নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বারুদ এবং লোবান চ্যাপ্টার ৬

০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

ছবি স্প্যানকড ।

অনেকটা সময় ধরে তোমাকে নিয়ে থাকি
আবার এ ও বলা যায় সমস্তটা দিন
টুটাফাটা হোক
অথবা ব্যস্তাতায় ঠাসা কাজ
মগজে তুমি ঠিকই গোত্তা খাও। 

মরছি আমি
চলছে ভীষণ কাতরানি
বেঁচে থাকার ইচ্ছায়
তোমারে নিয়া লিখি
দুই চার প্রেমের বাণী।

না,
দেখে না
কোন মানবাধিকার কর্মী
জানে না কোন ডাক্তার
এ কেমন রোগ ব্যাধি ?

ঘরের জানালা খোলাই থাকে
বাতাস এক দিক দিয়ে ঢুকে
আরেকদিকে 
তবুও আমার দম যায় যায় ।

আস্তে আস্তে সুরুজ ডোবে
তুমিও ঘন হও
একদম রক্তে
এ ঝড়ের নাম তুমি
ছাড়ছি আমি সবই
আশ্চর্য এক তছনছের আশায়।

তোমাকে প্যাঁচিয়ে ধরে ঘুমুতে ইচ্ছে করে
সমুদ্র স্নানে যেতে মন খুব টানে
পা রেখে হুশ ফিরে তপ্ত বালুতে
সমস্ত যোগ বিয়োগ ভাগ পুরণ শেষে
ফাইনাল কনক্লুশন
যত পার নিজেরে আটকাও
মানা তো করি নাই
আমার কবর পর্যন্ত যাক
তুমি নামের
এই জ্বালাপোড়া আগুন দাউদাউ ।

মন্তব্য ৯০ টি রেটিং +১/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

মিরোরডডল বলেছেন:




কনক্লুশনটা ভালো হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ। ভালো থেকো।

২| ০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২০

মিরোরডডল বলেছেন:




ঘুরে ফিরে একই রকম হয়ে যাচ্ছে লেখাগুলো।
একটু চেঞ্জ দরকার।

০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

স্প্যানকড বলেছেন: প্রেমটা তো চেঞ্জ হয় নাই আটকে আছে এক জায়গায়। অন্য বিষয়ে তুমি কোন মন্তব্য কর না । যুদ্ধ নিয়ে লিখব ইচ্ছে করে না লাশ গুলি রক্ত চিৎকার ভাল্লাগে না। ভাবছি বিরতি নিব কদিনের জন্য জানা নাই আগের মতন দুই মাস বা আরও বেশী । ভালো থেকো। কোনদিন জিজ্ঞেস করা হয়নি তোমার আম্মা ভালো আছেন?

৩| ০৩ রা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

মিরোরডডল বলেছেন:




কথা ঠিক না। অন্য বিষয়ে লেখাগুলোও পড়ি এবং বেশি ভালো লাগে।
যেমন গত কয়েকটা দ্রোহের কবিতা খুবই ভালো হয়েছিলো কিন্তু একদম শেষে গিয়ে দেখা যায় গালির ব্যবহার।

বুঝলাম রাগের প্রকাশ গালি এবং অনেকেই লেখে কিন্তু গালিরও একটা মাত্রা থাকে।
এতো বাজে গালি, এতো এতো বাজে!!! যে সেই পোষ্টে আমি কমেন্টে যাই না।

অথচ পুরোটা লেখা ভালো ছিলো, একটা গালি পরিবেশটা বদলে দেয়।

আমরা দেখি মাল্টি নিক থেকে অনেকে এসে অনেক গালাগালি করে।
But it's completely different.
সেটার পারপাসই থাকে মনের সাধ মিটিয়ে কিছু বলে যাওয়া।

অ্যানোনিমাস নিক হলেও you're a known figure.
কয়েক বছর হয়ে গেলো এখানে লিখছে, একটা ইমেজ আছে।
অনেকের সাথে কমিউনিকেইট হয়।

ইচ্ছে হলো আর মুখ খারাপ করলাম, এটা হলো কিছু?
গালি দিবে কিন্তু ফিল্টার করে, নোংরা গালি একদমই দেয়া যাবে না।

শেষের কিছু লেখা অনেক ভালো হয়েছিলো, অনেকেই হয়তো পড়ে মন্তব্য করতো, এটাই লেখার অনুপ্রেরনা কিন্তু শুধুমাত্র ঐযে শেষ লাইনে গিয়ে একটা খুবই বাজে গালি, সেইজন্যই হয়তো এভয়েড করে যায়।
not necessarily যে মন্তব্য করতে হবে কিন্তু একটা বাজে ইম্প্রেশনতো নিয়ে গেলো।

এতো কথা বললাম কারণ আমি চাই কবি আরও ভালো লিখুক।
প্রতিদিন না হলে, মাঝে মাঝে লিখবে কিন্তু ডুব মারতে হবে কেনো!
দুই মাস ডুব দিলে হয়তো ফিরে এসে দেখবে পরিচিত অনেকে একেবারেই চলে গেছে।

০৩ রা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

স্প্যানকড বলেছেন: গালি নিয়ে তোমার অভিযোগ। এমন গালি অনেকেই দিয়েছে। তারা অনেক প্রতিষ্ঠিত কবি বা সাহিত্যিক। তাদেরকে কিন্তু আমরা প্রশ্ন করতে যাই না কেন এই গালি? কারণ কি জানো ও প্রতিষ্ঠিত কবি বা সাহিত্যিক। তোমার এ প্রশ্নের জবাব দিতে ওরা বাধ্য নয়। আমি এ বলে গালিকে হালাল করার চেষ্টা করছি না। তোমার পথ আমার পথ সম্পুর্ন আলাদা। আমার অবস্থানে থাকলে তুমি লাশ ফেলে দিতে। শেষের লাইনের মানে কি? একেবারেই চলে গেছে? সব যাক যেদিক খুশী তুমি গেলে একদম হয়ে যাবে খুনখারাপি ! i want to be an unknown ! মেয়ে সত্যি আমি তোমার প্রেমে পড়েছি। ভালো থেকো।

৪| ০৩ রা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

দি এমপেরর বলেছেন: বারুদ আর লোবানের উপাখ্যান ভালো লেগেছে। টাইপো আর বানানগুলো ভালোমত চেক দেওয়ার প্রয়োজন ছিল। বেস্ট অভ লাক।

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:০০

স্প্যানকড বলেছেন: সাহায্য করলে উপকৃত হতাম। ভালো থাকবেন। ধন্যবাদ।

৫| ০৩ রা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

মিরোরডডল বলেছেন:




কোনদিন জিজ্ঞেস করা হয়নি তোমার আম্মা ভালো আছেন?

সো সুইট অভ ইউ!

আছে, আমাদের মায়েরা এই বয়সে যেমনটা থাকে ভালো মন্দ মিলিয়ে।
মিস করি, মুখটা মনে পড়লে অনেক মায়া লাগে।


০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬

স্প্যানকড বলেছেন: আমি ভাগ্যবান যে আম্মা কে সাথে রাখতে পেরেছি। ইদানীং কেমন জানি হয়ে যাচ্ছে ও। আমাকে বাবা ডাকে। কি যে কষ্ট নিয়ে ও দিন রাত পাড় করছে তা আমি জানি। আব্বা নাই। আমার নানু আর আব্বার চলে যাওয়ার ব্যবধান মাত্র কয়েকমাস ও তখন ট্রমাতে চলে গিয়েছিল। এখন ঠিক আছে। ও একবার আমাকে বলেছিল, এসব লেখালেখি বাদ দে। অবশ্য এর কারণ ছিল যা কোনদিন কাউকে বলা যাবে না। ভালো থেকো। মেলা বকবক করছি। সময় খাচ্ছি তোমার। উহাই খাওয়া হয়। হা হা হা.... :)

৬| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:০৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গালি নিয়ে তোমার অভিযোগ। এমন গালি অনেকেই দিয়েছে। তারা অনেক প্রতিষ্ঠিত কবি বা সাহিত্যিক। তাদেরকে কিন্তু আমরা প্রশ্ন করতে যাই না কেন এই গালি? কারণ কি জানো ও প্রতিষ্ঠিত কবি বা সাহিত্যিক। তোমার এ প্রশ্নের জবাব দিতে ওরা বাধ্য নয়।

সাবাস কমরেড !

অন্তত এই ব্লগে এমন কথা কাউকে বলতে দেখলাম এই প্রথম । আমাদের দেশে যা কিছু মাফ সব ঐ প্রতিষ্ঠিত কবিদের জন্য !! আমরা করলেই ঝামেলা !!

যদিও আমি তীব্র গালির পক্ষে না । যার কারণে বাংলার হাফিজ আমার পছন্দ না !!

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:২০

স্প্যানকড বলেছেন: হাফিজকে গালি দেয়ার কারণে বয়কট করা ঠিক হয়নি। যদিও উহা আপনার ব্যক্তিগত বিষয়। চার্লস বুকোস্কি কম গেছে। আসলে প্রতিষ্ঠিত তকমা লেগে গেলে সব কওয়া যায়! ওরা করলে লীলাখেলা আমরা করলেই যত জ্বালা! হা হা হা:) ভালো থাকবেন কমরেড।

৭| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭

দি এমপেরর বলেছেন: লেখক বলেছেন: সাহায্য করলে উপকৃত হতাম। ভালো থাকবেন। ধন্যবাদ।

আরেহ! সাহায্য লাগবে না। আপনি একটু খেয়াল করে লিখলেই হয়ে যাবে। ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:২১

স্প্যানকড বলেছেন: আইচ্ছা। খেয়াল অন্য কেউ কাড়ে! তাই এ অবস্থা। হা হা হা..৷ ভালো থাকবেন খুব।

৮| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একটা গল্প লিখছি । পোস্ট করবার পারলে পড়বার আমন্ত্রণ রৈল !!

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭

স্প্যানকড বলেছেন: আইচ্ছা। যদিও ক’দিনের বিরতি নিতে চাচ্ছি। আসলে কিছুই ঠিক যাচ্ছে না। বিশেষ করে কবিতা। ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। ভালো থাকবেন সব সময়।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৮

মিরোরডডল বলেছেন:




মেয়ে সত্যি আমি তোমার প্রেমে পড়েছি।

ছেলে, এই দুর্ঘটনা কবে কেমন করে ঘটলো!

০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫

স্প্যানকড বলেছেন: মেয়ে,
দিনক্ষণ জানা নেই
প্রেমে পড়েছি নিশ্চিত
এখন
যাই হোক হার জিত
মরণ কে বলেছি
সরে দাঁড়া এ্যাই !

দুর্ঘটনা বলো আর ঘটনা ব্যাপারটা ঘটে গেছে। এখন উপায় কি বলো? হা হা হা :)


১০| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯

মিরোরডডল বলেছেন:




Falling in love is nothing wrong.
বরং এটা ভালো নিউজ। প্রেমে পড়লে মন প্রফুল্ল থাকে।
মন ভালো থাকলে, শরীর ভালো থাকে।
এটা একটা টনিকের মতো কাজ করে।

প্রেম করলে একসময় প্রেমের মৃত্যু হয়।
কিন্তু প্রেমে পড়লে নতুন কিছুর সৃষ্টি হয়।

so, keep falling in love :)

০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

স্প্যানকড বলেছেন: মেয়ে,
আশকারা দিচ্ছ? :)

১১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

মিরোরডডল বলেছেন:




নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একটা গল্প লিখছি ।

কোথায় গল্প? পড়বো বলে এলাম কিন্তু কোন গল্প নেই।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

মিরোরডডল বলেছেন:




নাহ আশকারা দিচ্ছিনা।
বোঝাতে চেয়েছি, এটা সিরিয়াসলি নেবার কিছু নেই।
খুব স্বাভাবিক ঘটনা।
এমন হয়, সামনে আরও হবে।
তাই চলছে চলুক।

কবির কবিতা মানেই কল্পনা।
এখন যেটা হচ্ছে, সেটা পুরোই কল্পনা নির্ভর।

যখন বাস্তবে প্রেম আসবে, তখন জীবনেও সেটার প্রতিফলন হবে।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

স্প্যানকড বলেছেন: তাহলে চলুক …...
তোমাকে বলা হয়নি
কাল রাত ঘুমুতে পারিনি ! :)


১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

মিরোরডডল বলেছেন:




কেনো হয়নি?

ঘুম না হওয়া এটা অন্তত আমার কাছে খুব স্বাভাবিক ঘটনা।
I hardly sleep at night.

মাঝে মাঝে পুরোই নির্ঘুম, সকালে ঘুমাতে যাই।

একসময় মেড নিতে হতো, এখন অবশ্য নেই না।



০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

স্প্যানকড বলেছেন: কি কইলাম প্রেমে পড়ছি তাই হয়নি। আমার কাছে অস্বাভাবিক। তুমি কাজ সামলাও ক্যামনে ? আমার ঘুম ঠিক না হলে মেজাজ গরম থাকে। যাক দুনিয়া এমনই কেউ মরে কেউ হাসে !

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা পূর্বের লিখা একটা আছে পড়বে ? করবো পোস্ট ??

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

মিরোরডডল বলেছেন:




অবশ্যই পড়বো নির্ব।




১৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:৪০

মিরোরডডল বলেছেন:




তুমি কাজ সামলাও ক্যামনে ?

অনেক পুরনো অভ্যাস।
বাবার যখন ক্যান্সার ছিলো, আমার তখন সিভিয়ার ইনসমনিয়া।
মা সারাদিন অনেক কষ্ট করতো বাবাকে নিয়ে।

আমি রাত জেগে পড়ালেখা করি, গান শুনি আর একটু পরপর বাবাকে দেখে আসি।
বাবাকে বলি, তোমার পছন্দের গানগুলো দেই, বাবা মাথা নেড়ে হ্যাঁ বলতো।

আমার বাবা ভীষণ গান পাগল ছিলো।
মান্না দে, হেমন্ত, জগজিতের গজল ওগুলো বাবার সাথে আমিও শুনতাম।
বাবা সারারাত ঘুমাতে পারতো না, এতো কষ্ট সেটা বলে বোঝানো পসিবল না।

আবার যখন হসপিটালে থাকতো, তখনও মা সারাদিন এতো পরিশ্রম করতো, আমি রাতে গিয়ে মাকে একটু ঘুমাতে দিতাম। রাতের পর রাত হসপিটালে ওভারনাইট জেগে কাটিয়েছে। কিছুক্ষণ বাবার পাশে থাকি, বই পড়ি।
আবার কিছুক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করি।

মধ্যরাতে কতবার যে নার্সের সাথে ডাক্তারের ফ্লার্ট করা দেখেছি!
বারান্দা থেকে রাতের ঢাকা দেখতাম, শুনশান নীরবতা ভেঙ্গে মাঝে মাঝে কুকুরের দাম্পত্য কলহ।
আরও কত কি!

বাবাও চলে গেলো।
আমিও একসময় ইনসমনিয়া থেকে সম্পূর্ণ বের হয়ে আসলাম।
অবশ্য সেসময় মাস ছয়েক ট্রিটমেন্ট করেছিলাম।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:২৫

স্প্যানকড বলেছেন: দু:খিত না জেনে তোমাকে কষ্ট দিলাম। মহাদেব সাহার একটা কবিতা আছে " মানুষ এতো দীর্ঘশ্বাস নিয়ে ঘুরেফিরে ! " এমন কিছু হবে হয়তো সঠিকভাবে লিখতে পারছি না। প্লিজ দু:খ কর না। আমার ভুল হয়ে গেছে। তোমার বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। জানি এগুলা যে কি কষ্ট ! আমার কষ্ট অন্য। ভালো থেকো সব সময়। সরি।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:০১

মিরোরডডল বলেছেন:




এরপর আবার এলো।
আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার মেনটর, বড় বোনকে যখন ক্যান্সার নিয়ে গেলো, তখন আমি রীতিমতো ট্রমার মধ্যে দিয়ে গেলাম। শুরু হলো আবার মান্থস আফটার মান্থস আফটার মান্থস ভ্যালিয়ামের ওপর থাকতে হতো।
মাঝে মাঝে সেটাও কাজ করতো না।

It took me while to get back to normal life.

এরপর অনিদ্রা রোগ কখনোই সম্পূর্ণ ছেড়ে যায়নি।
কিছুদিন ভালো হয়, তারপর আবার আসে।
এইতো, এভাবেই অভ্যাস হয়ে গেছে।

০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:২৭

স্প্যানকড বলেছেন: কি??? তোমার আপন বোন ?? উফফ! ক্যামনে টিকে আছো ? সরি..... সরি......সরি..... :(

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: দু:খিত না জেনে তোমাকে কষ্ট দিলাম।

এতো স্যরি বলছে কেনো?
এগুলো সবই স্মৃতিচারণ।
পার্ট অভ লাইফ।
দুঃখ পাবার কিছু নেই।

তাইতো বলি ছেলে, এরকম আরও কত না জানা আছে।




১৯| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১১

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: কি কইলাম প্রেমে পড়ছি তাই হয়নি। আমার কাছে অস্বাভাবিক।

এই যে যাকে ভেবে সারারাত ঘুমায়নি, এর কোন বাস্তবতা নেই।
তাহলে কেনো এই অস্বাভাবিকতাকে প্রশ্রয় দেয়া!

You have sketched a portrait in your imagination, and this is the girl you like.
যার সাথে নিকের আড়ালে থাকা মানুষটার হয়তো কোন মিল নেই।

You know nothing about the real person.
You don't know what she looks like, how she talks, her voice, her body language, gesture.
What's her background, her age, religion, relationship status, medical history, criminal history nothing you know :)

So, keep in your mind this is not the same person you are dreaming about.
That's someone else in your imagination.

এই যে একটু আগে একটা ধাক্কা খেলো না জানা কথা শুনে, এমন কত না জানা আছে :)
এসব উরাধুরা চিন্তা বাদ দিয়ে রাতে ঠিকমতো ঘুমাতে


২০| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১৫

মিরোরডডল বলেছেন:




টাইপো ঘুমাবে


২১| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই যে যাকে ভেবে সারারাত ঘুমায়নি, এর কোন বাস্তবতা নেই।
তাহলে কেনো এই অস্বাভাবিকতাকে প্রশ্রয় দেয়া!


আপা তুমি ছেলে নও তো তাই বুঝবে না । ছেলেরা যখন কবি হয়ে যায় তাদের প্রেম হয়ে পড়ে সুরিয়ালিস্টিক । আরব্য কবি হাফিজ , খৈয়াম ওদের কবিতায় তা জানা যায় ।

আমরা ছেলেরা ঠিক এই অবাস্তবকে বুকে নিয়ে প্রেমে পড়ি আবার বিরহে বাঁচি । বিশ্বাস করবে না আপা এর যে কী পরিমাণ যন্ত্রণা তা আমি হাড়ে হাড়ে টের পাই ।

ঠিক কয়েকমাস আগে আমি এমন একটা সময় পাড় করেছি । কী যে মায়া জন্মে যায় তার কোন যৌক্তিকতা থাকে না । প্রচণ্ড যুদ্ধ করেও ক্লান্ত হয়ে যেতে ইচ্ছে করে হেরে যেতে ইচ্ছে করে । আবার বুঝতেও পারি এর কোন মানে হয় না ।

তুমি বুঝবে না আপা , ঠিক এই সময় যে পরিমাণ মায়া জন্মে একটি ছেলের বুকে তা জানলে প্রাসাদে বাঁচা নন্দিনীও মলিন বেশ ধারণ করে সেই মায়ায় ডুববে !!

জানো তো প্রেমের সমস্ত সংজ্ঞার জন্ম ঠিক এই মায়া থেকে !!

২২| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৮

মিরোরডডল বলেছেন:




ঠিক কয়েকমাস আগে আমি এমন একটা সময় পাড় করেছি ।

যাক পিচ্চুর সেই সময়টা কেটে গেছে জেনে খুশি হলাম :)

সেটাই, চাইনা কেউ সেই মায়াই জড়িয়ে কষ্ট পাক, তাইতো সাবধান করি।

ফ্রি কাউন্সেলিং :)

২৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪০

আমি সাজিদ বলেছেন: কি এক অবস্থা!

২৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কি এক অবস্থা!

সাজিদ ভাইয়ের মত আমিও মাঝে সাঝে এমন বলে উঠি । হাহাহাহাহাহা , আসলেই মাঝে সাঝে প্রেম বিষয়টা কেমন যেন বিরক্তিকর !!

২৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক পিচ্চুর সেই সময়টা কেটে গেছে জেনে খুশি হলাম :)

সেটাই, চাইনা কেউ সেই মায়াই জড়িয়ে কষ্ট পাক, তাইতো সাবধান করি।

ফ্রি কাউন্সেলিং :)


এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আবার এমন হলে নিজের এই ব্যাপারটা নিয়ে হাসবো । কী পাগলামি অবস্থা যা কিছুর অস্তিত্ব নেই তা নিয়ে উদ্ভ্রান্ত হয়ে কী লাভ ? বরঞ্চ ওটাই ভাবা উচিত " সব কিছুই প্রয়োজন , আমার কাছে যে প্রয়োজন আমি তো তার কাছে নৈ !"

২৬| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১৫

মিরোরডডল বলেছেন:




এই যে পিচ্চু আজকে ছবি শেয়ার করলো, তার সাথে কিন্তু কোন মিল নেই।
কিন্তু পিচ্চুর মনে হয়েছিলো দেখতে এমন। তাই নাহ?

তাই বলি, কল্পনা নির্ভর হয়ে পাগলামি করা সময় নষ্ট।
কারণ বাস্তবে হয়তো সম্পূর্ণ অন্য মানুষ।

দেখার বর্ণনা দিয়ে কাউকে ছোট করছি না কিন্তু বোঝার জন্য বলছি।
হতে পারে সে দেখতে খাটো মোটা স্থুলপ্রকৃতির, নাকি সুরে কথা বলে :P
শেরজা বলেছিলো হতে পারে সে একজন বিধবা #:-S
সোহানাজোহা বলেছিলো সে মায়া হাজারিকা বা সুমিতা দেবীর মতো কেউ, অনেকগুলো নাতি নাতনি আছে :)

হতে পারে সে একজন
বুদ্ধাঙ্গ শারানাং গচ্ছামি
দাম্মাম সারানাম গচ্ছামি

মানে বৌদ্ধ ধর্মাবলম্বী :)

হতে পারে একজন ক্রিমিনাল, পলাতক দাগী আসামি।
অথবা হতে পারে তার এমন কোন কঠিন অসুখ যে কারণে রিলেশনশিপ থেকে দূরে থাকে।
উই নেভার নো, অনেক কিছুই হতে পারে।

হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।





২৭| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ২:৫৮

স্প্যানকড বলেছেন: ফাইজলামির সীমা আছে। এসব ধাক্কা সইয়ে আমি আজ এইখানে। তুমি কতদূর চিন আমাকে? কিস্যু জানো না। তুমি কেমন দেখতে কেমন কি এগুলা বলে লাভ নেই। আমি আমার সিদ্ধান্ত নিতে জানি। তোমার সাথে কতদূর যাওয়া যেতে পারে আমি জানি। আমি অত সহজে কাঁদি না কিন্তু যখন কাঁদি তখন একদম শিশু। রাগলে আগুন। আমি আমার রাগের কারণে সব হারিয়েছি। তবে আমি বেহুদা রাগি না নিজের সর্বস্ব বাঁচাতে রাগি। ঠিক আছে তুমি প্রেমিকা না হলে বন্ধু তো হতে পারো নাকি? একই কথা আমিও বলতে পারি আমাকে দেখে তোমার পছন্দ না ও হতে পারে কারণ তোমার আশেপাশে সুদর্শন কত যুবক ঘুরাঘুরি করে। তোমার ধর্ম জাত জানি না কিন্তু তুমি মানুষ তো ভালো। নাকি? এরচেয়ে বড় আর কি সত্য। অনেক কিছু বলার আছে বলতে চেয়েও পারছিনা কারণ এটা পাবলিক প্লেস। শুধু বলছি ভালোবাসি। নিজের যত্ন নিও। পারলে মাঝেমধ্যে এসো। সে তোমার ইচ্ছে।

২৮| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

মিরোরডডল বলেছেন:




ঠিক আছে তুমি প্রেমিকা না হলে বন্ধু তো হতে পারো নাকি?

হা হা হা হা
ওহ মাই গুডনেস!!!!!

ত্রিপিটকের কার্যকারিতা দেখে আমি মুগ্ধ :)
ভীষণ ইফেক্টিভ!

এইবার ঠিক আছে।
বন্ধুত্বের চেয়ে মধুর সম্পর্ক আর কিছু নেই।


০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

স্প্যানকড বলেছেন: তাহলে বন্ধু ঠিক তো ???? নাকি এতেও আপত্তি ? আমি এর হিসেব আগেই কষে রেখেছি কারণ তোমার আমার পথ সম্পুর্ন আলাদা।

২৯| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

মিরোরডডল বলেছেন:




ফাইজলামির সীমা আছে।

দুর্নীতি, সন্ত্রাসী, অসততা এগুলোরতো কোন সীমা নেই।
গালিগালাজেরও দেখলাম সীমা নেই।
তাহলে ফাইজলামির সীমা থাকতে হবে কেনো #:-S

তুমি কেমন দেখতে কেমন কি এগুলা বলে লাভ নেই।

গতকাল আসলে এতো নেগেটিভ বলা ঠিক হয়নি, সৃষ্টিকর্তা নারাজ হবে :)
গড নিজ হাতে যত্ন নিয়ে সুন্দর করে বানিয়েছে।
thanks God, I'm grateful.

রাগলে আগুন। আমি আমার রাগের কারণে সব হারিয়েছি।

কি করেছিলো? রাগে বউ পিটানো এরকম কিছু?
তাই বউ চলে গেছে :)

পারলে মাঝেমধ্যে এসো।

মাঝেমধ্যে!
আমিতো প্রতিদিনই আসি।
তাহলে কি এখন থেকে মাঝে মাঝে আসবো।

০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২২

স্প্যানকড বলেছেন: গালিগালাজের প্রসঙ্গ না আনলে হয় না। আইচ্ছা প্রতিদিন এসো। আমার তোমার মতো মাথা কুল থাকেনা। সেদিন বসের সাথে রেগে গেছি এই রাজনৈতিক আলাপ নিয়ে। পরে অবশ্য সরি বলেছি । উনি সিনিয়র বন্ধুর মতো। আমি আমার পথ বেছে নিয়েছি। ভালো থেকো। :)

০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৮

স্প্যানকড বলেছেন: বিরহ সইবার ক্ষমতা আছে..:)

০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

স্প্যানকড বলেছেন: তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে প্লিজ। নাকি সুর হোক আর লতা মংগেস্কার আমি শুনতে চাই। মানুষ আমি যন্ত্র না। এখন বুঝি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ ক্যান উহা বলেছেন। প্লিজ।

৩০| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার কমেন্টটা কৈ গেল ??

০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

স্প্যানকড বলেছেন: কোনটা কমরেড?

৩১| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গান নিয়ে একটা করেছিলাম ঐ টা দেখি নাই!!

০৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

স্প্যানকড বলেছেন: কি জানি। আমি তো মুছি নাই। ভালো থাকবেন।

৩২| ০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দেখার বর্ণনা দিয়ে কাউকে ছোট করছি না কিন্তু বোঝার জন্য বলছি।
হতে পারে সে দেখতে খাটো মোটা স্থুলপ্রকৃতির, নাকি সুরে কথা বলে :P
শেরজা বলেছিলো হতে পারে সে একজন বিধবা #:-S
সোহানাজোহা বলেছিলো সে মায়া হাজারিকা বা সুমিতা দেবীর মতো কেউ, অনেকগুলো নাতি নাতনি আছে :)



এছাড়াও হতে পারে আয়নাবিবি ৭ ফুট ২ ইঞ্চি লম্বা । মাথায় টাক , বিশাল বপুর অধিকারি । এতটাই বিশাল যে প্রেমিকের হৃদয়ে জায়গা হবে না :-B

আবার আয়নাবিবি নারীও নয় পুরুষও নয় এর বাদে যা মাথায় আসছে তাও নয় ।

হতে পারে আয়নাবিবি এলিয়ন । সুদূর কোন গ্রহের বাসিন্দা এখানে এসেছেন প্রেম পর্যবেক্ষণ করতে !

কী হতে পারে না ??

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১১

স্প্যানকড বলেছেন: আসলে আয়নাবিবি কি সে নিজেও জানে না ! আমরা কেউ জানি না আমরা কি বা কি চাই? প্রেম নাকি বিরহ? না দুইটার মিশ্রণ। আয়নাবিবির দু:খ আছে আবার হতে পারে কিছুই নাই সুখ আর সুখ। সে যাই হোক আয়নাবিবি যেমন হোক ভালো থাকুক সব সময়। আনন্দে থাকুক। ত্রিপিটক এর সেই অমৃত বাণী যাহা এক সময় বিটিভিতে শুনে শুনে মুখস্থ হয়েছে " জগতের সকল প্রাণী সুখী হোক "। ভালো থাকবেন আনন্দে থাকবেন খুব।

৩৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে প্লিজ।

আর কি ইচ্ছে করে?


০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৯

স্প্যানকড বলেছেন: প্রেম করতে, বিয়া করতে, সংসার করতে, গা ঘেঁষে হাঁটতে, রাত দুপুরে সমুদ্দুর দেখতে, কবিতার শব্দের মতো পাশাপাশি বাঁধতে নাকি সুরে ধমক শুনতে, ত্রিপিটক শুনতে, রিক্সায় চাপাচাপি করে বসতে, অশ্লীল জোকস বলে তোমার গাল লাল করে দিতে আরও কত কি? কমু ? শেষ হইব না কিন্তু হা হা হা... গান শুনছি সঞ্জিব চৌধুরীর " আমি তোমাকে বলে দিব " শুনতে চাইছ বলে দিলাম গালিগালাজ দিবা না তাই বাঁইচা গেছি। মাইর দিতেও পারবা না। দুরত্ব বলে কিছু একটা আছে তো ! দুরত্ব শালা ! ভালো থেকো। আনন্দে থেকো সব সময়।

৩৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর কি ইচ্ছে করে?

আপা প্লিজ !

খুব গভীরে চলে যাচ্ছো । এটা ঠিক না , আমরা স্প্যানকডকে নিয়ে বেশি দুষ্টুমি করছি ।

ওনাকে ওনার মত চলতে দাও প্রেমে পড়তে দাও । আরেকটি বনলতার জন্ম হোক । আমিও ইতিহাসের সাক্ষী হৈ !


জগন্ময় মিত্রের গান আছে না ,

"ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমায় করেছে রাণী !"

তুমি রাণী হও , স্প্যানকড হোক ভিখারি । আমি হৈ প্রত্যক্ষদর্শী !!

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

স্প্যানকড বলেছেন: ভিখারি অলরেডি আছি আর কি হতে বাকী ! দম বের হওয়া বাকী। উহার অপেক্ষায় আছি। আয়নাবিবি যা ইচ্ছে করুক প্রেম আমার খাঁটি ! আইচ্ছা কেমন খাঁটি? সুরেষ সরিষার তেল? ঘিনি সোনা? কেমন? হা হা হা..... :) আমি মজা পাচ্ছি কিন্তু ! জীবনে উহার দরকার আছে কি কন কমরেড ? ভালো থাকবেন।

৩৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

মিরোরডডল বলেছেন:




নাকি সুরে ধমক শুনতে, ত্রিপিটক শুনতে,

আমারতো নাকি স্বর না, আমি Buddhist ও না।

সো আমি পিকচার থেকে বাদ, ওকে?

আমরা সবাই মিলে এভাবে ব্লগে ফান করি, আনন্দে থাকি, ব্লগের বন্ধুত্ব ব্লগের মাঝেই থাক।

এটাকে আর ব্লগের বাইরে না নেই।

তাই নো দেখা করা, নো কথা বলা।

আমি এখন শুনছি লতা জগজিত সাজদার গজল।


০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

স্প্যানকড বলেছেন: হুম, এতো টুকুন কলিজা লইয়া বন্ধুত্ব ! দরকার নাই। উহা জানি তোমার নাকি স্বর না। তুমি বৌদ্ধ ও না। আমার প্রিয় গজল " হাম তেরে শেহের ম্যা আয়া হে মুসাফির কি তারাহ " গোলাম আলী আর অনুরাধা পাডোয়ালের " দিল তোর কে হাসতে হো আচ্ছা তো নেহি হে " আমরা বন্ধুরা কি যে গাইতাম এগুলি। ঐ সময়কে আমরা বলি গোল্ডেন টাইম। এখন কেউ কারো কাছে নাই। এই জীবন। সবচেয়ে বেশী গাইতাম জুনুনের " ইয়ারো ইয়েহি দোস্তি হে " উফফফ ! আবার ইহাও গাইতাম " হে জাওয়ানি তো ইশক হো না হ্যা " হা হা হা... :) কত পাগলামি গানের আসর ভোলা যায় যায় না তো। এখনো শুনি রাত গভীরে। বাই দ্যা ওয়ে আমি অনলাইন পিরিতে বিশ্বাসী নই। ভালো থেকো আয়নাবিবি। হা হা হা.... :)

৩৬| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০১

আমি সাজিদ বলেছেন: কবির মনের কথা গানের ভাষায় বললে,

চাইনা কিছুই তো জীবনে আব়
তোমার মুখটা যদি দেখি একবাব়
এ জীবন করেছ কত যে মধুব়
হৃদয়ে কত গান কত যে সুব়....

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

স্প্যানকড বলেছেন: দেখলেই মায়া এরপর সর্বনাশ ! কে চায় জেনে শুনে এমন দুর্ঘটনা! হা হা হা.... :)

৩৭| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৫

মিরোরডডল বলেছেন:




বাহ সাজিদ!!!

এতো ভালো গান লিখতে পারে ছেলেটা, তারপরও কেনো লেখে না।


৩৮| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এতো ভালো গান লিখতে পারে ছেলেটা, তারপরও কেনো লেখে না।

এটা সাজিদ ভাইয়ের না আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা গান । আমার অপছন্দের একটি গান ।

সাজিদ ভাই হলেন সন্ন্যাসী গোছের মানুষ উনি প্রেমের গান লিখেন না !

৩৯| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

মিরোরডডল বলেছেন:




:) আমি মজা পাচ্ছি কিন্তু !

আমিও মজা পাচ্ছি।

আজকে সকালে কাল রাতের মন্তব্যের রিপ্লাই পড়ে অনেক হাসলাম এই দেখে যে কবি রীতিমতো ভয় পেয়েছে।

ধরেই নিয়েছে আমি Buddhist এবং বিধবা :)

ইনস্ট্যান্ট রিপ্লাই, আচ্ছা প্রেমিকা হতে হবে না বন্ধু হও।

সত্যিকার প্রেমিক পুরুষ বলবে, আই ডোন্ট কেয়ার বিধবা না সধবা, Buddhist or Christian, I want you.

আমাদের কবি পরীক্ষায় লাড্ডু পেয়েছে :)

এনিওয়ে, আমরা এখানে অনেক উড়াধুরা ফান করি।

আশা করি কেউ সিরিয়াসলি নিয়ে মাইন্ড করবে না।


০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৫

স্প্যানকড বলেছেন: হুম লাড্ডু পাই নাই। বললেই হলো। উহা বললে কি হতো। আরও দাঁত বাইর কইরা হাসতা উহা জানি। কি করতা বললে বাবু সোনা জলদি অস্ট্রেলিয়া আস ইত্যাদি মোটেও না। সো কি লাভ বলে? এখন আইছ কইতে আমি লাড্ডু পাইছি। জীবনে কোনদিন লাড্ডু পাই নাই। উহা প্রেম হোক আর যতবড় পরীক্ষা। যে বলে না সিরিয়াসলি নিবেন না তারাই বেশী সিরিয়াস। সাইক্লোজি তাই কয়। ভালো থেকো আনন্দে থাকো মেয়ে।

৪০| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

আমি সাজিদ বলেছেন: খালিদ হাসান মিলুর গাওয়া কালজয়ী গানটা যে মিরোরডডল শুনে নাই জেনে খুব অবাক হলাম। গানটা আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা। যে প্রেম স্বর্গ থেকে এসে

৪১| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০১

মিরোরডডল বলেছেন:




ওহ তাই নাকি?? :-B

এই গানের শুধু মুখটুকু শুনেছি আগে, নাহ পুরো গান শুনিনি।



৪২| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৩

মিরোরডডল বলেছেন:




সাজিদ ভাই হলেন সন্ন্যাসী গোছের মানুষ উনি প্রেমের গান লিখেন না !


তবে পিচ্চু, সাজিদ ভালো গান লেখে, আমি সাজিদের লেখা গান শুনেছি।

৪৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: বাই দ্যা ওয়ে আমি অনলাইন পিরিতে বিশ্বাসী নই।

আমিও না, একদমই না।

I'm pretty aggressive in love relation.
that's why I need real man in real world.
অনলাইন প্রেম ভালোবাসায় আমি নাই।
that's not for me too.


০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৩

স্প্যানকড বলেছেন: হা হা হা.... হাসমু না কানমু। কোনটাই না। ফেইক ওয়ার্ল্ডে থাইকা রিয়েল ম্যান খোঁজ করা আহ : কি বলিলেন আপনি ! আপনার মংগল কামনা করছি.... :)

৪৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: I'm pretty aggressive in love relation.
that's why I need real man in real world.
অনলাইন প্রেম ভালোবাসায় আমি নাই।
that's not for me too.


তার মানে আয়নাবিবি আশায় আছে ?

যাহ্ শালা এতদিন কারে সন্ন্যাসী ভাবলুম ।

৪৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৫

মিরোরডডল বলেছেন:




real man in real world

এটা বলতে কি বোঝায়, দুইজনের একজনও বোঝে নাই।
এতো সিম্পল বিষয় না বোঝার কি আছে!

রক্ত মাংসের মানুষ I can touch & feel.
এটা মিন করেছি।

০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১৯

স্প্যানকড বলেছেন: আপনি বুঝলেই হবে। হুম টাচ এন্ড ফিল ! একটা জোকস মনে পড়ল, পাত্রীর বাবা ঘটক কে বলছে, আমার মেয়ের জন্য পাত্র দেখেন? ঘটক জিগায় কেমন পাত্র? মেয়ের বাবা কয় সারাক্ষণ আল্লাহ করবে এমন। ঘটক উত্তর দেয় ঢাকা মেডিকেল এর আই সি ইউ তে যোগাযোগ করেন। সেখানে সব সারাক্ষণ আল্লাহ আল্লাহ করে... হা হা হা... :) জীবন আসলেই সুন্দর। ভালো থেকো সাব্বা খাইর :)

৪৬| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

মিরোরডডল বলেছেন:




তার মানে আয়নাবিবি আশায় আছে ?

পিচচু, সবকিছু একটু বেশি বোঝে।

We're talking about do we believe in online relation or not.
So, my answer is no, I don't believe in it.

If I go for a relationship, offline is definitely preferable.

Now if you are asking, am I going to be in a relationship?

At the moment the answer is no.

So please read first, না বুঝে কথা বললে রাগ লাগে।

৪৭| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটা বলতে কি বোঝায়, দুইজনের একজনও বোঝে নাই।
এতো সিম্পল বিষয় না বোঝার কি আছে!


হ্যাঁ তো আমরা তো দুগ্ধপোষ্য শিশু । বুঝি না ।

একটু আগে ভূ-কম্পন অনুভূত হলো ।

৯ মাত্রা হবার আশংকা আছে । কে জানে আর কথা হবে কি না ভালো থেকো !!

৪৮| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: So please read first, না বুঝে কথা বললে রাগ লাগে।

উঁহু , ভেগোলজিক্যাল হয়ে গেছে যদিও । ঐ কথাদুটো অন্য কথা বলে । সে যাক !

এতক্ষণ তুমি ফাজলামি করলে এখন আমি করলাম । রেগে গেছো যখন আমিও রাগলাম । আর কোন মন্তব্য নাই ! হলো এবার ?

বিদায় ! ভালো থেকো !!

৪৯| ০৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:৫৪

মিরোরডডল বলেছেন:




জোকসটা কিভাবে আমার কোন মন্তব্যের সাথে সম্পৃক্ত হতে পারে, আমি বুঝতে পারছি না।
মাথার ওপর দিয়ে গেলো, এনিওয়ে।


০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮

স্প্যানকড বলেছেন: এতো বুঝদার মানুষের এ মন্তব্য করা শোভা পায় না। অনেক কিছু লিখে আবার মুছে দিতাছি ভাবি কি লাভ ? ভালো থেকো। আনন্দে থেকো... :)

৫০| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

মিরোরডডল বলেছেন:


আমি বুঝদার মানুষ না।
আর সবার সবকিছুই ভালো বুঝতে হবে কেনো!

সবসময় লাভ লস চিন্তা করলে হয়না।
Be yourself, be genuine.

আনন্দেই তো থাকতে চাই কিন্তু পারছি কোথায়!
কারো সাথে ভুল বোঝাবুঝি হলে আমার মানসিক শান্তি হারিয়ে ফেলি।

০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

স্প্যানকড বলেছেন: আমি আমার জায়গায় ঠিক তুমি তোমার জস্যগায় ঠিক । তোমার সাথে এমন কিচ্ছু হয়নি যে মানসিক শান্তি নষ্ট হবে। তুমি শুধুই রেগে যাচ্ছ। আচ্ছা, রাগলে তোমার গাল কি লাল বা গোলাপি হয়? এমনিতে জানতে চাওয়া। তোমাকে কথা বলার জন্য রিকোয়েস্ট করলাম তুমি সরাসরি মানা করে দিলা। আমার এটা মেনে নিতে কষ্ট লেগেছে। জোরাজোরি আমি পছন্দ করি না। এক তো কথা বললে না আবার পাবলিক প্লেসে এসে বলছ, এসব ফান হ্যান ত্যান আগডুম বাগডুম ! ঠিক আছে। আমার কোন ধরনের রিলেশনে আস্থা নেই । তবে এটা সত্যি তোমাকে পছন্দ করি। তুমি জানতে চাইলে আর কি ইচ্ছে করে? আমি বোকার মতো ভেতরের সত্য প্রকাশ করে দিলাম আর তুমি হা হা হো হো করে হাসলে এরপরে বলবে তোমার শান্তি নষ্ট হচ্ছে আনন্দ নাই ! আমি জানতে চাইছি তুমি মায়া হাজারিকা না সুমিতা দেবী? তোমার স্বর নাকি না লতা মংগেস্কর? তুমি বিধবা না সিংগেল? ধর্ম জাত কি? আবার আমাকে লাড্ডু পাওয়া ছাত্র বানিয়ে দিলে। আমি বোকার মতো বলে ফেলেছি আমার রাগের কথা কাঁদবার কথা তুমি উহা মজা হিসেবে নিয়েছ। শান্তি তো আমার নাই। আমাকে নিয়ে তুমি মজা করেছ। কথা বলবে না ভালো কথা, দেখা করবে না ভালো কথা সে তোমার ইচ্ছে।কিন্তু ওসব নিয়ে পাবলিক প্লেসে মজা করা ঠিক হয়নি। ভালো থেকো। আনন্দে থেকো....:)

৫১| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

মিরোরডডল বলেছেন:




ছেলে এতো বড় একটা মন্তব্যে কতকিছু যে বললো!

কাল রাতে এখানেইতো পিচ্চুর সাথে ঝগড়া করেছি সেইজন্য বলেছি....

কারো সাথে ভুল বোঝাবুঝি হলে আমার মানসিক শান্তি হারিয়ে ফেলি।

It's nothing about you at all.

Till date, কবির কোন কথায় আমি কিছুই মনে করিনি, রাগও করিনি কখনো, কারণ আমিতো জানি ইউ আর কাইন্ড অভ পাগলা।

আর কি ইচ্ছে জানতে চাইলে প্রতিমন্তব্য যা বললো এটাইতো স্বাভাবিক।
এই সহজ সরলতার জন্যই কবির কবিতা এবং কবিকে পছন্দ করি।
কল্পনাতে মানুষ মুক্ত স্বাধীন মনের মাধুরী মিশিয়ে চিন্তা করে, এটা নরমাল।

I thought its cute! anyway......

সবাই ঘুরে ফিরে আমাকেই ভুল বোঝে, Its nothing new to me.


০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

স্প্যানকড বলেছেন: বেশী বোঝে..... আমাকে পছন্দ করার দরকার নাই। ছেলের মাথা গরম আছে.... রচনা লিখা বাদ দিলাম। ভালো থেকো আনন্দে থেকো.... :)

৫২| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধুর্মিয়া আপনি কথাই বোঝেন না !

ঐ কথাটা আমাকে বলা ।

আমি খুশি হয়েছি থাকুক মানসিক অশান্তিতে । আমিও তো থেকেছি বিক্ষিপ্ত , তো আপাও বা কেন থাকবে না । বেশ হয়েছে ।

শোন আপা , আবার যদি বকো তো এমন হবেই হবে মনে রেখো !!

৫৩| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি বোকার মতো বলে ফেলেছি আমার রাগের কথা কাঁদবার কথা তুমি উহা মজা হিসেবে নিয়েছ। শান্তি তো আমার নাই।

আমি কিন্তু এটা বুঝতে পেরেছি তাই বলেছিলাম আর না এগোতে । এই যে হাসির মত সবকিছুকে গন্য করা এটা খুব কষ্ট দেয় । আমি এটার অভিজ্ঞতা পেয়েছি । তাই কারও প্রেমে পড়লেও বলি না একদম না । আপনারও এভাবে বলাটা উচিত হয়নি । ব্লগ একটা খোলা জায়গা । এখানে আপনাকে খোঁচাতে সবাই উদগ্রীব হয়ে থাকবে ।

আবার আয়নাবিবিও আসলে কী করবে বুঝতে পারছে না , একবার ভেবে দেখুন উনি কিন্তু কড়া কোন কথাও বলেনি । আপনি ভেতরে পুষে রাখুন প্রেম এত বলবার কিছু নেই । আপনাদের এই যে খুনসুঁটির রসায়ন এটা অমর হোক । বন্ধুত্বের চাইতে দারুণ আর কিছু হয় না । আপনার প্রেম এই বন্ধুত্বের মধ্যে পুষে রাখুন !!

ভালো থাকবেন কমরেড , দ্রোহে আর প্রেমে !!

০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

স্প্যানকড বলেছেন: আমি অত সহজে ক্ষেপি না। তবে একবার বেঁকে গেলে আর সিধা রাস্তায় আসি না। মানে তার লাইফ তার আমার লাইফ আমার। প্রেম করিনা আবার ঘৃণাও করি নাই। সুতা কাটা ঘুড়ির মতো ছেড়ে দেই মানে মুক্ত করে দেই। যাক যেদিক খুশী উড়ে আমার কি ! আমি আমার জীবন উপভোগ করি কবিতা দিয়ে। মাতাল হই উহাতে। মারজুক রাসেলের কথা দিয়ে শেষ করছি " হোক একটু ফিলিং হোক আমি অনেক কিছু ছাইড়া আসা লোক ! " এসব প্রেমট্রেম হা হা হা.... :)

৫৪| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

মিরোরডডল বলেছেন:




শোন আপা , আবার যদি বকো তো এমন হবেই হবে মনে রেখো !!

বকা খাওয়ার মতো কাজ করলে একশবার বকা দিবো।

বলি একটা, মানে করে আরেকটা, বকা দিবো নাহ তাহলে কি আদর করবো!

৫৫| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বকা খাওয়ার মতো কাজ করলে একশবার বকা দিবো।

বলি একটা, মানে করে আরেকটা, বকা দিবো নাহ তাহলে কি আদর করবো!


বেশ তো , করে যাও যত পাড়ো বকাবকি । কষ্ট কিন্তু তুমিও পাবে বলে দিলাম ।

তোমার কাজই হলো আদর করবার আদর করবে । আর ভুল বোঝাবুঝির কী হলো ? আমি তো বলেছিই যে আমি ফাজলামো করেছি । আজব তো ! ফাজলামিতে তুমিই কিন্তু বেশি রিয়েক্ট করছো । তুমি কী চাও আর তুমি কী তার কিছুটা তো আমি জানি তাই না !

ঐ কথাগুলো অ্যাম্বিগিউয়াস কথা , তো কী করা ??

৫৬| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

মিরোরডডল বলেছেন:




বন্ধুত্বের চাইতে দারুণ আর কিছু হয় না ।

পিচ্চু হলেও বোঝে ভালো, কবির চেয়ে ম্যাচিউরড।

এখানে আপনাকে খোঁচাতে সবাই উদগ্রীব হয়ে থাকবে ।

আমরা সেটা হতে দিবো কেনো!
We will protect each other.
এখানে আমরা সবাই মিলে গল্প করি আড্ডা দেই, তাতে কার কি যায় আসে!

At the end I would say, I didn't mean to hurt you.
Still if you get hurt by me, I'm so sorry.

এ কারণেই আমি অলওয়েজ বলি, আমি মানুষ ভালোবাসি, তাই মানুষ থেকে দূরে থাকি।


০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

স্প্যানকড বলেছেন: সরি বলার কিচ্ছু নাই। ভালোবাস না ছাই ! হা হা হা.... :) আমার ম্যাচিউরড হওয়ার দরকার। যেমন আছি তেমন থাকতে চাই। একটা ঘটনা মনে পড়ছে কিন্তু উহা লিখলে রচনা হয়ে যাবে। রচনা লিখা বাদ দিয়েছি। ভালো থেক আনন্দে থেকো :)

৫৭| ০৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পিচ্চু হলেও বোঝে ভালো, কবির চেয়ে ম্যাচিউরড।

অবশ্যই আমি প্রাজ্ঞ তবুও বকা খাই !!

আমরা সেটা হতে দিবো কেনো!
We will protect each other.
এখানে আমরা সবাই মিলে গল্প করি আড্ডা দেই, তাতে কার কি যায় আসে!


অবশ্যই হতে দিবো না । কিন্তু শুরু হলেই তো কষ্ট পাবে সে । যদিও এখানে দেখেছি অনেকে অনেক স্বাভাবিক জিনিস বোঝে না । আর খোঁটা তো এখানে নিত্যদিনের ব্যাপার , টিপ্পনি এক জিনিস আর খোঁটা আরেক জিনিস । এটা অনেকেই বোঝে না ।

At the end I would say, I didn't mean to hurt you.
Still if you get hurt by me, I'm so sorry.

এ কারণেই আমি অলওয়েজ বলি, আমি মানুষ ভালোবাসি, তাই মানুষ থেকে দূরে থাকি।


তোমার চিন্তার কিছু নেই । উনি আহত হননি আর হবেনও না । এটা স্বাভাবিক প্রতিক্রিয়া ওনার ।

তুমি কেবল মানুষ থেকে দূরেই থাকো না আবার বকাও দাও । আসলে অনেক কিছু দূর থেকে সুন্দর ।

ঐ যে আমাদের রবী বলেছে না ,

"দূর হতে আমি তারে সাধিব
গোপন ও বিরহ ডোরে বাঁধিব "

ভালো থেকো আপা ।

ইশ কিছুদিন কী দারুণ আলাপ হয়েছে । আহা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.