নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আঁধার শহরে কবিতা দুয়ারে-দুয়ারে। চ্যাপ্টার ২০।

২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

ছবি নেট ।

আমাকে যারা তীব্র ঘৃণায় নানা কায়দায়
মারতে চায়
ওরা জানে না কবিদের মৃত্যু নেই
প্রতিবার নতুন করে জন্মায়।

আমিই আমাকে খুন করি
আলস্য জড়তা নেই এ খেলায়
যা ঘটিয়ে ফেলি এক ঝটকায়।

মুন্ডুহীন শরীরের নেই দাম 
আমার পংক্তিরা খুব খাঁটি সত্য
ওদের অবস্থা 
রাস্তায় দাঁড়ানো বেশ্যাদের মতো।

ভুল করে গেলে
অনুমতি ছাড়া
আমি তোমার ধারনার বাইরে
উড়নচণ্ডী একদম বাঁধনহারা।

ব্যাথার ব্যান্ডেজ গোটা দেহে
আত্মাকে না পারে ছুঁতে
তোমাদের কাবু করেছে যে ভুতে
ওসব বহু আগে
পায়ের তলায় রেখেছি পুঁতে।

প্রেম মানে তো মন্দ কিছু নয়
ভালো কিছুই হয়
প্রেমের অভাবে
কেউ কেউ আবোল তাবোল কয়।

সত্যি,
তোমাদের চেষ্টায় নাই কোন ঘাটতি
তোমরা আমার পা ধরে
নীচে নামাতে কি জোরে টানো
আমি তোমাদের কাঁদে পা রেখে
উঁচুতে চলে আসি আরও।

যদিও নভেম্বর এর শেষে
জোছনা ভিজায় গাল
ওদিকে দেখি কুঁইকুঁই কাঁদে
শুয়োরের পাল।

ডরাই না কারো চোখরাঙানিতে
আহা বেচারা
এরকম হাভাতে !
থাকে কোন জগতে ?

হা হা হা
আমিও কি কম যাই
কি দারুণ নেচে বেড়াই
কবিতার ব্যাগপাইপ বাজাই
রাত, দুপুর
এমনকি দিনের শুরুতে !

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ভালো লিখেছেন।শুভকামনা থাকলো।

২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ জিনাত। আপনি ও ভালো থাকবেন :) আনন্দে থাকবেন :)

২| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯

মিরোরডডল বলেছেন:




ঠিক এমনটাই থাকবে সবসময়, এটাই কবির কাছে প্রত্যাশা।

স্প্যানকডকে শুরু থেকেই এমন দেখে আসছি।
তাহলে হঠাৎ করেই এখন অনেকে কেনো ক্ষ্যাপা, সেটাই বুঝলাম না!

যাইহোক, একটাই রিকোয়েস্ট লেখা কনটিনিউ করে যাবে।
এখন আসা হয়, দুদিন পর নাও আসতে পারি।
কিন্তু জানবে, অফলাইন থেকে হলেও লেখা পড়বো।
কারণ কবির লেখা আমি পছন্দ করি।
স্প্যানকড এর জন্য আমার বেস্ট উইশ থাকবে সবসময়।


২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

স্প্যানকড বলেছেন: কিসের কি বলছ? মাথা ঠিক আছে ? আমি কলম চালিয়ে যাচ্ছি ওতে ভাটা আসবেনা ইন শা আল্লাহ। যে জেগে ঘুমায় কবি তাকে কেমনে জাগায়? কারো ডরে চলে যাবে? না বেশী ভালবেসে? উত্তর জানা খুব দরকার। আশা করি দিবে। আমি শুরুতে ছিলাম যা এখনো তা পাবে না কোন ভণিতা। হা হা হা :) এ দেখি কবিতা হয়ে গেল। কি হইছে প্লিজ বলো না??

৩| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

মিরোরডডল বলেছেন:




অবশ্যই বলবো, একটু পর আসছি।

বাই দ্যা ওয়ে, কালকের প্রথম কমেন্টের কারেকশান কিন্তু করা হয়নি, আজও দেখলাম সেইটা ওভাবেই আছে।





২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮

স্প্যানকড বলেছেন: এই যে নারী তুমি আমার ডিকশনারি ! ঠিক করেছি সুইটহার্ট ! :) হা হা হা :) আশায় রইলাম তোমার :)

৪| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

বিষাদ সময় বলেছেন: কবিতা তেমন বুুঝিনা, তবে সবাই ভাল বলে যেহেতু তার মানে ভাল লেখেন। কিন্তু একই ছবি দেখতে দেখতে যে হয়রান হয়ে গেলাম :)

২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

স্প্যানকড বলেছেন: আপনার তো নিজের কোন কিছু নাই !!!

৫| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

মিরোরডডল বলেছেন:




I'm sorry আমি বলেছি এসে বলবো কিন্তু এখন আমি মানসিকভাবে এতো বেশি ডিস্টার্বড, যেটা বলতে চেয়েছি ওগুলো নিয়ে আর বলতে ইচ্ছে করছে না। কিছু মনে করবে না প্লীজ।

কেউ যদি আমাকে মিথ্যা অপবাদ দেয়, আমি যা করিনি যা বলিনি সেরকম কিছু যদি কেউ বলে, ওটা খুব পেইনফুল।
সামু আমার খুব শখের একটা জায়গা, কিন্তু এখন মনটা এতো ভারাক্রান্ত মনে হচ্ছে আমার এখানে আসা আর ঠিক হবে না।

অভিনয় ভনিতা এগুলো আমি পারিনা, কখনো চেষ্টা করিনি।
স্যরি এখানে এগুলো বলার জন্য।

you wanted to know, that's why I said so.

ভালো থাকবে।

৬| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

স্প্যানকড বলেছেন: আজব তো একটা ধোঁয়াশার মধ্যে রেখে গেলে সত্যি ! যাও যা খুশী কর। যদি কষ্ট দিয়ে থাকি সরি :) কত কি যে তোমায় বলেছি। ভালো থেকো :) আনন্দে থেকো :) তোমাকে ভেবেছিলাম খুব স্ট্রং একটা মেয়ে যে কি না লড়তে জানে এখন দেখছি ভেংগে গেছ একদম টুকরো টুকরো। তুমিই তো বল আমাকে ঘুরে দাঁড়াতে তাই না???

৭| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

মিরোরডডল বলেছেন:




no, you haven't done anything wrong.
so, please don't take it personally.

ব্লগে যে কজনের সাথে সময় কাটাতে আড্ডা দিতে আমি পছন্দ করি, you're one of them.
স্প্যানকড এর কোন কথায় আমি কখনও কিছু মনে করিনি।

আর সেখানেই আমার আপত্তি।
we're friends.
আমরা একজন আরেকজনকে অনেক কথাই বলি।
আমাদের সমস্যা না থাকলে, অন্য মানুষের সমস্যা হবে কেনো!!!

শেরজা সাচু স্প্যানকড শায়মাপু নির্ব এরকম সবার সাথেই আমি অনেক খোলামেলাভাবে কথা বলি।
রাখঢাকের কিছু নেই এখানে। তাহলে হঠাৎ কেনো এটা নিয়ে কেউ কিছু বলবে।

somehow, I know and I'm very disappointed.

তোমাকে ভেবেছিলাম খুব স্ট্রং একটা মেয়ে যে কি না লড়তে জানে এখন দেখছি ভেংগে গেছ একদম টুকরো টুকরো।

এটা এমন একটা টপিক, এগুলো নিয়ে আর্গুমেন্ট বা ফাইট করতে গেলে কথার পিঠে আরও কথা হয়, বিষয়টা খুব বাজে হয়ে যায়। এ ধরণের গসিপিং আমার খুব অপছন্দ। তাই আমি আর্গুমেন্ট না করে এভয়েড করে যাই।
অনলি সাবজেক্টটা সেনসিটিভ তাই।

৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

স্প্যানকড বলেছেন: এই অন্য মানুষ গুলি কে? যাদের ভয়ে তুমি এতো কম্পিত। কি বলছে তারা তোমার সাথে আমার বেশী মাখামাখি দহরম মহরম প্রেম! হা হা হা :) আমি দেখো ভেতরে যা রাখি বাহিরে তাই রাখি। কে কি করলো ভাবলো ওসব নিয়ে মাথা কম ঘামাই। এখন আমার প্রিয় কবি চার্লস বুকোস্কির একটা কথা বলতেই হচ্ছে " মানুষ আমাকে এম্পটি করেছে তাই একা থেকে উহা রিফিল করছি । " আমি তাই করছি কবিতা লিখে। আমার সমস্তকিছু কবিতা ঘিরে। আগেই তোমাকে বলেছি তোমার আমার সম্পর্কে ওসব মিলন ফিলনের গোষ্ঠী নেই ক্লিয়ার! তোমার রাস্তা আলাদা আমারটাও আলাদা। সেই কখন থেকে কি যে প্যাঁচাল পারছি। একটা বিষয় লক্ষ্য করছি তুমি অনেক কিছুর উত্তর দাওনা। এই যেমন গতকাল বলেছি, যদি কবিতার বই কোনদিন বের করি তবে এর প্রচ্ছদে বা মলাটে তোমার আমার কিছু কিছু মন্তব্য জুড়ে দিব। তুমি কিছুই কইলা না। হইল কিছু ! ও ভালো খবর থাক বলে লাভ নাই। ভালো থেকো :) আনন্দ নিয়ে থেকো সব সময় :)

৯| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০০

মিরোরডডল বলেছেন:




যাদের ভয়ে তুমি এতো কম্পিত।

এখন কিন্তু আমাকে রাগাচ্ছে। X(
আমি ভয় পাইনি, ভয় কেনো পাবো?
কিন্তু ভীষণ বিরক্ত হয়েছি।
আড়ালে কাউকে নিয়ে কথা বলা আমি সত্যিই অপছন্দ করি।

কে কি করলো ভাবলো ওসব নিয়ে মাথা কম ঘামাই।

সেইম হিয়ার কিন্তু সামুতেও এসব প্র্যাকটিস আছে, এটা কখনও আশা করিনি।
সেদিক থেকে আমার আশাভঙ্গ হয়েছে, এই আর কি!

মানুষ আমাকে এম্পটি করেছে তাই একা থেকে উহা রিফিল করছি

আর আমি বলি আমি মানুষ ভালোবাসি, তাই মানুষ থেকে দূরে থাকি।
কোথায় যেন পড়েছিলাম, তখন থেকে বুকের ভেতর বসে গেছে, এতো আমারই মনের কথা।

যদি কবিতার বই কোনদিন বের করি তবে এর প্রচ্ছদে বা মলাটে তোমার আমার কিছু কিছু মন্তব্য জুড়ে দিব।

আমি বলেছিলাম, নিশ্চয়ই কোন উদ্ভট চিন্তা, আসলেই তাই।
তবে ভাবনাটা অভিনব।
কিন্তু সেরকম কোন মন্তব্য কি আছে দেবার মতো?

আমিতো উরাধুরা কত কথা বলি।

ও ভালো খবর থাক বলে লাভ নাই।

শুনবো, কি ভালো খবর।



২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৯

স্প্যানকড বলেছেন: তো এছাড়া আর কি করা আছে? এটা আমাদের ডি এন এ ইনপুট করা। আলোচনার চেয়ে বেশী সমালোচনা হয় বেশী। সামুতে এই চর্চা অনেক আগে থেকেই। এ নিয়ে লিখতে গিয়ে আর লেখা হয়নি। কে কাকে পঁচাবে এই নিয়ে সারাদিন যায়। মানুষের হাতে কত সময় ! আমাকে কেউ টার্গেট করলে তখন আমি ট্রিগার টানি। নইলে না। আমি আঙুল গোনা কয়েকজন ব্লগার দের ব্লগে কমেন্ট করি।এখন তাও করি না। তুমি এখানে আস তাই তোমার সাথে এতোক্ষণ আলাপ করি। সেজন্য তোমাকে ধন্যবাদ। এতো সময় কে কারে দেয়? এ আমার সৌভাগ্য। তুমি না আসলে তাও হতো না। তুমি বন্ধু বলেছ আমি মেনে নিয়েছি। তোমার উরাধুরা সে যে কি উহা আমি জানি।

ভালো খবর হচ্ছে, চুমু খেলে ক্যালরি কমে ডিপ্রেসড কমে আরও কত কি ! খাবে নাকি ? আমি ভালো চুমু খেতে পারি। এ মন্তব্য অনেকেই করে। হা হা হা :) রাগের মাত্রা কত লিখে যেও। হা হা হা :)

১০| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

মিরোরডডল বলেছেন:




ভালো খবর হচ্ছে, চুমু খেলে ক্যালরি কমে ডিপ্রেসড কমে আরও কত কি ! খাবে নাকি ? আমি ভালো চুমু খেতে পারি। এ মন্তব্য অনেকেই করে। হা হা হা :) রাগের মাত্রা কত লিখে যেও। হা হা হা :)

এখানে এই মন্তব্য যে অন পারপাস করা হয়েছে সেটা আমি বুঝেছি।
তবে আমাকে রাগানোর জন্য না, যারা ব্যান করার দাবী জানায় তাদেরকে আরও খ্যাপানোর জন্য, ফর সিওর।

আমি শুনেছি ট্রেস হলে প্রিয়জনকে জড়িয়ে ধরলে স্ট্রেস কমে যায়।
যে কোন প্রিয়জন না, only between lovers.

আর যদি বেশ অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকে, তাহলে দুজনের হার্টবিট সিনক্রোনাইজ করে।


২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২২

স্প্যানকড বলেছেন: মেয়ে দেখি চালাক আছে। আমার চেয়ে এ বিষয়ে বেশী জানে। অভিজ্ঞতা আছে কি? কেমনে কি! আমাকে ব্যান করবে কারণ কি? আমার কবিতার ছবি। আচ্ছা ধর এখন আমি খুব ভালো একটা ফুলের ছবি দিলাম আর খালি ভালো ভালো বুলি আউরে গেলাম আর ভেতরে ভেতরে আমি আস্ত একটা শয়তান! যা কেবল আমি জানি। এমন দুই চরিত্রের হওয়া কি ঠিক? এ ছবির ব্যাপারে আগেই খোলাসা করেছি।

এ ব্লগে এরচেয়ে মারাত্মক কিছু হয়। বন্ধু বন্ধুকে চুমু তো খেতে পারে নাকি ! জড়িয়েও ধরতে পারে। এই যে এখন যেমন তোমাকে চুমু খেলাম, জড়িয়ে ধরলাম, বিদায় জানালাম। রাত গভীর ঘুমুতে যেতে বললাম। হা হা হা :) আমাকে যে তুমি ক্যান এতো লাই দাও ?একটা গান শুনছিলাম, ফুল দিও কাঁটা দিও না। আস্তে আস্তে হা হা হা কামড় দিও না। :)

১১| ২৫ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: জনাব,
আপনার কবিতাগুলো পড়ি, কমেন্ট করা হয় না (করতে পারিনা, সেজন্য ক্ষমাপ্রার্থী)
সত্যি কথা বলতে আমি কবিতা বুঝি না তাই কমেন্ট করতে গেলে জড়তা আসে।

এই কবিতাটা নিজের মত করে বুঝে নিয়েছি। সেজন্য খুব ভালো লেগেছে।

ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আরো লিখুন।

২৫ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

স্প্যানকড বলেছেন: কবিতা না বোঝার মতো কিছু নেই। আমি সহজ করেই বলে যাই। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব :)

১২| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লেখা চলতে থাকবে।

২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

স্প্যানকড বলেছেন: আমার জিগায় :) ধন্যবাদ মন্তব্যের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.