোড। আমার একটা বাজে সময়ে ফ্রেন্ডস আমাকে বারবার হাসিয়েছে। প্রায় সময় হলে দেখি।ম্যাথিউ প্যারির " Oh my god " এই বাক্যটি বলার স্টাইল মগজে গেঁথে গেছে। ভালো থেকো।
১২| ৩০ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:০৬
মিরোরডডল বলেছেন:
তোমার উপরে নির্ভর করে সত্যি সিরিয়াসলি !
আরেহ আজীব! এখানে আবার আমি এলাম কি করে!!!
ফ্যামিলি মেম্বার থাকলে যদি স্পনসর করে সেটা খুব কুইক হয়, ভিজিট ভিসা।
তা নাহলে, ট্যুরিস্ট ভিসা পাওয়া একটু কঠিন।
But I wish you all the best.
৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৫
স্প্যানকড বলেছেন: তুমি দোয়া করছ ইন শা আল্লাহ হয়ে যাবে। না হলে নাই। আমি অল্পতে তুষ্ট মানুষ । ধন্যবাদ।
১৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: 'প্রেমিক ভিসা' তে আবেদন করলে ভিসা তাড়াতাড়ি হবে। আপনার কবিতাগুলো আবেদনের সাথে দিলে ভিসা নিশ্চিত। কিন্তু সমস্যা হবে অস্ট্রেলিয়াতে আপনার প্রকৃত প্রেমিকা পাওয়া। ভেজাল হলে ভিসা বাতিল হয়ে যাবে।
৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৭
স্প্যানকড বলেছেন: হুম, বিষয়টি নিয়ে ভেবেছি। আইডিয়া মন্দ না। প্রেমিকা আছে তো! এতো টেনশন নিয়েন না প্লিজ। হা হা হা.... ভালো থাকবেন খুব।
১৪| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৫
মিরোরডডল বলেছেন:
সাচুর মন্তব্য পড়ে হাসলাম।
স্প্যানকড আমাদের সবার ভালো বন্ধু, রাইট?
আমরা তার কবিতা পছন্দ করি, ব্যক্তি স্প্যানকডকেও একজন ভালো মনের মানুষ বলে মনে হয়।
তাকেও আমরা পছন্দ করি (গালি দেয়ার বাজে অভ্যাসটা ছাড়া)।
মানুষের জীবনে সবচেয়ে ইম্পরট্যান্ট হচ্ছে সময়।
একজন ওয়েল উইশার হিসেবে চাইতেই পারি, সেই মূল্যবান সময় যেনো ভুল মানুষের জন্য নষ্ট না করে।
একজন উপযাচক হয়েই মাঝে মাঝে তাই একটু এডভাইস করি, এই আর কি।
কারো ভালো চাইলে তাকে সঠিক পথের দিকনির্দেশনা দিতে হয়
৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। আসলে আমি জীবনে ভালো মন্দ দুই কিসিমের মানুষের সাথে মিশে দেখেছি।অবাক হবে শুনলে আমার বন্ধু মাত্র দুইজন! বাকীরা ঝরে গেছে কারণ অকারণে। এ জীবন নষ্ট হয়ে গেছে বহু আগে। উহা নিয়ে আক্ষেপ নেই। কেউ এলো না যেখানে সেখানে এখন ভুল আর শুদ্ধ ! গালি দেই কি স্বাদে? যখন আঁধারে সাঁতরাতে সাঁতরাতে ডুবতে থাকি ফেরার রাস্তা গুলি দেখি নিজেই বব্ধ করে দিয়েছি ঠিক তখন দেই। মলয় চক্রবর্তীর একটা লাইন আছে। উনি কদিন আগে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন। উনার বাক্যটি মগজে গেঁথে আছে " আমার রঙ তো কয়লার তাই আগুন পেলেই বদলায় ! " ভালো থেকো তুমি।
১৫| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের মত আমিও আপনার শুভাকাঙ্ক্ষী। আগে ভিসার জন্য কন্ট্রাক্ট ম্যারেজের ব্যবস্থা ছিল শুনতাম। অস্ট্রেলিয়াতে ভিসা পাওয়ার জন্য কন্ট্রাক্ট প্রেমিকাও পাওয়া যায়। এই ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হিসাবে মিরোরডডল আপনাকে সাহায্য করতে পারবে মনে হচ্ছে।
১৬| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৫
স্প্যানকড বলেছেন: হা হা হা..... ওকে বলা যেতে পারে কি কন নো রিস্ক নো গেইন
১৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সাচু আসলে ইনিয়ে বিনিয়ে বলছে যে উনিই এই প্রেমিকা ও পাত্রী যোগাড় করে দিতে পারবেন । কারণ এখন আর ছেলের বউ বানানো যাচ্ছে না । এদিকে ঘটকালির বিজনেসেও ভাটা যাচ্ছে । এখন সাচুর মক্কেল স্প্যানকডড হাহাহাহাহাহাহাহ !!
১৮| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪১
স্প্যানকড বলেছেন: হা হা হা...
১৯| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
মিরোরডডল বলেছেন:
অবাক হবে শুনলে আমার বন্ধু মাত্র দুইজন!
ভালো এবং আনন্দে থাকার জন্য বন্ধুদের ভুমিকা অনস্বীকার্য।
সত্যিকার বন্ধু হলে দুজনই এনাফ।
৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
স্প্যানকড বলেছেন: হুম, এ সত্য। তবে এখন একা হয়ে যাচ্ছি। ওরা ব্যস্ত বাইরে থাকে। কথা হয় মাঝেমধ্যে। আমিও একাকীত্ব মেনে নিয়েছি। এতো মায়া বাড়িয়ে লাভ নেই চলে যাব একদিন যেখানে দুম করে। কি লাভ কি লাভ প্রেম বাড়িয়ে। ভালো থেকো। মনটা বেশী ভালো নেই।
২০| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:০৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি তো মিরোরডডলের কথা বলি নাই। বলেছিলাম মিরর এই ব্যাপারে সাহায্য করতে পারবে শুভাকাঙ্ক্ষী হিসাবে। অস্ট্রেলিয়াতে আরও তো মেয়ে আছে নাকি।
নিবর্হণ মনে হয় দেয়ালিকা বিপাশার লেখা নিয়ে একটু জেলাস। দেয়ালিকার লেখা আসলে অনেক উন্নত মানের। যার সাথে কারও তুলনা হয় না।
২১| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নিবর্হণ মনে হয় দেয়ালিকা বিপাশার লেখা নিয়ে একটু জেলাস। দেয়ালিকার লেখা আসলে অনেক উন্নত মানের। যার সাথে কারও তুলনা হয় না।
বড় ভাইয়ের মনে হয় আজকাল সোনামিয়ার ভুতের আছড় পড়তেছে । কই কী আর বড় ভাই বোঝেন কী !!
২২| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৫
মিরোরডডল বলেছেন:
কাউকে স্প্যানকড এর জন্য ঘটকালি করতে হবে না।
সেই দায়িত্ব খেলাঘর নিয়েছে।
ইহুদী মেয়ে দেখছে স্প্যানকড এর জন্য
৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৪
স্প্যানকড বলেছেন: এ মা ! মেয়ে দেখি আমার সব খবর রাখে। এমন খবর নেয়ার মানুষ আমার একদম কম সিরিয়াসলি।
২৩| ৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০০
মিরোরডডল বলেছেন:
এমন খবর নেয়ার মানুষ আমার একদম কম সিরিয়াসলি।
একদম কম মানে, কম হলেও আছে।
তাহলে আমার আর খবর না রাখলেও চলবে, ভালো নিউজ
৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
স্প্যানকড বলেছেন: মাইর দিমু। কমটাই তুমি। বেকুব ! কিস্যু বোঝেনা....
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা। এবারের কবিতা একটু লম্বা হয়েছে। যাক তারপরও কবিতা সুন্দর হয়েছে। কবিতা আমি ভালোবাসি।